বিভিন্ন দেশের সংসদ – আইনসভা – পার্লামেন্ট – PDF
List of Parliament of Different Countries in Bengali
বিভিন্ন দেশের সংসদ – আইনসভা – পার্লামেন্ট নাম তালিকা
বিশ্বের বিভিন্ন দেশের সংসদ – আইনসভা – পার্লামেন্ট নাম তালিকা দেওয়া রইলো । কোন দেশের পার্লামেন্টের বা আইনসভার নাম কি তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো । আর অফলাইন পড়াশোনার জন্য সাথে দেওয়া রইলো PDF ডাউনলোড অপসন ।
বিভিন্ন দেশের পার্লামেন্টের তালিকা
নং | দেশ | আইনসভার নাম |
---|---|---|
১ | ভারত | সংসদ |
২ | বাংলাদেশ | জাতীয় সংসদ |
৩ | পাকিস্তান | জাতীয় পরিষদ বা সিনেট |
৪ | আফগানিস্তান | শুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি |
৫ | চীন | ন্যাশনাল পিপলস কংগ্রেস |
৬ | অষ্ট্রিয়া | ফেডারেল অ্যাসেম্বলি |
৭ | অস্ট্রেলিয়া | ফেডারেল পার্লামেন্ট |
৮ | আইসল্যান্ড | আলথিং |
৯ | আয়ারল্যান্ড | পার্লামেন্ট |
১০ | আর্জেন্টিনা | ন্যাশনাল কংগ্রেস |
১১ | আলজেরিয়া | ন্যাশনাল অ্যাসেম্বলি |
১২ | ইউক্রেন | ভারখোভনা রাডা |
১৩ | ইজরায়েল | নেসেট |
১৪ | ইতালি | পার্লামেন্ট |
১৫ | ইন্দোনেশিয়া | পিপলস কনসালটেটিভ |
১৬ | ইরাক | ন্যাশনাল অ্যাসেম্বলি |
১৭ | ইরান | মজলিস |
১৮ | উত্তর কোরিয়া | সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি |
১৯ | উরুগুয়ে | কংগ্রেস |
২০ | ওমান | মজলিস আল শুরা |
২১ | কঙ্গো | পার্লামেন্ট |
২২ | কলম্বিয়া | কংগ্রেস |
২৩ | কানাডা | পার্লামেন্ট |
২৪ | কিউবা | ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস |
২৫ | কুয়েত | ন্যাশনাল অ্যাসেম্বলি |
২৬ | ক্রোয়েশিয়া | সাবোর |
২৭ | চিলি | ন্যাশনাল কংগ্রেস |
২৮ | জাপান | ডায়েট |
২৯ | জার্মানি | রিকসট্যাগ |
৩০ | জিম্বাবোয়ে | হাউস অফ অ্যাসেম্বলি |
৩১ | ডেনমার্ক | ফোকেটিং |
৩২ | তুর্কি | গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি |
৩৩ | থাইল্যান্ড | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৩৪ | নরওয়ে | স্টরটিন |
৩৫ | নিউজিল্যান্ড | পার্লামেন্ট |
৩৬ | নেদারল্যান্ড | স্টেটস জেনারেল |
৩৭ | নেপাল | রাষ্ট্রীয় সভা |
৩৮ | পর্তুগাল | অ্যাসেম্বলি অফ দ্য রিপাবলিক |
৩৯ | পানামা | লেজিসলেটিভ অ্যাসেম্বলি |
৪০ | পেরু | কংগ্রেস |
৪১ | পোল্যান্ড | পার্লামেন্ট |
৪২ | প্যারাগুয়ে | কংগ্রেস |
৪৩ | ফিনল্যান্ড | পার্লামেন্ট |
৪৪ | ফিলিপিন্স | দি কংগ্রেস |
৪৫ | ফ্রান্স | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৪৬ | বলিভিয়া | প্লুরি ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি |
৪৭ | ব্রাজিল | কংগ্রেস |
৪৮ | ভিয়েতনাম | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৪৯ | ভুটান | সোংডু |
৫০ | মঙ্গোলিয়া | দ্য স্টেট গ্রেট খুরাল |
৫১ | মরক্কো | পার্লামেন্ট |
৫২ | মরিশাস | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৫৩ | মায়ানমার | ইউনিয়ন অ্যাসেম্বলি |
৫৪ | মালদ্বীপ | মজলিস |
৫৫ | মালয়েশিয়া | পার্লামেন্ট |
৫৬ | মিশর | পিপলস অ্যাসেম্বলি |
৫৭ | মেক্সিকো | ন্যাশনাল কংগ্রেস |
৫৮ | যুক্তরাজ্য | পার্লামেন্ট |
৫৯ | যুক্তরাষ্ট্র | কংগ্রেস |
৬০ | রাশিয়া | ফেডারেল অ্যাসেম্বলি, ডুমা |
৬১ | রাশিয়া | ফেডারেল অ্যাসেম্বলি , ডুমা |
৬২ | লেবানন | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৬৩ | শ্রীলঙ্কা | পার্লামেন্ট |
৬৪ | সিঙ্গাপুর | পার্লামেন্ট |
৬৫ | সিরিয়া | অ্যাসেম্বলি |
৬৬ | সুইজারল্যান্ড | ফেডারেল অ্যাসেম্বলি |
৬৭ | সুইডেন | রিকসড্যাগ |
৬৮ | সুদান | ন্যাশনাল অ্যাসেম্বলি |
৬৯ | সৌদি আরব | মজলিস আস-শুরা |
৭০ | স্পেন | কোর্টেস জেনারেল |
১. বাংলাদেশের আইন সভার নাম ➟ জাতীয় সংসদ।
