QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২৯ – ঋষি কাপুর স্পেশাল

Bengali Quiz - Set 129 - Rishi Kapoor Special

বাংলা কুইজ – সেট ১২৯ – ঋষি কাপুর স্পেশাল

সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তী বলিউড অভিনেতা ঋষি কাপুর । দেওয়া রইলো ঋষি কাপুর সম্পর্কে ১০ টি জানা-অজানা তথ্য ।

১. ঋষি কাপুর কোন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন?

উত্তর :
মেরা নাম জোকর (১৯৭০)

২. ঋষি কাপুর পুরো নাম কী?

উত্তর :
ঋষি রাজ কাপুর

৩. ঋষি কাপুরের আত্মজীবনীর নাম কী?

উত্তর :
খুল্লম খুল্লা: ঋষি কাপুর আনসেন্সরড

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৮ –  ইরফান খান স্পেশাল 

৪. কোন সিনেমায় ঋষি কাপুর ও তার স্ত্রী নিতু সিং,পুত্র রনবীর কাপুর- কে একই সাথে অভিনয় করতে দেখা যায়?

উত্তর :
বেশরম (২০১৩)

৫. ঋষি কাপুর অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি?

উত্তর :
দা বডি (২০১৯)


৬. ঋষি কাপুর তার আত্মজীবনী লেখেন কার সহয়তায়?

উত্তর :
মীনা আইয়ার

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২১ –  শচীন টেন্ডুলকার স্পেশাল ] 

৭. ঋষি কাপুর অভিনীত শেষ চলচ্চিত্র (মুক্তি পাইনি) কোনটি?

উত্তর :
শর্মাজি নমকিন

৮. কোন সিনেমাই অনবদ্য অভিনয়ের জন্য ঋষি কাপুর ভারতের সর্বাধিক বিশিষ্ট চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠান “জাতীয় চলচ্চিত্র উৎসবে”(National Film Awards) – এ সর্বশ্রেষ্ঠ অভিনেতা (শিশু বিভাগে) পুরষ্কার অর্জন করেন?

উত্তর :
মেরা নাম জোকর (১৯৭০).

৯. চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য কোন সালে ঋষি কাপুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট আওয়ার্ড পান?

উত্তর :
২০০৮

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১০৮ –  সত্যজিৎ রায় স্পেশাল

১০. ঋষি কাপুর নির্দেশিত একমাত্র চলচ্চিত্র কোনটি?

উত্তর :
আ অব লউট চলে ।(১৯৯৯)

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button