QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২৫

Bangla Quiz - Set 125

বাংলা কুইজ – সেট ১২৫

১. অন্নপূর্ণা দাসের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় । দেশভাগে ভিটে ছাড়া হয়ে আসেন হাওড়া জেলার বেলুড়ে এবং শুরু করেন তার কারখানা । ইনাকে আমরা কি নামে চিনি ?

উত্তর :
বুড়িমা ( বুড়িমার চকলেট বোমের কারখানা ইনার সৃষ্টি )

২. রামায়ণে সোনার হরিণ রূপে কে রাবনকে সীতা হরণে সাহায্য করেছিলেন ?

উত্তর :
মারিচ

[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৪

৩. ক্রিকেট খেলায় কোনো ব্যাটসম্যান যদি তার প্রথম বলে শুন্যরানে আউট হয় তাহলে তাকে কি বলে ?

উত্তর :
গোল্ডেন ডাক

৪. Honeymoon Capital of India – কোন জায়গাকে বলা হয় ?

উত্তর :
মানালী

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৩

৫. কোন দ্বীপপুঞ্জের আরেকনাম ছিল “নিউ ডেনমার্ক” ?

উত্তর :
নিকোবর


৬. কুলিক পক্ষী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উত্তর :
উত্তর দিনাজপুর

[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২২ ] 

৭. YouTube এর একজন কো-ফাউন্ডার যিনি YouTube -এর প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন তিনি একজন বাঙালি । নাম কি ?

উত্তর :
জাভেদ করিম

৮. ব্যবসার দুনিয়াতে সাইকোলজিক্যাল প্রাইসিং বলতে কি বোঝানো হয় ?

উত্তর :
জিনিসের দাম ৯৯ দিয়ে শেষ হওয়া

[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২০

৯. কাশ্মীরি গেট কোথায় গেলে দেখা যায় ?

উত্তর :
নতুন দিল্লি

১০. ভারতের কোন শহরকে সোনালী শহর বলা হয় ?

উত্তর :
জয়সলমীর

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button