Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০

৪১. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সম্প্রতি বিবিসি ইন্ডিয়ার ‘স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন?

(A) পিভি সিন্ধু
(B) ঋতুপর্ণা দাস
(C) ললিতা দাহিয়া
(D) জ্বালা গুপ্ত

উত্তর :
(A) পিভি সিন্ধু

এবারই প্রথম বিবিসি ভারতের সেরা নারী ক্রীড়াবিদের পুরষ্কার দিয়েছে, যা জিতে নিয়েছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এই পুরষ্কার দেয়া হয়েছে পাবলিক ভোটের নিরীখে।

২০১৯ সালে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন পি ভি সিন্ধু। তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েন। চলতি বছরের অলিম্পিকেও সম্ভাব্য মেডেল জয়ীদের তালিকায় ওপরের দিকে আছেন তিনি। দৌড়বিদ দ্যুতি চান্দ, বক্সার ম্যারি কম, কুস্তিগীর ভিনেশ ফোগাত এবং প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় মানসী জোশীকে হারিয়ে বিবিসির বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরষ্কার জেতেন সিন্ধু।

সিন্ধুর মোট পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক আছে – তিনিই প্রথম ভারতীয় একক ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি অলিম্পিকে রৌপ্যপদক জিতেছেন।


৪২. বর্তমানে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন 

(A) জ্যাক মা
(B) মুকেশ আম্বানি
(C) আদিত্য বিড়লা
(D) অনিল আম্বানি

উত্তর :
(A) জ্যাক মা

শিল্পপতি মুকেশ অম্বানি আর এশিয়ার ধনীতম ব্যক্তি নন। বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় তাঁর ৫.৮ বিলিয়ন ডলার সম্পত্তির লোকসান হয়েছে। এর ফলে এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় এক নম্বরে উঠে এসেছেন আলিবাবার প্রধান জ্যাক মা।


৪৩. কোন দেশে বিশ্বের একমাত্র মহিলা সাদা জিরাফ এবং তার বাছুরটিকে চোরাশিকারিরা হত্যা করেছে বলে সম্প্রতি জানা গিয়েছে ?

(A) তাঞ্জানিয়া
(B) কেনিয়া
(C) ইথিওপিয়া
(D) উগান্ডা

উত্তর :
(B) কেনিয়া

ধবধবে সাদা রঙের জিরাফ। অত্যন্ত বিরল এই প্রাণীর শেষ মহিলা সদস্যটিকে হত্যা করেছে চোরা শিকারিরা। কেনিয়ার ইসাকবিনি হিরোলা কনজারভেন্সি-র পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি ওই সাদা মা জিরাফ এবং তার এক শাবক-কে শিকারিরা হত্যা করেছিল। তাদের কঙ্কাল মিলেছে।

বেশ কয়েকদিন ধরেই এই সাদা মা জিরাফ-টিকে এবং তার শাবকদের দেখা পাওয়া যাচ্ছিল না। তারপর তাদের খোঁজের জন্য কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসকে ডাকা হয়েছিল এই অভয়ারন্যে। তারাই ওই দুটি প্রাণীর কঙ্কাল খুঁজে পায়। কর্মকর্তাদের মতে, কমপক্ষে ৪ মাস আগেই ওই সাদা জিরাফদুটিকে হত্যা করা হয়েছে।


৪৪. বিশ্ব কিডনি দিবস ২০২০ সালের কোন দিনটিতে  পালন করা হয়েছে

(A) মার্চ ১১
(B) মার্চ ১২
(C) মার্চ ৯
(D) মার্চ ১৩

উত্তর :
(B) মার্চ ১২

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই দিবসটি পালনের মূল লক্ষ্য। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন এবং আন্তর্জাতিক নেফরোলজি সোসাইটির উদ্যোগে ২০০৬ সালের পর থেকে প্রতি বছর মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবার কিডনি দিবস পালিত হচ্ছে।


৪৫. ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রথম মহিলা DIG  হিসেবে প্রমোশন পেলেন 

