Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২১১

General Awareness MCQ – Set 211

৩৬০১. ‘মাইন্ড মাস্টার (Mind Master)’ নামক আত্মজীবনীটি কার ?

(A) অনিশ গিরি
(B) পেন্টালা হরিকৃষ্ণ
(C) অভিনব বিন্দ্রা
(D) বিশ্বনাথন আনন্দ

উত্তর :
(D) বিশ্বনাথন আনন্দ

বিশ্বনাথন আনন্দ তাঁর আত্মজীবনী ‘মাইন্ড মাস্টার’ সম্প্রতি প্রকাশ করেছেন ।   আনন্দের এই আত্মজীবনীটি সহ-রচনা করেছেন ক্রীড়া সাংবাদিক সুসান নিনান্ন।


৩৬০২. অ্যাপল ইনকর্পোরেটেড কোম্পনি (Apple Inc.) এর প্রতিষ্ঠাতা 

(A) স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন
(B) বিল গেটস এবং পল অ্যালেন
(C) জেরি ইয়াং এবং ডেভিড ফিলো
(D) জন পেমবার্টন এবং আসা ক্যান্ডলার

উত্তর :
(A) স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন

এপ্রিল ১৯৭৬ সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াকের অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার ডেভেলপ ও বিক্রির জন্যে অ্যাপল গঠন করেন। জানুয়ারি ১৯৭৭ সালে এটি “অ্যাপল কম্পিউটার, ইংক” হিসেবে ইনকর্পোরেটেড হয়।


৩৬০৩. বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি আবিষ্কার করেছিলেন

(A) অটো হ্যান
(B) জেমস ওয়াট
(C) হেনরি বেকেরেল
(D) আর্নেস্ট রাদারফোর্ড

উত্তর :
(B) জেমস ওয়াট

জেমস ওয়াট ১৭৩৬ সালের ১৯শে জানুয়ারি স্কটল্যান্ডে জন্ম গ্রহণ করেন। তিনি ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।


৩৬০৪. ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুসারে, তর্জনী (forefinger ) দ্বারা  ________ এর দিকে নির্দেশ করা হয়েছে।

(A) চৌম্বকীয় ক্ষেত্রের সাপেক্ষে কন্ডাক্টরের আপেক্ষিক গতি (Motion of the conductor relative to the magnetic field)
(B) চৌম্বক ক্ষেত্র (Magnetic Field )
(C) উৎপন্ন তড়িৎ প্রবাহ ( Induced or Generated current )
(D) কন্ডাক্টরের বল ( Force of the conductor  )

উত্তর :
(B) চৌম্বক ক্ষেত্র (Magnetic Field )

ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম : ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমা পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করলেযদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ও বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, এই নিয়মটি কে ডায়নামো নিয়ম বলা হয়।


৩৬০৫. আঙুরে কোন অ্যাসিড থাকে ?

(A) সাইট্রিক অ্যাসিড
(B) টারটারিক অ্যাসিড
(C) স্টিয়ারিক অ্যাসিড
(D) বিউটারিক অ্যাসিড


৩৬০৬. “শাশ্বত ভারত (Eternal India )” নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন ?

(A) জওহরলাল নেহরু
(B) ইন্দিরা গান্ধী
(C) সোনিয়া গান্ধী
(D) রাজীব গান্ধী

উত্তর :
(B) ইন্দিরা গান্ধী

শাশ্বত ভারত (Eternal India ) বইটি  লিখেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ।


৩৬০৭. ______ গুহায় অবস্থিত কৈলাস মন্দিরটি হলো বিশ্বের বৃহত্তম রক-কাট স্মৃতিস্তম্ভ । 

(A) এলিফ্যান্টা
(B) অজন্তা
(C) ইলোরা
(D) করলা 

উত্তর :
(C) ইলোরা

ইলোরা গুহাগুলির কৈলাস মন্দিরটি বিশ্বের বৃহত্তম রক-কাট স্মৃতিস্তম্ভ। ইলোরা গুহাগুলি, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত।  কৈলাস মন্দিরটি রাষ্ট্রকূত রাজা কৃষ্ণ তৈরী করেছিলেন ।



৩৬০৮. ভারতীয় সংবিধানে, অবশিষ্ট ক্ষমতা (Residual Power ) -এর  ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

(A) ফরাসি
(B) কানাডিয়ান
(C) রাশিয়ান
(D) ব্রিটিশ


৩৬০৯. নিচের কোনটি সিন্ধু নদীর শাখানদী নয়?

(A) রবি
(B) চেনাব
(C) নর্মদা
(D) ঝিলাম

উত্তর :
(C) নর্মদা

নর্মদা সিন্ধু নদীর শাখানদী নয়।

পূর্ব মধ্য প্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে এই নদীর উৎপত্তি । পশ্চিমবাহিনী এই নদীটি ১৩১২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে।


৩৬১০. সাধারণত, কোন কাজে লিপ্ত লোকেরা মরসুমী (seasonal )  এবং ছদ্ম (disguised ) বেকারত্বের মুখোমুখি হন?

(A) সার্ভিস
(B) কৃষি
(C) ম্যানুফ্যাকচারিং
(D) কনস্ট্রাকশন 

উত্তর :
(B) কৃষি

যে শ্রমিকের প্রাত্তিক উৎপাদনক্ষমতা শূন্য অথবা ঋণাত্মক হয়; তাদেরকে ছদ্ম বা প্রচ্ছন্ন বেকার বলা হয়। আপাতদৃষ্টিতে এরা কর্মরত থাকলেও অথবা, উৎপাদনক্ষেত্র থেকে এদের সরিয়ে নেওয়া হলেও দেখা যাবে মোট উৎপাদনের ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটেনি। এই ধরনের বেকারত্বকে প্রচ্ছন্ন বেকারত্ব বলে।

যখন উন্নয়নশীল ও অনুন্নত দেশের গ্রামাঞ্চলে কৃষিকাজের সময় অর্থাৎ ফসল রোপন ও কর্তন ছাড়া বৎসরের অন্য সময় জনশক্তির এক বৃহৎ অংশ যোগ্যতা বা কর্ম করার শক্তি ও ইচ্ছা থাকলেও তারা কোন কাজ পায় না। একে মরসুমী বেকারত্ব বলে।

মরসুমী (seasonal )  এবং ছদ্ম (disguised ) বেকারত্ব প্রধানত কৃষিক্ষেত্রে দেখা যায় ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ২১০

সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button