সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০
২১. আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর কোনদিনটিতে পালন করা হয় ?
(A) মার্চ ৮
(B) মার্চ ৯
(C) মার্চ ৬
(D) মার্চ ৭
২২. সম্প্রতি প্রস্তাবিত ১০টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে ৪ টি ব্যাঙ্কে একত্রিত করার পরে ভারতের মোট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কত হবে?
(A) ৮
(B) ১২
(C) ১০
(D) ১৪
রাষ্ট্রায়ত্ত ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এর ফলে সরকারি ব্যাঙ্কগুলি বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও রূপায়ণে দ্রুত সক্ষম বলে মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর ঘোষণার ফলে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কমে দাঁড়াবে ১২টিতে।
২৩. পৃথিবীর কোনো দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে ?
(A) মহিন্দা রাজাপাকসা
(B) সান্না মেরিন
(C) লিও ভারাদকার
(D) রাজীব গান্ধী
৩৮ বছর বয়সী সান্না মেরিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং ফিনল্যান্ডের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন ।
২৪. মহারাষ্ট্রের কোন বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর’?
(A) ঔরঙ্গাবাদ বিমানবন্দর
(B) কোলহাপুর বিমানবন্দর
(C) পুনে আন্তর্জাতিক বিমানবন্দর
(D) আকোলা বিমানবন্দর
নাম বদল হতে চলেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বিমানবন্দরের। রাজ্য সরকার এই বিমানবন্দরের নাম বদল করে রাখতে চলেছে ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর।
মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছিলেন সম্ভাজি মহারাজ। সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫. ভারতের পঞ্চম বৃহত্তম বেসরকারী ব্যাংক কোনটি যেটি সঙ্কটের মধ্যে রয়েছে এবং যার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি পুনর্জীবন পরিকল্পনা তৈরি করছে ?
(A) IndusInd Bank
(B) Yes Bank
(C) IDFC First Bank
(D) Bandhan Bank
তীব্র আর্থিক সংকটে চলা Yes Bank-কে রক্ষায় স্টেট ব্য়াংক অফ ইন্ডিয়া-র (SBI) শরণাপন্ন হতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, তীব্র সংকটে চলা এই ব্য়াংককে ১২,০০০ কোটি থেকে ১৪,০০০ কোটি টাকা মূলধন যোগানোর জন্য SBI-এর নেতৃত্বে ব্যাংকগুলির একটি কনসোর্টিয়াম গড়ার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার।
২৬. ভারতের কোন ইঞ্জিনিয়ারিং কলেজ সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ?
(A) IIT খড়গপুর
(B) IIT মাদ্রাজ
(C) IIT কানপুর
(D) IIT মুম্বাই
২৭. কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ২০১৯-২০ অর্থবছরের আমানতের সুদের হার কমিয়ে নতুন হার করেছে
(A) ৯ শতাংশ
(B) ৮ শতাংশ
(C) ৭.৫ শতাংশ
(D) ৮.৫ শতাংশ
৮.৬৫% থেকে সুদের হার কমিয়ে করেছে ৮.৫% ।
২৮. পোষণ অভিযানের সার্বিক প্রয়োগের ক্ষেত্রে কোন রাজ্য দেশে প্রথম স্থান অর্জন করেছে?
(A) অন্ধ্র প্রদেশ
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) তেলঙ্গানা
২৯. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির বিরুদ্ধে ৯ই মার্চ ২০২০ তে তিনটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র চালানোর অভিযোগ আনা হয়েছে ?
(A) উত্তর কোরিয়া
(B) রাশিয়া
(C) জাপান
(D) দক্ষিণ কোরিয়া
জাপান সাগরে স্বল্পপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহ আগেও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ২০১৯ সালের মে মাস থেকে এ পর্যন্ত এ নিয়ে ১৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্ত্র আমদানি এবং যৌথ সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান।
৩০. ২০২১ সালে জানুয়ারীতে নিম্নলিখিত কোন শহরটি ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করবে ?
(A) হায়দ্রাবাদ
(B) অমৃতসর
(C) চেন্নাই
(D) পুনে
২০২১ সালে ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করতে চলেছে পুনে । এর থিম হবে – “science and technology for sustainable development with women empowerment”
২০২০ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করেছিল ব্যাঙ্গালুরু ।
৩১. টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০জন শক্তিশালী মহিলাদের তালিকায় কোন ভারতীয় মহিলাকে ‘Woman of the year 1947’ হিসাবে মনোনীত করা হয়েছে ?
(A) অমৃত কাউর
(B) সরোজিনী নাইডু
(C) ইন্দিরা গান্ধী
(D) সাবিত্রিভাই ফুলে
রাজকুমারী বিবিজী অমৃত কাউর ডি সেন্ট জে (২রা ফেব্রুয়ারি ১৮৮৯ – ৬ই ফেব্রুয়ারি ১৯৬৪) ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং দশ বছর কাজ করেন। তিনি একজন বিখ্যাত গান্ধিবাদী, মুক্তিযোদ্ধা এবং সামাজিক কর্মী ছিলেন।
১৯২৭ সালে, তিনি অল ইন্ডিয়া উইমেন’স কনফারেন্স প্রতিষ্ঠা করেন, ১৯৩০ সালে তার সচিব এবং ১৯৩৩ সালে তার সভাপতি হন।
টাইম ম্যাগাজিন ‘Woman of the year 1976’ হিসাবে মনোনীত করেছে ইন্দিরা গান্ধীকে ।
৩২. মুহিউদ্দিন ইয়াসিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ?
