ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা PDF – Important Festivals of India
ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা : বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত এবং এর ভিন্ন প্রান্তে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা, সংষ্কৃতি, আবদ কায়দা, উৎসব। ভারত সম্পর্কেই সত্যই বলা চলে “নানা ভাষা নানা মত নানা পরিধান” । কিন্তু এর বৈচিত্র্যেরি মাঝে দেখা যায় এক অভিন্ন মিলন ।
Table of Contents
বাংলা কুইজের তরফ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় উৎসবগুলো একসাথে দেওয়া রইলো । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক । নিচে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব -এর PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবে ।
এরকম আরো নোটস পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
আমাদের ফেসবুক পেজ আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা | PDF
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব সমূহ
রাজ্য | উৎসব |
---|---|
পশ্চিমবঙ্গ | দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ, দোল, বক্সা পক্ষী উৎসব |
ত্রিপুরা | ঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি, খার্চী পূজা, কের পূজা |
ওড়িশা | রথযাত্রা, কোনারক উৎসব, রাজা। |
বিহার | ছট পূজা, করম উৎসব, পারুল। |
অসম | বিহু, মে ডাম মে ফি, গজ উৎসব। |
ছত্রিশগড় | পােলা নবখাই, চেরচেরা। |
ঝাড়খণ্ড | ছটপূজা। |
মহারাষ্ট্র | গণেশ চতুর্থী, নাগপঞমী, জামসিদ নাউরােজ, পালকি। |
তামিলনাড়ু | পােঙ্গল, জাল্লিকাট্ট। |
উত্তরপ্রদেশ | রামনবমী, রামলীলা। |
হিমাচল প্রদেশ | চম্বারমিঞ্জর। |
অন্ধ্রপ্রদেশ | মহাকালীযাত্রা, উ গাডি-মার্চ (তেলেগু নববর্ষ), মার্চ। |
মধ্যপ্রদেশ | তানসেন সঙ্গীত উৎসব, খাজুরাহো নৃত্য উৎসব। |
গােয়া | কার্ণিভাল, শিগমাে উৎসব। |
পাঞ্জাব | করবাচওত, লােহরি, বৈশাখী, সাতােয়া, মাঘী মেলা। |
সিকিম | লােসার, চাইতা, লােসাং, বুমচু |
জম্মু ও কাশ্মীর | লােরি, আশুজ, হেরাথ । |
রাজস্থান | আদিবাসী কুম্ভমেলা |
কেরালা | বিশু, ওনাম, তিস্ক, কুরম, সুরয়া উৎসব, আট্টুকাল পোঙ্গালা। |
হরিয়াণা | ওহিয়াদুজ, গুপ্পা, সবেবরাত, নাওমি। |
উত্তরাঞ্চল | কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা, হারেলা |
মেঘালয় | ওয়াংগালা (একশ ঢোলের উৎসব ) |
দিল্লি | রােশেনারা, শালিমার। |
নাগাল্যাণ্ড | পাখি উৎসব, অঙগামিদের সেক্রেনি, হর্নবিল, কমলা উৎসব । |
দাদরা ও নগর হাভেলি | দিবাসের |
মিজোরাম | চাপচারকুট, মিমকুট। |
মনিপুর | ওশাং, হুন থাদু, ইয়াওশাং । |
পণ্ডিচেরী | ফরাসি বাস্তিল দিবস। |
অরুণাচল প্রদেশ | দ্রী উৎসব,উইহু কুহ। |
লাদাখ | হেমিস উৎসব,মনলাম চেনমো। |
তেলেঙ্গানা | আশা, বোনালু |
Download Section
- File Name : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব
- File Size : 105 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
আরও দেখে নাও :
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | PDF
- ভারতের বিভিন্ন জনগোষ্ঠী – Racial Classification of Indian Population
- কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
- ভারতের রাজ্যভিত্তিক সমুদ্র সৈকতের তালিকা – PDF Download
- ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা
রাজ্য উৎসব সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ওনাম কোন রাজ্যের উৎসব ?
কেরালা রাজ্যের সবচেয়ে বড় উৎসব ওনাম।
কোন রাজ্যে ওশাং উৎসব পালিত হয় ?
মনিপুরে ওশাং উৎসব পালিত হয়।
পঙ্গল কোন রাজ্যের উৎসব ?
তামিলনাড়ুর ফসল উৎসব পঙ্গল ।
বিহু কোন রাজ্যের প্রধান উৎসব ?
আসামের প্রধান উৎসব বিহু।
To check our latest Posts - Click Here