সত্যজিৎ রায় স্পেশাল কুইজ
আজ ২রা মে। আজ সর্বশ্রেষ্ঠ বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। ১৯২১ সালে আজকের দিনটিতেই এই মহান আত্মার জন্ম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিত্রপরিচালক। ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারের সামনে পরিবেশিত করেছিলেন তিনি। তাঁর বর্ণময় জীবনে তিনি ৬টি সেরা পরিচালকের পুরস্কার সহ ৩২টি জাতীয় পুরস্কার জিতেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিয়েছিলো । এই এই মহান আত্মার জন্মদিনে দেওয়া রইলো তাঁর সম্পর্কে একটি ছোট্ট কুইজ সেট। সত্যজিৎ রায় স্পেশাল কুইজ। Satyajit Ray Special Quiz । সাথে দেওয়া রইলো সত্যজিৎ রায় প্রাপ্ত পুরস্কার তালিকা ।
১. সত্যজিৎ রায় রচিত প্রথম লেখার নাম কি ?
২. সিনেমা জগতে সত্যজিৎ রায় প্রথমে কি হিসেবে আত্মপ্রকাশ করেন?
৩. সত্যজিৎ রায় পরিচালিত কোন ডকুমেন্টরি সরকার কর্তৃক ব্যান করা হয়?
৪. সত্যজিৎ রায়কে আমরা অপর কোন নামে চিনি?
৫. সত্যজিৎ রায় কত সালে ফ্রান্সের Lgion D’Honneur সন্মান পান?
৬. সত্যজিৎ রায় কত সালে ক্যালকাটা ফিল্ম সোস্যাইটি প্রতিষ্ঠা করেন?
৭. সত্যজিৎ রায় কাকে কেন্দ্র করে “Inner Eye” নামক ডকুমেন্টরি তৈরি করেন?
৮. সত্যজিৎ রায় চার্লি চ্যাপলিনের পর দ্বিতীয় ফিল্ম পার্সোনালিটি হিসেবে সাম্মানিক ডক্টরেট উপাধি কোথা থেকে পান ?
৯. সত্যজিৎ রায় পরিচালিত ভারতের প্রথম Collection বা সংহিতা কেন্দ্রিক সিনেমার নাম কি?
১০. সত্যজিৎ রায় পরিচালিত একমাত্র হিন্দি সিনেমার নাম কি?
সত্যজিৎ রায় প্রাপ্ত পুরস্কার তালিকা
সত্যজিৎ রায় কোন বছর কোন পুরস্কার বা সম্মাননা পেয়েছেন তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো।
বছর | পুরস্কার ও সম্মাননা | পুরস্কারদাতা সংস্থা |
---|---|---|
১৯৫৮ | পদ্মশ্রী | ভারত সরকার |
১৯৬৫ | পদ্ম ভূষণ | ভারত সরকার |
১৯৬৭ | রামন ম্যাগসাসে পুরস্কার | রামন ম্যাগসাসে পুরস্কার ফাউন্ডেশন |
১৯৭১ | যুগোস্লাভিয়ার তারকা | যুগোস্লাভিয়া সরকার |
১৯৭৩ | ডি লিট | দিল্লি বিশ্ববিদ্যালয় |
১৯৭৪ | ডি লিট | রয়েল কলেজ অফ আর্ট, লন্ডন |
১৯৭৬ | পদ্ম ভূষণ | ভারত সরকার |
১৯৭৮ | ডি লিট | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
১৯৭৮ | বিশেষ পুরস্কার | বার্লিন চলচ্চিত্র উৎসব |
১৯৭৮ | দেশিকোত্তম | বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৭৯ | বিশেষ পুরস্কার | মস্কো চলচ্চিত্র উৎসব |
১৯৮০ | ডি লিট | বর্ধমান বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৮০ | ডি লিট | যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৮১ | ডক্টরেট | বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৮১ | ডি লিট | উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৮২ | Hommage à Satyajit Ray | কান চলচ্চিত্র উৎসব |
১৯৮২ | সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়ন | ভেনিস চলচ্চিত্র উৎসব |
১৯৮২ | বিদ্যাসাগর পুরস্কার | পশ্চিমবঙ্গ সরকার |
১৯৮৩ | ফেলোশিপ | ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট |
১৯৮৫ | ডি লিট | কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৮৫ | দাদাসাহেব ফালকে পুরস্কার | ভারত সরকার |
১৯৮৫ | সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার | |
১৯৮৬ | ফেলোশিপ | সঙ্গীত নাটক একাডেমি, ভারত |
১৯৮৭ | লেজিওঁ দনর (Légion d’Honneur) | ফরাসি সরকার |
১৯৮৭ | ডি লিট | রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত |
১৯৯২ | একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) | একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস |
১৯৯২ | ভারত রত্ন | ভারত সরকার |
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
To check our latest Posts - Click Here