QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০৪

Bengali Quiz Set – 104

১. যমজ দুটি সন্তান হলে তাকে বলে “Twins” । “Quintuplets” -এর ক্ষেত্রে কতগুলি বাচ্চা একসাথে জন্মগ্রহণ করে ?
উত্তর :

২. পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জন্ম কোন সংগীতশিল্পীর আসল নাম অমৃক সিং ?

উত্তর :
মিকা সিং

৩. রাহুল দেব বর্মন চলচ্চিত্র জগতে পরিচিত পঞ্চম নামে । এই নামটি কার দেওয়া ?

উত্তর :
অশোক কুমার

৪. “SIMMBA” ছবির “আঁখ মারে” গানটি ১৯৯৬ সালের কোন সিনেমার গান থেকে অনুপ্রাণিত ?

উত্তর :
তেরে মেরে স্বপ্নে

৫. হান সাম্রাজ্যে আবিষ্কার হওয়া এক চাইনিজ খেলার নাম “কুজু” । মনে করা হয় এটা কোনো খেলার প্রথম নিদর্শন । কোন খেলা এটি ?

উত্তর :
ফুটবল


৬. ভূপেন হাজারিকার “আমি এক যাযাবর” গানে ওটাওয়া থেকে অস্ট্রিয়া হয়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে ?

উত্তর :
প্যারিস

৭. “আমার বেলা যে যায়” রবীন্দ্রসংগীত অ্যালবামটি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গাওয়া ?

উত্তর :
সঞ্জয় মঞ্জরেকর

৮. “Celebrate life” ট্যাগ লাইনটি কোন কোম্পানির ?

উত্তর :
ডাবর

৯. প্রোটোনপিয়া কি ?

উত্তর :
লাল বর্ণান্ধতা

১০. কোন ধমনী / শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয় ?

উত্তর :
করোনারি ধমনী

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১০৩

বাংলা কুইজ – সেট ১০২

বাংলা কুইজ – সেট ১০১

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button