Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০

৬১.  G20 এর প্রথম ভার্চুয়াল সামিটের সভাপতিত্ব করবে কোন দেশ ?

(A) সৌদি আরব
(B) কাতার
(C) চীন
(D) ভারত

উত্তর :
(A) সৌদি আরব

৬২. রাষ্ট্রপতি বারহাম সালিহ দ্বারা সম্প্রতি কে ইরাকের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন ?

(A) মোহাম্মদ মোসাদ্দেক
(B) আদনান জুরফি
(C) আকবর হাশমি রাফসানজানি
(D) হুসেন দেহকান

উত্তর :
(B) আদনান জুরফি

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আদনান আল-জুরফিকে মনোনীত করেছেন। ইরাকে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। আল জাজিরা এ তথ্য জানায়।


৬৩. নিম্নলিখিতগুলির মধ্যে কে উগান্ডায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) শচীন বানসাল
(B) অজয় ​​কুমার
(C) রোহিত শ্রীবাস্তব
(D) বি কে বশিষ্ট

উত্তর :
(B) অজয় ​​কুমার

এ কে অজয় ​​কুমার উগান্ডা প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন।

বর্তমানে তিনি বিদেশ মন্ত্রণালয়ে যুগ্ম সচিবের পদে কাজ করছেন।


৬৪. ২০২০ সালের খেলাধুলায় প্রভাবশালী ১০জন মহিলাদের তালিকায়  নিচের কার নাম রয়েছে ?

(A) সাইনা নেহওয়াল
(B) মেরি কম
(C) মিতালি রাজ
(D) নীতা আম্বানি

উত্তর :
(D) নীতা আম্বানি

মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের ফ্র্যাঞ্চাইজির মালিক নীতা আম্বানিকে ২০২০ সালের জন্য খেলাধুলায় সবচেয়ে প্রভাবশালী ১০ জন মহিলাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে।

টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস এবং জিমন্যাস্ট সিমোন বিলেসের পাশাপাশি তাঁর নামও রয়েছে।


৬৫. ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাংকের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন?

(A) রানা কাপুর
(B) অমিতাভ চৌধুরী
(C) আদিত্য পুরী
(D) প্রশান্ত কুমার

উত্তর :
(D) প্রশান্ত কুমার

প্রশান্ত কুমার ইয়েস ব্যাংকের নতুন এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) প্রাক্তন চেয়ারম্যান সুনীল মেহতাকে নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।


৬৬. ভারতে জাতীয় টিকাকরণ দিবস ( National Vaccination Day ) কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৪
(B) মার্চ ১৫
(C) মার্চ ১৬
(D) মার্চ ১৭

উত্তর :
(C) মার্চ ১৬

প্রতিবছর ১৬ই মার্চ, ভারতে জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ।

এটি সর্বপ্রথম ১৯৯৫ সালের ১৬ই মার্চ পালন করা হয়েছিল যখন ওরাল পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল।


৬৭. গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল, মোবাইল ফোনে ২০২০ সালের ১ এপ্রিল থেকে কত শতাংশ GST কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) ১০
(B) ১২
(C) ১৮
(D) ২০

উত্তর :
(C) ১৮

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল ২০২০ সালের ১ এপ্রিল থেকে মোবাইল ফোনে জিএসটি হারকে ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।


৬৮. কোন রাজ্য সরকার এস.সি. / এস.টি. কর্মচারীদের পদোন্নতির কোটা সরিয়ে দিয়েছে ?

(A) উত্তরাখন্ড
(B) বিহার
(C) পাঞ্জাব
(D) রাজস্থান

উত্তর :
(A) উত্তরাখন্ড

উত্তরাখণ্ড সরকার রাজ্য সরকারী চাকরিতে এসসি / এসটি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন সরিয়ে দিয়েছে।


৬৯. বিশ্ব চড়ুই দিবস প্রতিবছর কোনদিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৯
(B) মার্চ ২০
(C) মার্চ ২৩
(D) মার্চ ২৫

উত্তর :
(B) মার্চ ২০

২০ শে মার্চ- বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day ) । ২০১০ থেকে শুরু হয় এই দিনে এই দিবস উদযাপন। একাধিক বৈদেশিক সংস্থা পালন করে এই দিনটি। তবে তার সূত্রপাত ভারতের ন্যাচার ফরেভার সোসাইটি ও ফ্রান্সের ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশনের উদ্যোগে।


৭০. সম্প্রতি, ইউনেস্কো চলচ্চিত্রের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর সদস্য হিসাবে কোন শহরকে মনোনীত করেছে ?

