Bengali Quiz – Set 117
১. একটি থ্রী-পিন প্লাগে নিউট্রাল তারটি কি রঙের হয় ( নিয়ম অনুযায়ী ) ?
২. বিহারীনাথ পশ্চিমবঙ্গের কোন জেলার উচ্চতম স্থান ?
৩. প্রথম কোন হলিউড চলচিত্র হিন্দীতে অনুবাদ করা হয়েছিল ?
৪. চোখের জল নিচের কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয় ?
৫. ভারতবর্ষের স্টাম্পে প্রথম কোন খাবার/খাদ্যদ্রব্যের ছবি দেখতে পাওয়া গিয়েছিলো ?
৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয় জগত্তারিণী স্বর্ণপদক । এটি কোন বিখ্যাত বাঙালির মায়ের নামে নামাঙ্কিত ?
৭. লতা মঙ্গেশকরের আসল নাম কি ?
৮. টঙ্কা হলো বৃষ্টির জন সংরক্ষণের একটি ধরণ । এটি ব্যবহার ভারতবর্ষের কোথায় দেখা যায় ?
৯. ‘লাঠমার্ হোলি’ ভারতের কোন রাজ্যের রংখেলা যেখানে রীতি অনুযায়ী মেয়েরা ছেলেদের লাঠি দিয়ে পেটায় ?
১০. প্রচলিত উপকথা অনুসারে এই রাজ্যের একটি মন্দিরের ওপর দিয়ে ব্রিটিশরা ট্রেনলাইন তৈরী করতে গেলে স্থানীয় অধিবাসীরা বাধা দেয় । লাইন খোঁড়ার সময় ১৮৭ টি নারকেলের মতন পাথর পাওয়া যায় । ব্রিটিশরা একটিমাত্র শর্তে রাজি হয় যে ওই ১৮৭টি পাথর মাথা দিয়ে ভাঙতে হবে । অদ্ভুত ব্যাপার হলো ওই গ্রামবাসীরা এতে সফল হয় ও মন্দিরটি বেঁচে যায় । এর পর থেকে প্রতিবছর ওই মন্দিরে ভক্তদের মাথায় নারকেল ভাঙা হয় । এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত ?
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ১১৬
বাংলা কুইজ – সেট ১১৫
বাংলা কুইজ – সেট ১১৪
To check our latest Posts - Click Here