Bengali Quiz Set – 100
১. “রং দে বাসন্তী” ছবিতে যে তথ্যচিত্রটি বানানো হয়েছিল তাতে আমির খান কোন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছিলেন ?
২. এই বছরে ( ২০২০ সালে ) আমরা কততম স্বাধীনতা দিবস পালন করবো ?
৩. পুরাণমতে চারটি আদি শক্তিপীঠের মধ্যে “বিমলা” একটি । এটি কোন বিখ্যাত মন্দির প্রাঙ্গনে অবস্থিত ?
৪. দক্ষিণ-পশ্চিম জার্মানির একটি পাহাড়ি এলাকার নাম থেকে কোন ধরণের কেকের নামকরণ হয়েছে ?
৫. “অমর, আকবর , এন্টোনি” – সিনেমাটিতে এন্টোনির পদবি গঞ্জাল্ভেস, আকবরের ইলাহাবাদি । অমরের পদবি কি ?
৬. একজন ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে “ডিপ মিড্ উইকেট” এবং “লং অন” এর মাঝের ফিল্ডিং পজিশনকে কি বলে ?
৭. ভারতের কোথায় ম্যাগনেটিক হিল হয়েছে যেখানে গাড়ি যদি উৎরাই-এর দিকে নিউট্রাল করে রাখা হয় তাহলে মাধ্যাকর্ষনের বিপরীত দিকে অর্থাৎ চড়াই -এর দিকে গাড়ি চলে শুরু করে ?
৮. ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে ভারত জার্মানিকে ৮-১ গোলে হারায় । এই খেলাটি কোন দিনে হয়েছিল ?
৯. আজ ২২শে মার্চ, কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন ?
১০. জলপাইগুড়ির বিখ্যাত মাসকলাই বাড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে রাম-সীতা, হনুমান, হর-পার্বতীর পশে কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর মূর্তি পুজো করা হয় ?
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ৯৯
বাংলা কুইজ – সেট ৯৮
বাংলা কুইজ – সেট ৯৭
To check our latest Posts - Click Here