(A) হায়দ্রাবাদ
(B) পুনে
(C) কলকাতা
(D) মুম্বাই

উত্তর :
(D) মুম্বাই

মুম্বাই চলচিত্রের ক্ষেত্রে এবং হায়দ্রাবাদ গ্যাস্ট্রোনোমির ক্ষেত্রে


৭১. “International day of Happiness” প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ২০
(B) মার্চ ২১
(C) মার্চ ২২
(D) মার্চ ২৩

উত্তর :
(A) মার্চ ২০

এই বছরের থিম ছিল – Happiness For All, Together


৭২. করোনা ভাইরাসের জন্য কোন টেনিস ওপেন প্রতিযোগিতাটি পিছিয়ে দিয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে করা হয়েছে ?

(A) অস্ট্রেলিয়া ওপেন
(B) ফ্রেঞ্চ ওপেন
(C) উইম্বলডন ওপেন
(D) ডেভিস কাপ

উত্তর :
(B) ফ্রেঞ্চ ওপেন

জুনের পরিবর্তে এই এটি সেপ্টেম্বর-অক্টোবর ২০২০ তে অনুষ্ঠিত হবে ।


৭৩. ২০শে মার্চ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করেছেন ?

(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) ছত্তিশগড়

উত্তর :
(B) মধ্য প্রদেশ

আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী কমলনাথ।


৭৪. ভারত জুড়ে কোন দিনটিতে জনতা কারফিউ পালন করা হয়েছে ?

(A) ২১ ​​শে মার্চ
(B) ২২ শে মার্চ
(C) ২৩ শে মার্চ
(D) ২৪ শে মার্চ

উত্তর :
(B) ২২ শে মার্চ

ভারতের সব নাগরিককে ২২শে মার্চ রবিবার ১৪ ঘণ্টার জন্য গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


৭৫. বিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে কত নম্বর স্থানে রয়েছে ?

(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) পঞ্চম

উত্তর :
(B) তৃতীয়

১ – চীন , ২ – আমেরিকা , ৩ – ভারত


৭৬. আন্তর্জাতিক বন দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৮
(B) মার্চ ২১
(C) মার্চ ১৯
(D) মার্চ ২২

উত্তর :
(B) মার্চ ২১

২১ মার্চ ‘আন্তর্জাতিক বন দিবস’। ‘বন ও জীববৈচিত্র্য মূল্যবান অতি, হারালে অপূরণীয় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পলিত হচ্ছে। ১৯৯২ সালে ‘রিও ঘোষণা’য় বন সৃজন ও রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে বিশ্ব বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে পালন করা হচ্ছে।


৭৭. বিশ্ব কাব্য দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মার্চ ১৯
(B) মার্চ ২০
(C) মার্চ ২১
(D) মার্চ ২২

উত্তর :
(C) মার্চ ২১

প্রতি বছর ২১শে মার্চ বিশ্ব কাব্য দিবস পালন করা হয়।  এটি ইউনেস্কো দ্বারা ১৯৯৯ সালে ঘোষণা করা হয়েছিল।


৭৮. ২০২০ সালের মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র‌্যাঙ্ক কত?

(A) ১০১
(B) ১০২
(C) ১০৪
(D) ১৪৪

উত্তর :
(D) ১৪৪

শীর্ষে রয়েছে ফিনল্যাণ্ড , ভারত রয়েছে ১৪৪ স্থানে ।


৭৯. ৭টি মহাদেশের প্রত্যেকটির সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করা প্রথম ভারতীয় হিসাবে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য সম্মিলিত লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য কাকে মনোনীত করা হয়েছে?

(A) মোহন সিং কোহলি
(B) এইচ পি এস আহলুওয়ালিয়া
(C) দীপঙ্কর ঘোষ
(D) সত্যরূপ সিদ্ধান্ত

উত্তর :
(D) সত্যরূপ সিদ্ধান্ত

বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাতটি পর্বতশৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের নজির স্থাপন করছেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।


৮০. নিম্নলিখিত কোন দিনটি শহীদ দিবস  হিসাবে পালন করা হয় ?

(A) মার্চ ২১
(B) মার্চ ২২
(C) মার্চ ২৩
(D) মার্চ ২৪

উত্তর :
(C) মার্চ ২৩

২৩শে মার্চ ব্রিটিশরা ভগত সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে ফাঁসি দিয়েছিলো । সেই দিনটিকে স্মরণ করার জন্য ২৩শে মার্চ শহীদ দিবস পালন করা হয় ।


আরো দেখুন :

সাম্প্রতিকী – ফেব্রুয়ারি মাস – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০

সাম্প্রতিকী – ডিসেম্বর মাস – ২০১৯

Entire March 2020 Current Affairs MCQ – Download PDF


Entire March 2020 Current Affairs One Liners – Download PDF

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button