NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা ( PDF ) – জাদুঘর তালিকা
List of Important Museums in India in Bengali
ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা – জাদুঘর তালিকা
আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের বিখ্যাত মিউজিয়াম তালিকা / ভারতের গুরুত্বপূর্ণ মিউজিয়াম তালিকা / ভারতের বিখ্যাত জাদুঘর তালিকা । কোন রাজ্যে কোন জাদুঘর অবস্থিত তার তালিকা দেওয়া রইলো ।
মিউজিয়াম, জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে| ভারতের বিচ্ছিন্ন রাজ্যে রয়েছে বিভিন্ন মিউজিয়াম। ভারতের কিছু বিখ্যাত মিউজিয়াম-এর লিস্ট বাংলা কুইজের পক্ষ থেকে নিচে দেওয়া রইলো।
ভারতের গুরুত্বপূর্ণ মিউজিয়াম তালিকা
নং | মিউজিয়াম | অবস্থান |
---|---|---|
১ | গুরুসদয় সংগ্রহশালা | কলকাতা |
২ | আশুতােষ মিউজিয়াম | কলকাতা |
৩ | গভমেন্ট মিউজিয়াম | ব্যাঙ্গালুরু |
৪ | প্রতাপ সিং মিউজিয়াম | শ্রীনগর |
৫ | প্রিন্স অব ওয়েলস্ মিউজিয়াম | মুম্বাই |
৬ | সারনাথ মিউজিয়াম | উত্তরপ্রদেশ |
৭ | বরােদা মিউজিয়াম | বরােদা |
৮ | ভিক্টোরিয়া হল মিউজিয়াম | উদয়পুর |
৯ | ইণ্ডিয়ান মিউজিয়াম | কলকাতা |
১০ | আর্কিওলজিক্যাল মিউজিয়াম | শ্রীরঙ্গপত্তনম |
১১ | ন্যাশনাল আর্কাইভ | নতুন দিল্লি |
১২ | প্যালেস কালেকশন মিউজিয়াম | হায়দ্রাবাদ |
১৩ | এলবার্ট মিউজিয়াম | জয়পুর |
১৪ | ফরেস্ট মিউজিয়াম | দেরাদুন |
১৫ | টিপু সুলতান মিউজিয়াম | শ্রীরঙ্গপত্তনম |
১৬ | কারজন মিউজিয়াম | মথুরা |
১৭ | ন্যাশনাল আর্ট গ্যালারী | দিল্লি |
১৮ | বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম | কলকাতা |
১৯ | নালন্দা মিউজিয়াম | বিহার |
২০ | সালারজংগ মিউজিয়াম | হায়দ্রাবাদ |
২১ | আর্কিওলজিক্যাল মিউজিয়াম | গােয়ালিওর |
২২ | মিউনিসিপ্যাল মিউজিয়াম | আহমেদাবাদ |
২৩ | ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম | মুম্বাই |
১৪ | সেন্ট্রাল মিউজিয়াম | নাগপুর |
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : ভারতের কিছু বিখ্যাত মিউজিয়াম
- File Size : 1 MB
- No. of Pages : 02
- Format : PDF
- No. of Pages :
এরকম আরো কিছু নোটস :
- ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ
- গুরুত্বপূর্ণ গবেষণাগার
- ভারতের শহর ও শিল্প
- খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ
- গুরুত্বপূর্ণ বই
- নোবেল পুরস্কার
- নোবেল পুরস্কার
- পুরস্কারের সূচনাকাল
- বন্যপ্রাণী সংরক্ষণ
- সেনসাস ( আদমশুমারি ) ২০১১
- বিখ্যাত মনীষীদের সমাধিস্থল
To check our latest Posts - Click Here