শচীন তেন্ডুলকর স্পেশাল কুইজ
আজ ২৪শে এপ্রিল, ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর এর জন্মদিন । বাংলা কুইজের পক্ষ থেকে তাই আমাদের প্রিয় শচীন টেন্ডুলকারকে উৎসর্গ করে দেওয়া রইলো ছোট্ট একটি কুইজ সেট । দেখে নাও শচীন তেন্ডুলকর স্পেশাল কুইজ।
১. শচীন তেন্ডুলকরভারতের হয়ে একটি মাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেন, তিনি ঐ ম্যাচে কত রান করেছিলেন?
২. কাউন্টি ক্রিকেটে শচীন টেন্ডুলকার কোন দলের হয়ে খেলতেন?
[আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
৩. শচীন তেন্ডুলকরতার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ০-১০০ এর মধ্যে সমস্ত সংখ্যার রান করেছেন,কেবল দুটি বাদে,কোন দুটি সংখ্যা?
৪. আন্তর্জাতিক ক্রিকেটে কোন বোলার শচীন টেন্ডুলকার কে সর্বাধিক বার আউট করেন?
৫. শচীন টেন্ডুলকার ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক একদিবসীয় ম্যাচ খেলেন কোন দেশের বিরুদ্ধে?
৬. টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকরের নিজস্ব সর্বাধিক রান কত? (এক ইনিংসে)
৭. শচীন টেন্ডুলকার ভারতের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরুর আগে কোন দেশের হয়ে মাঠে ফিল্ডিং করেছিলেন?
৮. একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার কতগুলি অর্ধ – শত রান (৫০) করেছেন ?
৯. শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে সর্বাধিক শত (১০০) রান করেছেন ?
১০. ক্রিকেট জীবনে (আন্তর্জাতিক) শচীন টেন্ডুলকার মোট কতবার মান অফ দা ম্যাচ পুরষ্কার পান?
আরো এরকম কিছু কুইজ সেট :
বাংলা কুইজ – সেট ১০৮ -সত্যজিৎ রায় স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
রোনাল্ডো স্পেশাল কুইজ Quiz on Cristiano Ronaldo
To check our latest Posts - Click Here
sachin pakistaner hoye maathe fielding kore6ilen? eta ki thik
Ha in 1987.
https://m.timesofindia.com/sports/new-zealand-in-india-2016/top-stories/Sachin-Tendulkar-made-international-debut-for-Pakistan/articleshow/45077221.cms