QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০১

Bengali Quiz – Set 101

১. রান্না করার সময় তরকারিতে অতিরিক্ত কি কমাতে তরকারিতে গরম লোহার খুন্তি চুবিয়ে রাখা হয় ?

উত্তর :
হলুদ

২. শ্রীকৃষ্ণ যে ভঙ্গিমাতে দাঁড়িয়ে বাঁশি বাজান সেটিকে কি বলে ?

উত্তর :
ত্রিভঙ্গ মুরারি

৩. ভারতীয় কোন পরিষেবার ট্যাগলাইন “A Week in Wonderland” ?

উত্তর :
Palace on Wheels

৪. বক্সিং যদি রিং-এর মধ্যে খেলা হয় তাহলে ডায়মন্ড-এর মধ্যে কি খেলা হয় ?

উত্তর :
বেসবল

৫. একদিবসীয় ক্রিকেটে ভারতীয় হিসেবে একটি ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নিয়েছেন তিনজন, দুজন হলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত ও যুবরাজ সিং । অন্যজন কে ?

উত্তর :
সৌরভ গাঙ্গুলি


৬. কোন জনপ্রিয় সংগীতজ্ঞ পরিচিত মহলে জর্জদা নামে পরিচিত ছিলেন ?

উত্তর :
দেবব্রত বিশ্বাস

৭. হলুদ আর কালো রঙে সাজানো এই পাখিটি মূলত বসবাস করে দক্ষিণ এশিয়া অঞ্চলে । ইংরেজিতে এই পাখিটিকে বলা হয় Black Hooded Oriole । আমরা এই পাখিটিকে কি নামে চিনি ?

উত্তর :
বউ কথা কও

৮. বিয়ের একটি প্রচলিত রীতি “গায়ে হলুদ” । পুরাণমতে কাদের সুন্দর করে সাজানোর জন্য প্রথমবার গায়ে হলুদ দেওয়া হয়েছিল ?

উত্তর :
শিব-সতী

৯. কোন বলিউড অভিনেতার আসল নাম জয় হেমন্ত ?

উত্তর :
টাইগার শ্রফ

১০. নতুন দার্জিলিং নামে পরিচিত সিলারিগাঁও কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :
পশ্চিমবঙ্গ

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১০০

বাংলা কুইজ – সেট ৯৯

বাংলা কুইজ – সেট ৯৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button