QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২৪

Bengali Quiz - Set 124

বাংলা কুইজ – সেট ১২৪

১. লক ডাউনে আবার জনপ্রিয় হয়ে যাচ্চে ঘুড়ি ওড়ানো । কোন নবাব কলকাতা তথা পশ্চিমবঙ্গে ঘুড়ি ওড়ানো জনপ্রিয় করেছিলেন ?

উত্তর :
ওয়াজেদ আলি শাহ ( কলকাতার আলু বিরিয়ানিও  ইনি জনপ্রিয় করেছিলেন )

২. ঘুমন্ত বুদ্ধ ( Sleeping Budhdha ) ভারতের কোন পর্বতশৃঙ্গটিকে বলা হয় ?

উত্তর :
কাঞ্চনজঙ্ঘা

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৩

৩. পাণ্ডব গোয়েন্দার কুকুরের নাম কি ?

উত্তর :
পঞ্চু

৪. প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পান কে ?

উত্তর :
বিধানচন্দ্র রায়

৫. মজুত করতে সুবিধা হবে বলে জনপ্রিয় কোন ফল জাপানে চৌকো আকারে চাষ শুরু হয় ?

উত্তর :
তরমুজ


৬. সাইফ আলী খান এবং করিনা কাপুর এর একসাথে অভিনীত প্রথম সিনেমা কোনটি ?

উত্তর :
LOC কার্গিল

৭. ছত্রপতি শিবাজীর স্ত্রীর নাম কি ?

উত্তর :
সাই বাঈ

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২২

৮. বারাণসী এয়ারপোর্ট কোন ভারতীয় প্রধানমন্ত্রীর নাম নামাঙ্কিত ?

উত্তর :
লাল বাহাদুর শাস্ত্রী

৯. আমরা ফোনে SD Card ব্যবহার করে থাকি । এই SD কথাটির পুরো অর্থ কি ?

উত্তর :
Secure Digital

১০. বীরভূমের কোন নদীর অন্য নাম শাল নদী ?

উত্তর :
কোপাই

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button