সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৮
General Awareness MCQ – Set 208
৩৫৭১. এর মধ্যে কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল?
(A) বিদেহ
(B) চম্পা
(C) বারাণসী
(D) মথুরা
রাজধানী – মহাজনপদ
- বিদেহ – ভাজ্জি
- চম্পা – অঙ্গ
- বারাণসী – কাশী
- মথুরা – সুরসেন
৩৫৭২. নিম্নলিখিত কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকা উচিত?
(A) আর্টিকেল ৫২
(B) আর্টিকেল ৫৩
(C) আর্টিকেল ৫৪
(D) আর্টিকেল ৬৩
আর্টিকেল ৬৩ ।
৩৫৭৩. ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন তফসিলে ভারতের বিভিন্ন সাংবিধানিক পদের শপথ গ্রহণ সম্পর্কে লেখা রয়েছে ?
(A) দ্বিতীয় তফসিল
(B) তৃতীয় তফসিল
(C) চতুর্থ তফসিল
(D) পঞ্চম তফসিল
৩৫৭৪. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
(A) দামোদর
(B) ব্রাহ্মণী
(C) সুবর্ণরেখা
(D) অজয়
ঝাড়খণ্ডের জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত।
এই শহরটি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিলেন ।সুবর্ণরেখা নদীটি ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড -এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
৩৫৭৫. নিম্নলিখিত কোনটি DNA-তে নেই?
(A) এডেনিন
(B) গুয়ানিন
(C) ইউরাসিল
(D) থিয়ামিন
DNA-তে ইউরাসিল থাকে না। ইউরাসিলের জায়গায় DNA-তে থায়ামিন রয়েছে। থিয়ামিনের জায়গায়, ইউরাসিল RNA-তে উপস্থিত রয়েছে।
৩৫৭৬. নিচের কোনটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ নয়?
(A) একটি হীরার ঝলকানি
(B) অপটিক্যাল ফাইবার
(C) তারার মিটমিট করা
(D) মরীচিকা
আলোর প্রতিসরণের জন্য তারা মিটমিট করে ।
৩৫৭৭. জার্মান সিলভারে থাকে তামা, দস্তা এবং ________ ।
(A) নিকেল
(B) রূপা
(C) সীসা
(D) লোহা
জার্মান সিলভার হল তামা (৫০%), দস্তা (৩০%) এবং নিকেল (২০%) -এর সমন্বয়ে গঠিত একটি ধাতু সংকর । এটি বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় ।
৩৫৭৮. “রেসিডেক্স ইনডেক্স (Residex Index )” নিম্নলিখিত কোনটির সাথে জড়িত?
(A) শেয়ার মূল্য (Share Prices )
(B) মিউচুয়াল ফান্ডের দাম (Mutual Fund Prices )
(C) মূল্য মুদ্রাস্ফীতি সূচক (Price Inflation Index )
(D) আবাসন এর মূল্য (Housing Prices )
“রেসিডেক্স সূচক” আবাসনের মূল্যের সাথে সম্পর্কিত। এটি ২০০৭ সালে ন্যাশনাল হাউজিং ব্যাংক (National Housing Bank) প্রচলন করেছিল । এর উদ্দেশ্য হ’ল শহরগুলিতে এবং সময়ের সাথে সাথে ভারতে আবাসিক দামের একটি সূচক সরবরাহ করা।
৩৫৭৯. “Ibis Trilogy” বইটির রচয়িতা কে?
(A) গিরিশ কুবের
(B) অমর্ত্য সেন
(C) অমিতাভ ঘোষ
(D) সুনীল খিলনানী
অমিতাভ ঘোষ (জন্ম ১৯৫৬) একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্য সমালোচক। তিনি ইংরেজি সাহিত্যে অবদানের জন্যই বেশি পরিচিত।
অমিতাভ ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দ্য ডুন স্কুল, সেন্ট স্টিভেনস কলেজ, দিল্লি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
১৯৯০ সালে রচিত দ্য শ্যাডো লাইন উপন্যাসের জন্য অমিতাভ ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে রচিত ক্যালকাটা ক্রোমোজোম-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ডিসেম্বর ২০১৮ সালে তিনি ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানে ভূষিত হন।
তাঁর ২০০৪ সালে প্রকাশিত দ্য হাংগ্রি টাইড সুন্দরবনের পটভূমিকাতে লেখা।
৩৫৮০. নিম্নলিখিত কোন রাজ্যের সাথে কালবেলিয়া নৃত্য সম্পর্কিত ?
(A) পাঞ্জাব
(B) হিমাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ
কালবেলিয়া হ’ল একটি লোক নৃত্য যা রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করেন। কালবেলিয়া পোশাক এবং নাচের চলাচল সাপের ন্যায় ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৭
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৬
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৫
To check our latest Posts - Click Here