সাধারণ জ্ঞান MCQ – সেট ২১০
General Awareness MCQ – Set 210
৩৫৯১. জুলফিকার আলী ভুট্টো নিচের কোন বইটি লিখেছেন ?
(A) The Great Tragedy
(B) Midnight’s Children
(C) An Indian Spy in Pakistan
(D) The God of Small Things
“The Great Tragedy” বইটি লিখেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এই বইটি ১৯৭১ সালে প্রকাশিত হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাষ্ট্রপতিও ছিলেন এবং পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা করেছিলেন ।
৩৫৯২. পাইক নৃত্য নাচটি নিম্ন লিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
(A) ওড়িশা
(B) বিহার
(C) গুজরাট
(D) আসাম
এটি একটি ওড়িশার মার্শাল লোকনৃত্য যেখানে বর্শা এবং ঢাল দিয়ে যুদ্ধের আদলে নাচা হয় ।
৩৫৯৩. রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার হলেন
(A) লে করবুসিয়ার
(B) এডউইন লুটিয়েনস
(C) উইলিয়াম এমারসন
(D) হেনরি ইরভিন
রাষ্ট্রপতি ভবন ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এটি ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত। ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদটি ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। এই সময় এটি “ভাইসরয়’স হাউস” নামে পরিচিত ছিল। ১৯৫০ সালে প্রাসাদটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিতি লাভ করে। এই ভবনটির স্থপতিকার হলেন এডউইন লুটিয়েনস ।
৩৫৯৪. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
(A) ব্রিটিশ এবং ফরাসী
(B) মারাঠা এবং ব্রিটিশ
(C) মোগল এবং শেরশাহ সুরি
(D) আহমদ শাহ আবদালি ও মারাঠা
পানিপথের তৃতীয় যুদ্ধ ১৪ই জানুয়ারি ১৭৬১ সালে দিল্লির ৯৭ কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুব এর সম্রাট সুজা-উদ-দৌল্লার যৌথ সমর্থনে আফগানিস্থানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়।
৩৫৯৫. ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা “স্মাইলিং বুদ্ধ” কোন বছর পরিচালিত হয়েছিল ?
(A) ১৯৭৪
(B) ১৯৭৭
(C) ১৯৮৪
(D) ১৯৯২
স্মাইলিং বুদ্ধ (পোষাকি নাম পোখরান-১) হল ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম। এটি ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ব্যতীত অপর কোনো রাষ্ট্র কর্তৃক ঘোষিত প্রথম পারমাণবিক পরীক্ষা।
ড. রাজা রামান্না ছিলেন দলের প্রধান। অন্যান্য প্রধান বিজ্ঞানীরা ছিলেন ড. পি কে আইয়েঙ্গার, ড. রাজাগোপাল চিদাম্বরম, ড. নাগাপত্তিনাম শম্বশিব বেঙ্কটেশন, ড. আব্দুল কালাম ও ড. ওয়ামান দত্তাত্রেয় পটবর্ধন। তত্ত্বাবধায়ক ছিলেন ড. হোমি এন সেতনা। প্রকল্পটিতে ৭৫ জনের বেশি বিজ্ঞানী নিযুক্ত হননি। গোপনীয়তা বজায় রাখতেই দলটিকে ছোটো রাখা হয়।
৩৫৯৬. ভারতের সংবিধানে “রাজ্যগুলির মধ্যে এবং দেশের মধ্যে মুক্ত বাণিজ্য” এর ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে?
(A) আয়ারল্যাণ্ড
(B) কানাডা
(C) যুক্তরাষ্ট্র
(D) অস্ট্রেলিয়া
৩৫৯৭. চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে ?
(A) মহারাষ্ট্র
(B) মধ্য প্রদেশ
(C) ছত্তিশগড়
(D) পশ্চিমবঙ্গ
চম্বল নদী হল যমুনা নদীর প্রধান উপনদী এবং এটি বৃহত্তম গঙ্গা অববাহিকার অংশ। নদীটি মধ্য প্রদেশ রাজ্যে উৎপন্ন হয় এবং মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর প্রদেশে এসে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়।
৩৫৯৮. কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পরে ?
(A) প্রাইমারি সেক্টর
(B) সেকেন্ডারি সেক্টর
(C) টারশিয়ারি সেক্টর
(D) কোয়াটারনারি সেক্টর
কৃষিক্ষেত্র প্রাইমারি সেক্টরের অধীনে আসে। প্রাথমিক সেক্টরে প্রধানত থাকে কাঁচামাল উৎপাদন এবং নিষ্কাশন। এই সেক্টরের সাথে সম্পর্কিত অন্যান্য ক্রিয়াকলাপগুলি হ’ল – খনি থেকে খনিজ নিষ্কাশন, বন, শিকার, মাছ ধরা প্রভৃতি ।
৩৫৯৯. নীচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়?
(A) থাইমাস গ্রন্থি
(B) পিটুইটারি গ্রন্থি
(C) অ্যাড্রিনাল গ্রন্থি
(D) থাইরয়েড গ্রন্থি
থাইমাস গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়, যখন এটি শৈশবকালে সবচেয়ে বড় থাকে ।
৩৬০০. নিচের কোনটি হারামফ্রোডাইটের উদাহরণ ?
(A) কেঁচো
(B) ফিতাক্রিমি
(C) জোঁক
(D) উপরের সবগুলো
কেঁচো, স্পঞ্জ, টেপওয়ার্ম এবং জোঁক হারামফ্রোডাইটের উদাহরণ।
উভলিঙ্গীয় প্রাণী যা উভয় পুরুষ এবং মহিলা প্রজনন অঙ্গ ধারণ করে তাকে হারামফ্রোডাইটস বলে।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৮
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৭
To check our latest Posts - Click Here