(A) অনুরাধা শুক্লা
(B) নূপুর কুলশ্রেষ্ঠ
(C) স্নেহা ক্যাথিয়াত
(D) শিরিন চন্দ্রন

উত্তর :
(B) নূপুর কুলশ্রেষ্ঠ

নূপুর কুলশ্রেষ্ঠ ভারতীয় কোস্টগার্ডের প্রথম মহিলা ডিআইজি হয়েছেন


৪৬. “The Adventures of the Daredevil Democrat” বইটি প্রকাশ করলেন 

(A) নবীন পট্টনায়েক
(B) ধর্মেন্দ্র প্রধান
(C) গণেশী লাল
(D) মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর :
(A) নবীন পট্টনায়েক

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক “অ্যাডভেঞ্চারস অফ দ্য ডেয়ারড্যাভিল ডেমোক্র্যাট” শীর্ষক কমিক বইটি প্রকাশ করেছেন  ওড়িশার  প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিজু পট্টনায়েকের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ।


৪৭. কে ২০১৭-২০১৯ সময়কালের জন্য  সপ্তম ড: এম. এস. স্বামীনাথন পুরষ্কার জিতেছেন ?

(A) যাদব পায়েং
(B) এম যোগানাথন
(C) রাজেন্দ্র সিং
(D) ভি প্রবীণ রাও

উত্তর :
(D) ভি প্রবীণ রাও

“জয়শঙ্কর তেলেঙ্গানা রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়” এর উপাচার্য ভি প্রবীণ রাও ২০১৭-২০১৯  সময়কালের জন্য সপ্তম ডাঃ এমএস স্বামীনাথন পুরষ্কার পেয়েছেন।


৪৮. ২০২০ সালের মার্চ মাসে নিম্নলিখিত কোন ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় আই-লিগ শিরোপা জিতেছে?

(A) ইস্ট বেঙ্গল এফ.সি.
(B) আইজল এফসি
(C) মোহন বাগান
(D) রিয়েল কাশ্মীর এফ.সি.

উত্তর :
(C) মোহন বাগান

কল্যানীতে আইজলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ২০১৪-১৫ মরসুমের পর দ্বিতীয় বারের জন্য আই লিগ জিতল মেরিনার্স। জাতীয় লিগ ও আই লিগ ধরলে এই নিয়ে পঞ্চমবার ভারত সেরা হল মোহনবাগান। চলতি লিগে এই নিয়ে ১৪ ম্যাচ অপরাজেয় মোহনবাগান।


৪৯. প্রাণী সংরক্ষণ সূচি ২০২০ (Animal Protection Index 2020) তে ভারত কোন পদমর্যাদা পেয়েছে ?

(A) A
(B) B
(C) C
(D) D

উত্তর :
(C) C

স্পেন, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং মেক্সিকো এর মতো অন্যান্য দেশগুলির পাশাপাশি প্রাণী সংরক্ষণ সূচক ২০২০ তে ভারত ‘সি’ র‌্যাঙ্কিং পেয়েছে।

ভারত ২০১৩ সালে প্রাণীজ কসমেটিক পণ্য ব্যবহার নিষিদ্ধ করেছিল।


৫০. টিম ইন্ডিয়া তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে কোন দলের মুখোমুখি হবে যেটি দর্শকদের ছাড়াই খেলা হবে ?

(A) অস্ট্রেলিয়া
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(B) দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাসের জেরে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে যেকানে সাধারণ দর্শক থাকবে না । লক্ষ্নৌতে এই ম্যাচটি ভারতের সাথে দক্ষিণ আফ্রিকার সাথে হবে ।


৫১. ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স ২০২০ তে ভারতের র‌্যাঙ্ক কত ?

(A) ৪০
(B) ৪৬
(C) ৫১
(D) 6০

উত্তর :
(B) ৪৬

১ – সুইডেন , ২ – নিউজিল্যান্ড , ৩ – মার্কিন যুক্তরাষ্ট্র , ৪৬ – ভারত , ৭৬ – পাকিস্তান


৫২. কোন ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক সকল সেভিংস  অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালান্সের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে ? 

(A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(B) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
(C) ক্যানারা ব্যাংক
(D) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া

উত্তর :
(B) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

৫৩. কোন দেশের সংসদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে ? 

