QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০৭

Bengali Quiz Set – 107

১. “The Namesake” উপন্যাসটি লিখেছেন নীলাঞ্জনা সুদেষ্ণা । এনাকে আমরা কি নাম বেশি চিনি ?

উত্তর :
ঝুম্পা লাহিড়ী

২. ধুতির মতো কোঁচা করে শাড়ি পরা হয় কোন রাজ্যে ?

উত্তর :
মহারাষ্ট্র

৩. দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি । একইসাথে ডাক্তার হওয়া দ্বিতীয় মহিলা ডাক্তার কে ?

উত্তর :
চন্দ্রমুখী বসু

৪. ভারতের কোন প্রধান নির্বাচন কমিশনার ভারত ছাড়া নেপাল ও সুদানের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন ?

উত্তর :
সুকুমার সেন

৫. ১৯১১ সালে পঞ্চম কিং জর্জ ও কুইন মেরিকে স্বাগত জানানোর জন্য কোন স্থাপত্যটি বানানো হয়েছিল ?

উত্তর :
গেট ওয়ে অফ ইন্ডিয়া



৬. আমরা যে ডিমের ডেভিল খায় তাতে ডেভিল কথাটির অর্থ কি ?

উত্তর :
মশলা যুক্ত

৭. ভারতের সবথেকে বেশি যমজ রয়েছে কোদিনহী নামক এক গ্রামে । এই গ্রামটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :
কেরালা

৮. করুণাময়ী রানী রাসমণির স্বামীর নাম থেকে কলকাতার কোন জায়গার নামকরণ হয়েছে ?

উত্তর :
বাবুঘাট

৯. সিডনি ক্রিকেট স্টেডিয়াম তাঁর জন্য লাকি হওয়ায় কোন প্রাক্তন বিদেশী ক্রিকেটারের তাঁর মেয়ের নাম রাখেন সিডনি ?

উত্তর :
ব্রায়ান লারা

১০. “আমাদের কথা” আত্মজীবনীটি কোন বিখ্যাত পরিচালকের স্ত্রীর রচনা ?

উত্তর :
সত্যজিৎ রায় ( তাঁর স্ত্রীর নাম বিজয়া রায় )

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১০৬

বাংলা কুইজ – সেট ১০৫

বাংলা কুইজ – সেট ১০৪

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button