QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২২

Bengali Quiz - Set 122

বাংলা কুইজ – সেট ১২২

১. ফোন না এলেও বা ফোন ভাইব্রেট না করলেও বার বার ফোন পকেট থেকে বের করে দেখাকে কি বলে ?

উত্তর :
ফ্যান্টম সিন্ড্রোম

২. দার্জিলিঙের চিড়িয়াখানাটি কোন গভর্নরের নামে নামাঙ্কিত ?

উত্তর :
পদ্মজা নাইডু

৩. দেবীপক্ষের শেষ দিন কোনটি  ?

উত্তর :
কোজাগরী পূর্ণিমা

৪. “ধন্যি মেয়ে” সিনেমাতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন কে ?

উত্তর :
জয়া বচ্চন

৫. কোন বিখ্যাত গোয়েন্দা চরিত্র অতুলচন্দ্র মিত্র ছদ্মনাম দিয়ে অনেক রহস্য সমাধান করেছেন ?

উত্তর :
ব্যোমকেশ বক্সী



৬. ১৯৮১ সালে একটি ভয়াবহ দুর্ঘটনায় নিজের পা হারিয়েও প্রসথেটিকের পা-এর সাহায্যে ভারতসহ বিভিন্ন দেশে কে পারফর্ম করেছেন ?

উত্তর :
সুধা চন্দ্রণ

৭. ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে ভারতীয় সাংবাদিকদের যখন তাদের দেশ জানতে চাওয়া হয়, উত্তর শুনে রাশিয়ানরা কোন বলিউড গানের মাধ্যমে তাদের সম্বোধন করেন ?

উত্তর :
জিমি জিমি জিমি আজা আজা আজা

৮. শান্তিপুরী শাড়ি, বালুচরি শাড়ি ছাড়া পশ্চিমবঙ্গে কোন শাড়ি GI Tag পেয়েছে ?

উত্তর :
ধনেখালি শাড়ি

৯. All India Radio বা আকাশবাণীর লোগোতে আমরা কি লেখা দেখতে পাই ?

উত্তর :
বহুজন হিতায় বহুজন সুখায়

১০. কোন শহরকে ভারতের ধর্মীয় রাজধানী মনে করা হয় ?

উত্তর :
বারাণসী

এরকম আরো কিছু কুইজ সেট :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button