Bengali Quiz – Set 118
১. ভারতবর্ষে প্রথম মেট্রোরেল চলেছিল ১৯৮৪ সালে । কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলেছিল ?
২. শরীরের জৈব রসায়নাগার কোন অঙ্গকে বলে ?
৩. কোন হ্রদ “সাইবেরিয়ার মুক্তা” নামে পরিচিত ?
৪. রাজা নবকৃষ্ণ দেব কোন ঐতিহাসিক যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন ?
৫. কোন ভারতীয়কে তাঁর নির্ধারিত ফাঁসির দিনের ১০ দিনে আগে ব্রিটিশরা ৮ই এপ্রিল ফাঁসি দিয়েছিলো ?
৬. কোন বিখ্যাত ক্রিকেটারের নামের একটি অংশ হলো – রাম লাল নিখাঞ্জ ?
৭. ছোটবেলায় নরেন্দ্র মোদী তাঁর বাবাকে কোন রেল স্টেশনে চা বিক্রি করতে সহায়তা করেছিলেন বলে দাবি করেন ?
৮. ১৯৮৭ সাল প্রথম সম্প্রসারিত হওয়া রামায়ণ আবার দেখানো শুরু হয়েছে টেলিভিশনে করোনা ভাইরাস লকডাউনের মধ্যে । এই রামায়ণ সিরিজটির পরিচালক কে ছিলেন ?
৯. “The Final Problem” ছোটগল্পে শার্লক হোমসের মৃত্যু ঘটান লেখক আর্থার কোনান ডায়াল। রাইকেনবাক জলপ্রপাতে এ ঘটনা ঘটে। কোন দেশে এ জলপ্রপাত অবস্থিত?
১০. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অফিসে বসার ১২ দিনের মাথায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন এবং প্রচুর বিতর্ক হলেও শেষমেশ তিনি এই পুরস্কারটি জিতেও নেন ?
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ১১৭
বাংলা কুইজ – সেট ১১৬
বাংলা কুইজ – সেট ১১৫
To check our latest Posts - Click Here