২. ভারতের আইন সভার নাম ➟ পার্লামেন্ট (লোকসভা, রাজ্যসভা )
৩. পাকিস্তানের আইন সভার নাম ➟ জাতীয় পরিষদ বা সিনেট।
৪. জাপানের আইন সভার নাম ➟ ডায়েট।
৫. নেপালের আইন সভার নাম ➟ কংগ্রেস বা পঞ্চায়েত।
৬. আফগানিস্তানের আইন সভার নাম ➟ লয়াজিরগা।
৭. ভুটানের আইন সভার নাম ➟ সোংডু।
৮. মালদ্বীপের আইন সভার নাম ➟ মজলিস।
৯. ইরানের আইন সভার নাম ➟ মজলিস।
১০. যুক্তরাষ্ট্রের আইন সভার নাম ➟ কংগ্রেস।
১১. যুক্তরাজ্যের আইন সভার নাম ➟ পার্লামেন্ট।
১২. চীনের আইন সভার নাম ➟ কংগ্রেস।
১৩. ডেনমার্কের আইন সভার নাম ➟ ফোকেট।
১৪. জার্মানির আইন সভার নাম ➟ রাইখস্ট্যাগ।
১৫. কানাডার আইন সভার নাম ➟ পার্লামেন্ট।
১৬.অস্ট্রেলিয়ার আইন সভার নাম ➟ পার্লামেন্ট।
১৭. মালয়েশিয়ার আইন সভার নাম ➟ মজলিস।
১৮. মঙ্গোলিয়ার আইন সভার নাম ➟ থুরাল।
১৯. ইসরাইলের আইন সভার নাম ➟ নেসেট।
২০. তাই্ওয়ানের আইন সভার নাম ➟ উয়ান।
২১. রাশিয়ার আইন সভার নাম ➟ সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি।
২২. স্পেনের আইন সভার নাম ➟ ক্রেটস।
২৩. তুরস্কের আইন সভার নাম ➟ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
২৪. সুইডেনের আইন সভার নাম ➟ রিক্সড্যাগ।
২৫. ফ্রান্সের আইন সভার নাম ➟ চেম্বার।
২৬. নেদারল্যান্ডের আইন সভার নাম ➟ স্ট্যাটেড জেনারেল।
২৭. পোলেন্ডের আইন সভার নাম ➟ সীম।
২৮. নরওয়ের আইন সভার নাম ➟ স্টরটিং।
২৯. ইতালির আইন সভার নাম ➟ সিনেট।
৩০. মিশরের আইন সভার নাম ➟ দারুল আওয়াম।
৩১. আয়ারল্যান্ডের আইন সভার নাম ➟ ডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস।
৩২. গ্রিসের আইন সভার নাম ➟ চেম্বার অব ডেপুটিজ।
৩৩. আইসল্যান্ডের আইন সভার নাম ➟ আলথিং।
৩৪. ইন্দোনেসিয়ার আইন সভার নাম ➟ পিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
৩৫. উত্তর কোরিয়ার আইন সভার নাম ➟ সুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি।
৩৬. জায়ারের আইন সভার নাম ➟ ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল।
৩৭. দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম ➟ হাউজ অব অ্যাসেম্বলি।
৩৮. নিইজিল্যান্ডের আইন সভার নাম ➟ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
৩৯. মায়ানমারের আইন সভার নাম ➟ পিথু ইটার্ড।
৪০. লিথুনিয়ার আইন সভার নাম ➟ সিসাম।
৪৯. লিবিয়ার আইন সভার নাম ➟ জেনারেল পিপল্স কংগ্রেস।
৪২. সিরিয়ার আইন সভার নাম ➟ পিপল্স কাউন্সিল।
৪৩. রুমানিয়ার আইন সভার নাম ➟ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
৪৪. হাইতির আইন সভার নাম ➟ চেম্বর অব ডেপুটিজ সিনেট।
৪৫. হাঙ্গেরির আইন মভার নাম ➟ ন্যাশনাল অ্যাসেম্বলি।
৪৬. সেসেলসের আইন সভার নাম ➟ পিপল্স কাউন্সিল।
৪৭. সুইজারল্যান্ডের আইন সভার নাম ➟ ফেডারেল অ্যাসেম্বলি।
৪৮. ব্রাজিল এর আইন সভার নাম ➟ ন্যাশনাল কংগ্রেস।
৪৯. গ্রানাডার আইন সভার নাম ➟ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
৫০. কেপভার্দের আইন সভার নাম ➟ পিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি।
আরও দেখে নাও :
পার্লামেন্ট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
নেপালের পার্লামেন্টের নাম কি ?
কংগ্রেস বা পঞ্চায়েত
জাপানের পার্লামেন্টের নাম কি ?
ডায়েট
রাশিয়ার পার্লামেন্টের নাম কি ?
রাশিয়ার পার্লিমেন্টের নাম ফেডারেল অ্যাসেম্বলি । ফেডারেল এসেম্বলির একটি কক্ষ ডুমা ।
আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি ?
শুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি
Download Section
- File Name : বিভিন্ন দেশের সংসদ – আইনসভা – পার্লামেন্ট – বাংলা কুইজ
- File Size : 6 MB
- No. of pages : 05
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here