সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৭
General Awareness MCQ – Set 207
৩৫৬১. যখন উৎপাদন শূন্যের সমান হয়, পরিবর্তনশীল ব্যয় (variable cost) ______ হয়।
(A) সর্বনিম্ন
(B) শূন্য
(C) সর্বাধিক
(D) ধ্রুবক
উৎপাদন শূন্যের সমান হলে পরিবর্তনশীল ব্যয় (variable cost ) শূন্য হয়। পরিবর্তনশীল ব্যয় আউটপুটের উপর নির্ভর করে।
নির্দিষ্ট ব্যয় বা (fixed cost ) উৎপাদন শূন্য থাকা সত্ত্বেও উপস্থিত থাকে ।
৩৫৬২. SIDO নিচের কোনটির বিকাশের সাথে সম্পর্কিত?
(A) ক্ষুদ্র শিল্প (Small industry )
(B) ইস্পাত শিল্প (Steel industry )
(C) সফটওয়্যার শিল্প (Software industry )
(D) চিনি শিল্প (Sugar industry )
Small Industries Development Organization (SIDO)
৩৫৬৩. ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমানে পাওয়া যায় ?
(A) তামা
(B) লোহা
(C) অ্যালুমিনিয়াম
(D) দস্তা
ভূত্বকের ৮.০৯% রয়েছে অ্যালুমিনিয়াম । এটি ধাতু হিসেবে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমানে থাকে । মৌলের দিক থেকে দেখতে গেলে অ্যালুমিনিয়াম-এর পরিমান ভূত্বকে তৃতীয় ( অক্সিজেন ও সিলিকনের পরে ) ।
৩৫৬৪. রাসলীলা নৃত্য ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
(A) পাঞ্জাব
(B) হিমাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ
রাসলীলা বা ব্রজ রাসলীলা রাধা-কৃষ্ণের কাহিনী নিয়ে উত্তর প্রদেশের জনপ্রিয় একটি লোক নৃত্য।
৩৫৬৫. ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
(A) আসাম
(B) সিকিম
(C) অরুণাচল প্রদেশ
(D) মিজোরাম
৩৫৬৬. নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরষ্কার দেওয়া হয় না?
(A) রসায়ন
(B) পদার্থবিদ্যা
(C) শান্তি
(D) গণিত
৩৫৬৭. কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন?
(A) ডগলাস এঙ্গেলবার্ট
(B) বিল গেটস
(C) ইভান সাদারল্যান্ড
(D) অ্যালান টুরিং
ডগলাস এঙ্গেলবার্ট কম্পিউটার মাউস আবিষ্কার করেছিলেন । এঙ্গেলবার্ট ১৯২৫ সালের ৩০ জানুয়ারি ওরেগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে ওরেগন স্টেট কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন।
৩৫৬৮. দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) রাজস্থান
(C) মহারাষ্ট্র
(D) মধ্য প্রদেশ
দিলওয়ারা মন্দির : একাদশ ও ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত মন্দিরগুলি, বিশ্বের সবচেয়ে এক অন্যতম সূক্ষ জৈন মন্দিরের উদাহরণ। দিলওয়ারা মন্দির আসলে পাঁচজন জৈন সন্ত বা তীর্থঙ্করদের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পৃথক মন্দিরের একটি ভবন। মন্দিরের অভ্যন্তরে মূর্তির অবয়ব বিদ্যমান রয়েছে, যেগুলি অত্যন্ত সুন্দরভাবে মার্বেলের দ্বারা উৎকীর্ণ করা হয়েছে, বিশেষত ছাদ এবং স্তম্ভগুলি।
৩৫৬৯. দিল্লি কোন সুলতান “রক্ত ও লোহা (blood and iron )” নীতি গ্রহণ করেছিলেন?
(A) বলবন
(B) ইলতুৎমিশ
(C) এলদুজ
(D) কায়কোবাদ
দিল্লির মামলুক রাজবংশের নবম শাসক গিয়াস উদ্দিন বলবন রক্ত ও লোহার নীতি গ্রহণ করেছিলেন।
এই নীতিটি অনুসারে শত্রুদের নির্মম অত্যাচার করা হতো । এর মাধ্যমে তলোয়ারের সাহায্যে তিনি শত্রুদের মধ্যে ভয় ঢোকাতে পেরেছিলেন । ১২৬৬ থেকে ১২৮৭ পর্যন্ত বলবন রাজত্ব করেছিলেন ।
৩৫৭০. ‘মঙ্গল পান্ডে’-কে কবে ফাঁসি দেওয়া হয়েছিল ?
(A) ১০ মে, ১৮৫৭
(B) ৮ এপ্রিল, ১৮৫৭
(C) ১৩ জুলাই, ১৮৫৬
(D) ২১ ফেব্রুয়ারি, ১৮৫৯
মঙ্গল পাণ্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি (বিএনআই) সৈন্যদলের (রেজিমেন্টের) সিপাহী ছিলেন।
নির্ধারিত তারিখের দশ দিন আগে, ১৮৫৭ সালের ৮ এপ্রিল, প্রকাশ্যে মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৬
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৫
সাধারণ জ্ঞান MCQ – সেট ২০৪
To check our latest Posts - Click Here