Bengali Quiz – Set 116
১. ওড়িশার কাশ্মীর কোন স্থানকে বলা হয়?
উত্তর :
দাড়িংবাড়ি
২. দিল্লীর লোটাস টেম্পল কোন ধর্মাবলম্বীদের উপাসনা স্থল?
উত্তর :
বাহাই
৩. কোলকাতার বেলেঘাটার বিখ্যাত টাওয়ার অফ সাইলেন্স কোন ধর্মাবলম্বীদের অন্তিম সংস্কারের স্থান?
উত্তর :
পার্সি
৪. কোমাগাতামারু নামক জাহাজে আগত শিখদের সঙ্গে ব্রিটিশদের যে যুদ্ধ হয়েছিল, তা পশ্চিমবঙ্গের কোন স্থানে হয়েছিল?
উত্তর :
বজবজ
৫. কোলকাতার মিশনারিস অফ চ্যারিট কোন ব্যক্তিত্বর সৃষ্টি?
উত্তর :
মাদার টেরেসা
৬. বুজখাসি কোন দেশের প্রধান ক্রীড়া?
উত্তর :
আফগানিস্তান
৭. ডাচ বা ওলন্দাজ দের সমাধি স্থল মুর্শিদাবাদের কোথায়আছে?
উত্তর :
কাশিমবাজার
৮. সুন্দরেশ মেনন কোন দেশের প্রধান বিচারপতি?
উত্তর :
সিঙ্গাপুর
৯. শরৎচন্দ্র পন্ডিত বা দাদাঠাকুরের জন্মস্থান কোথায়?
উত্তর :
ডোমকল
১০. একমাত্র ব্রহ্মার মন্দির ভারতের কোথায়আছে ?
উত্তর :
রাজস্থানের পুষ্কর
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ১১৫
বাংলা কুইজ – সেট ১১৪
বাংলা কুইজ – সেট ১১৩
To check our latest Posts - Click Here
বেশ সুন্দর অনেক উত্তর এখান থেকে পেয়ে গেলাম।