(A) কাতার
(B) মালয়েশিয়া
(C) ইরান
(D) সৌদি আরব
মুহিউদ্দীনের পুরো নাম – মুহিউদ্দীন বিন হাজি ইয়াসিন তান শ্রী দাতো। তিনি মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী। তার বর্তমান বয়স ৭২ বছর।
মুহিউদ্দীন ইয়াসিন একজন অর্থনীতি বিশেষজ্ঞও। ইউনিভার্সিটি অব মালায়া থেকে ১৯৭০ সালে অর্থনীতিতে সম্পন্ন করেন মুহিউদ্দীন।
৩৩. BCCI এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন
(A) বিনোদ কাম্বলি
(B) জাভগাল শ্রীনাথ
(C) সুনীল জোশী
(D) অতুল ওয়াসান
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি সদ্য নির্বাচকমণ্ডলীর প্রধান হিসেবে বেছে নিয়েছে সুনীল জোশীকে। দক্ষিণাঞ্চল থেকে এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হলেন তিনি। মধ্যাঞ্চল থেকে গগন খোড়ার জায়গায় নির্বাচকমণ্ডলীতে এসেছেন হরবিন্দর সিংহ।
৩৪. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) সম্প্রতি করোনভাইরাসকে নীচের কোনটি হিসাবে চিহ্নিত করেছে?
(A) Pandemic
(B) Epidemic
(C) Endemic
(D) Miasmatic
৩৫. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল করোনভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩১শে মার্চ পর্যন্ত স্কুল ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ?
(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) দিল্লি
৩৬. কোন রাজ্য সরকার অটোরিকশার জন্য “হ্যাপি আওয়ার” বাস্তবায়নের অনুমোদন দিয়েছে?
(A) দিল্লি
(B) মহারাষ্ট্র
(C) উত্তর প্রদেশ
(D) রাজস্থান
হ্যাপি আওয়ার চলবে দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত । এই সময়ে অটোর ভাড়া ১৫% কম নেওয়া হবে ।
৩৭. ঘরোয়া ক্রিকেটের টেন্ডুলকার নামে পরিচিত কোন খেলোয়াড় সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ?
(A) অজিত রাহানে
(B) ওয়াসিম জাফর
(C) সুবোধ কান্ত
(D) অমরেশ সহায়
রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ মোট রান করার কৃতিত্ব যাঁর, সবরকম ক্রিকেট থেকে অবসর নিলেন সেই ওয়াসিম জাফর। ১৯৯৬-৯৭ এর মরশুমে মুম্বইয়ের হয়ে কেরিয়ার শুরু করেন বর্তমানে ৪২ বছর বয়সী ওয়াসিম, যদিও তাঁকে ‘এজলেস ওয়ান্ডার’ বলে থাকেন অনেকেই। মুম্বই ছেড়ে ২০১৫-১৬ মরশুমে বিদর্ভে চলে যান ওয়াসিম। গত বছরের রঞ্জি ট্রফিতেও তাঁর সংগ্রহ ১,০৩৭ রান।
৩৮. সম্প্রতি প্রকাশিত ‘SIPRI Arms Export list’ এ ভারতের অবস্থান কততম ?
(A) ২৩ তম
(B) ২৫ তম
(C) ৩০ তম
(D) ৪১ তম
প্রথমবারের জন্য ভারত এবারে এই লিস্টে সুযোগ পেয়েছে ।
১ – আমেরিকা, ২ – রাশিয়া , ৩ – ফ্রান্স
৩৯. কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী COVID-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন ?
(A) ইতালি
(B) দক্ষিণ কোরিয়া
(C) ব্রিটেন
(D) ফ্রান্স
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন নাদাইন। কয়েকদিন আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেখার এবং স্বাস্থ প্রতিমন্ত্রী ইরাজ হারিরজী এই ভাইরাসে আক্রান্ত হন ।
৪০. ২০২০ সালের ১০ই মার্চ কোন দেশে দুটি রাষ্ট্রপতি একসাথে শপথ গ্রহণ করেছে?
(A) শ্রীলঙ্কা
(B) আফগানিস্তান
(C) মালয়েশিয়া
(D) মালদ্বীপ
কাবুলে রাষ্ট্রপতি আশরফ ঘানির শপথগ্রহণ অনুষ্ঠানে রকেট হানা। অনুষ্ঠান চালাকালীন আচমকা বিকট শব্দ শোনা যায়। পরে বোঝা যায় যে রাষ্ট্রপতি ভবনের কিনারায় দুটি রকেট এসে পড়েছিল। তাতে অবশ্য শপথগ্রহণ অনুষ্ঠান থামেনি। পরে আইসিস জানায় যে তারাই রকেট হানা করেছে। তারা মোট দশটি রকেট নিক্ষেপণ করেছে বলে জঙ্গি সংস্থা আইসিসের দাবি।
অন্যদিকে এদিন আশরাফ ঘানি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেও তাঁর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে একই সময় স্বঘোষিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার দাবি করলেন আবদুল্লা আবদুল্লা। আফগান নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু হেরে যান ঘানির কাছে। তবে ফলাফল মানতে নারাজ আবদুল্লা। তাই স্বঘোষিত রাষ্ট্রপতি হলেন তিনি!
আরো দেখুন :
সাম্প্রতিকী – ফেব্রুয়ারি মাস – ২০২০
সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০
সাম্প্রতিকী – ডিসেম্বর মাস – ২০১৯
Entire March 2020 Current Affairs MCQ – Download PDF
Entire March 2020 Current Affairs One Liners – Download PDF
To check our latest Posts - Click Here