(A) উত্তর কোরিয়া
(B) চীন
(C) কানাডা
(D) রাশিয়া

উত্তর :
(D) রাশিয়া

রাশিয়ার নিম্নকক্ষ ‘ডুমা’ এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যা পুতিনের মেয়াদ আরও দুবার  বাড়িয়ে দিয়েছে । এখন, তিনি ২০৩৬  সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি থাকতে পারবেন ।


৫৪. ২০২০ সালে ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করতে চলেছে 

(A) রাঁচি
(B) লেহ
(C) নতুন দিল্লি
(D) গুয়াহাটি

উত্তর :
(B) লেহ

২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।


৫৫. World Consumer Affairs Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১৬ই মার্চ
(B) ১৫ই মার্চ
(C) ১৭ই মার্চ
(D) ১৮ই মার্চ

উত্তর :
(B) ১৫ই মার্চ

২০২০ সালের থিম ছিল “The Sustainable Consumer”.


৫৬. কোন দল এই বছরের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে?

(A) কর্ণাটক
(B) বাংলা
(C) সৌরাষ্ট্র
(D) মুম্বাই

উত্তর :
(C) সৌরাষ্ট্র

বাংলাকে হারিয়ে ৭০ বছর পর প্রথমবারের জন্য সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি জিতে নিলো ।

প্রসঙ্গত, গত আট বছরে এটা নিয়ে চারবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে সৌরাষ্ট্র। গত মরসুমে ফাইনালে উঠে বিদর্ভের কাছে হেরেছিল তারা। সেবার ভারতসেরা হয়েছিল বিদর্ভ। অন্যদিকে, ২০০৬-০৭ মরসুমে শেষবার ফাইনালে উঠেছিল বাংলা। শেষবার বাংলা রঞ্জি জিতেছিল ১৯৯০ সালে। তিন দশক পর বাংলার সামনে ছিল তাদের হারানো গৌরব পুনরদ্ধারের সুযোগ। কিন্তু তা হল না।


৫৭. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্প্রতি কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন ?

(A) দিপক মিশ্র
(B) জগদীশ সিং খেহার
(C) রঞ্জন গগৈ
(D) এস এ বোবদে

উত্তর :
(C) রঞ্জন গগৈ

রাজ্যসভায় মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রসঙ্গত, গত আট বছরে এটা নিয়ে চারবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে সৌরাষ্ট্র। গত মরসুমে ফাইনালে উঠে বিদর্ভের কাছে হেরেছিল তারা। সেবার ভারতসেরা হয়েছিল বিদর্ভ। অন্যদিকে, ২০০৬-০৭ মরসুমে শেষবার ফাইনালে উঠেছিল বাংলা। শেষবার বাংলা রঞ্জি জিতেছিল ১৯৯০ সালে। তিন দশক পর বাংলার সামনে ছিল তাদের হারানো গৌরব পুনরদ্ধারের সুযোগ। কিন্তু তা হল না।


৫৮. কোন দেশ COVID-19 এর বিরুদ্ধে ভ্যাকসিন মূল্যায়নের জন্য প্রথম মানুষের ওপর পরীক্ষা শুরু করেছে ?

(A) ব্রিটেন
(B) ফ্রান্স
(C) ইজরায়েল
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

আমেরিকা যুক্তরাষ্ট্র সিয়াটলে COVID-19 ভ্যাকসিনের প্রথম মানবিক পরীক্ষা শুরু করেছে। প্রায় ৬ সপ্তাহ জুড়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৪৫জন সুস্থ প্রাপ্ত বয়স্ক স্বেচ্ছাসেবীর উপর এই পরীক্ষা করা হবে। প্রথম স্বেচ্ছাসেবক ১৬ই মার্চ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন।


৫৯. ২০২০  সালের ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে । তিনি কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন?

(A) পাকিস্তান
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) মালয়েশিয়া

উত্তর :
(C) বাংলাদেশ

৬০. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ?

(A) ফ্রান্স
(B) যুক্তরাজ্য
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর :
(D) জাপান

আরো দেখুন :

সাম্প্রতিকী – ফেব্রুয়ারি মাস – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০

সাম্প্রতিকী – ডিসেম্বর মাস – ২০১৯

Entire March 2020 Current Affairs MCQ – Download PDF


Entire March 2020 Current Affairs One Liners – Download PDF

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button