ইতিহাস MCQ – সেট ৭০ – আধুনিক ভারত
History MCQ – Set 70 – Modern India
BanglaQuiz Question ID : 988
১. ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিল ?
(A) কলম্বাস
(B) ভাস্কো দা গামা
(C) গ্যালিলিও
(D) বাবর
BanglaQuiz Question ID : 989
২. গণপরিষদে জাতীয় সংগীত কবে গৃহীত হয়েছিল ?
(A) ২৬ শে জানুয়ারি , ১৯৫০
(B) ২৪ শে জানুয়ারি , ১৯৫০
(C) ১৫ ই আগস্ট , ১৯৪৭
(D) ২৬ শে নভেম্বর , ১৯৪৯
BanglaQuiz Question ID : 992
৩. ইন্ডিয়ান নেভি এক্ট কত সালে চালু হয় ?
(A) ১৯২৭
(B) ১৯৩৭
(C) ১৯৪৭
(D) ১৯৪৬
BanglaQuiz Question ID : 998
৪. ১৮৩০ খ্রিস্টাব্দে “স্কটিস মিশনারি” কে প্রতিষ্ঠা করেন ?
(A) ভূদেব মুখোপাধ্যায়
(B) হেমচন্দ্র বন্দোপাধ্যায়
(C) আলেকজান্ডার ডাফ
(D) টমাস মেকলে
BanglaQuiz Question ID : 1012
৫. বাল গঙ্গাধর তিলক কোথায় বলেছিলেন “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?
(A) পুনে জেল
(B) ইভারদা জেল
(C) মান্দালয় জেল
(D) কোর্ট
তিলককে রাজদ্রোহের অভিযোগে ৭ বছর কারাবাস দেওয়া হলে তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন – “স্বরাজ হা মাজা জনমসিধ অধিকার আহে আনি তো মি মিলাভিনাচ” ।
সমস্ত ইতিহাস সেট
BanglaQuiz Question ID : 1013
৬. ভগত সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন ?
(A) কানপুর ষড়যন্ত্র মামলা
(B) লাহোর ষড়যন্ত্র মামলা
(C) ভাগলপুর ষড়যন্ত্র মামলা
(D) আলিপুর বোম্ব দুর্ঘটনা
BanglaQuiz Question ID : 1017
৭. প্রথম হিন্দী সংবাদপত্র কোনটি ?
(A) উড়ান ( Udaan )
(B) আজাদ বিচার ( Azad Vichaar )
(C) উড়ান্ত মারতন্ড ( Udant Martand )
(D) বিচার ব্যক্তি ( Vichaar Vyakti )
উড়ান্ত মারতন্ড ( The Risign Star ) হল ভারতের প্রথম হিন্দী ভাষায় প্রকাশিত সংবাদপত্র । কলকাতা থেকে ১৮২৬ খ্রিস্টাব্দে এই সংবাদপত্রটি শুরু করেছিলেন যুগল কিশোর শুক্লা । প্রতি মঙ্গলবার এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশিত হত ।
BanglaQuiz Question ID : 1018
৮. সবরমতি আশ্রম কে বানিয়েছিলেন ?
(A) গুরু রামদাস
(B) শাহ জাহান
(C) মহাত্মা গান্ধী
(D) বল্লভভাই প্যাটেল
BanglaQuiz Question ID : 1019
৯. ব্রিটিশ শাসকরা কাকে “The father of the Indian unrest” বলতেন ?
(A) সুভাষচন্দ্র বসু
(B) বাল গঙ্গাধর তিলক
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) বিপিনচন্দ্র পাল
BanglaQuiz Question ID : 1020
১০. কারাবন্দী অবস্থায় কে ১৯২১ সালে কংগ্রেসের সভাপতি ছিলেন ?
(A) সুভাষচন্দ্র বসু
(B) জওহরলাল নেহেরু
(C) চিত্তরঞ্জন দাস
(D) আবুল কালাম আজাদ
আরো দেখুন :
ইতিহাস MCQ – সেট ৬৯ – মধ্যযুগ
ইতিহাস MCQ – সেট ৬৮ – প্রাচীন ভারত
ইতিহাস MCQ – সেট ৬৭ – আধুনিক ভারত
To check our latest Posts - Click Here