বাংলা কুইজ – সেট ১২০
১. একটি USB আইকনে যে তিনটি জ্যামিতিক আকৃতি দেখতে পাই, তার মাঝেরটি কি ?
২. Toad, Elephant, Frog – এই শব্দ তিনটি কোন খেলার সাথে যুক্ত ?
৩. আতস কাঁচে কোন ধরণের লেন্স ব্যবহার করা হয় ?
৪. ফ্লাইটে যাতায়াত করার সময় নিয়ম অনুযায়ী ( 3-1-1 Liquid Rule) হ্যান্ডব্যাগে কতটা তরল পদার্থ বহন করা যায় ?
৫. “The Cuckoo’s Calling” বইটি Robert Galbraith ছদ্মনামে লেখেন এক বিখ্যাত লেখিকা । আমরা তাঁকে কি নামে বেশি চিনি ?
৬. কোন মিষ্টি ঝাঙ্গিরি বা জাহাঙ্গীর নামে পরিচিত ?
৭. ভারতে এক টাকার নোট প্রকাশ করার অনুমোদন কে দেয় ?
৮. ১৮৮৪ সালের ২০শে সেপ্টেম্বর নটি বিনোদিনী অভিনীত কোন নাটকটি মঞ্চস্থ করেন গিরিশ ঘোষ যেটি দেখতে এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব ?
৯. মহিষাসুরের নাম থেকে ভারতের কোন শহরের নামকরণ হয়েছে ?
১০. SUPARCO কোন দেশের সরকারি মহাকাশ সংস্থা ?
আরো কিছু কুইজ সেট :
To check our latest Posts - Click Here