Bengali Quiz – Set 112
১. কোন সংস্থা কাজ না করে ২ মাস শুধু ঘুমোনোর জন্য ১৩ লক্ষ টাকা বেতন ঘোষণা করেছিল ?
উত্তর :
NASA
২. আমাদের কোন প্রতিবেশী দেশের পতাকায় সিংহের ছবি দেখা যায় ?
উত্তর :
শ্রীলংকা
৩. একটি টুইটে সর্বোচ্চ কতগুলি অক্ষর লেখা যায় ?
উত্তর :
২৮০
৪. কই মাছের হর-গৌরী রান্নার স্পেশালিটি কি ?
উত্তর :
মাছটির দুদিকের রং ও স্বাদ দুই রকম
৫. “আমাদের বেঁচে থাকা”, “মন ও মেজাজ”, “সময়ের বাইরে” – এই বইগুলো কার লেখা ?
উত্তর :
অনুপম রয়
৬. চীন সরকারের মতানুযায়ী করোনা মোকাবিলায় সবথেকে কার্যকরী ওষুধ হলো “Tan Re Qing” । এটি কি দিয়ে তৈরী ?
উত্তর :
ভাল্লুকের পিত্তরস
৭. “ভেড়া বা শিয়ালের মতো দু’শ বছর বাঁচার চেয়ে বাঘের মতো দু’দিন বেঁচে থাকাও ভালো” – এটি কার উক্তি ?
উত্তর :
টিপু সুলতান
৮. ১৯৪০ এর শুরু থেকে প্রায় ৩০ বছর ধরে অল ইন্ডিয়া রেডিও-তে কোন বাদ্য যন্ত্র বাজানো নিষিদ্ধ ছিল ?
উত্তর :
হারমোনিয়াম ( কারণ হিন্দুস্তানী মিউজিকের কিছু কিছু টোন হারমোনিয়ামে থাকে না )
৯. দেবী শীতলার বাহন কি ?
উত্তর :
গাধা
১০. পুরোহিতরা পুজো করার সময় যে নামাবলী পরে পুজো করেন, তাতে কি লেখা থাকে ?
উত্তর :
হরে রাম হরে কৃষ্ণ
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ১১১ – সংবিধান স্পেশাল
বাংলা কুইজ – সেট ১১০
বাংলা কুইজ – সেট ১০৯
To check our latest Posts - Click Here