Bengali Quiz – Set 98
১. সুবর্ণভূমি বিমানবন্দর বিশ্বে কোন শহরে অবস্থিত ?
উত্তর :
ব্যাংকক
২. ভারতবর্ষের কোন স্থাপত্য আফগানিস্তানের “Minaret of Jam” থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে ?
উত্তর :
কুতুব মিনার
৩. হৃত্বিক রোশন নির্মিত Super 30 সিনেমাটি কার জীবনের ওপরে নির্মিত ?
উত্তর :
আনন্দ কুমার
৪. জগন্নাথ দেবের রথের নাম কি ?
উত্তর :
নান্দীঘোষ
জগন্নাথ দেবের রথের নাম ‘নান্দীঘোষ’, বলরামের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’।
জগন্নাথ দেবের রথের নাম ‘নান্দীঘোষ’, বলরামের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’।
৫. তামিলনাড়ুর মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে মুনিয়ান্ডি স্বামী মন্দিরের বার্ষিক উৎসবে প্রসাদ হিসেবে কি দেওয়া হয় ?
উত্তর :
মাটন বিরিয়ানি
৬. থানায় যে FIR করা হয় তার পুরো অর্থ কি ?
উত্তর :
First Information Report
৭. আতপ চালের “আতপ” কথাটির অর্থ কি ?
উত্তর :
সূর্যের কিরণ
৮. আলফা বাংলা কোন চ্যানেলের আগের নাম ছিল ?
উত্তর :
জি-বাংলা
৯. ম্যাজিসিয়ানদের ম্যাজিকের সবথেকে বড়ো রহস্য লুকিয়ে থাকে তাদের শরীরে । ম্যাজিসিয়ানদের ব্যবহৃত কোন শব্দ/শব্দগুচ্ছের অর্থ হলো “এই আমার শরীর” ?
উত্তর :
হোকাস ফোকাস
১০. কলকাতা পুলিশের লোগোতে আমরা কোন পাখি দেখতে পায় ?
উত্তর :
ময়ূর
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ৯৭
বাংলা কুইজ – সেট ৯৬
বাংলা কুইজ – সেট ৯৫
To check our latest Posts - Click Here