PSC Miscellaneous Answer Key 2020
২১. ‘নিবারণ চক্রবর্তী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কী তার উপজীবিকা ?
(A) উপন্যাস— গােরা, উপজীবিকা- ব্রাহ্মণ পুরােহিত।
(B) উপন্যাস-ঘরে বাইরে, উপজীবিকা—স্বদেশি নেতা।
(C) উপন্যাস— যােগাযােগ, উপজীবিকা – শিক্ষক।
(D) উপন্যাস— শেষের কবিতা, উপজীবিকা – কবি।
২২. বেশিরভাগ গাছই নাইট্রোজেন শােষণ করে এই আকারে-
(A) প্রােটিন
(B) নাইট্রেট ও নাইট্রাইট
(C) ইউরিয়া
(D) নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া
২৩. নিম্নোক্ত কোনটি একটি ছােট্ট মেয়ের কাহিনি?
(A) পলিয়ানা
(B) রেবেকা
(C) আনা কারেনিনা
(D) জেন আইয়ার
২৪. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে
(A) 64
(B) 16
(C) 32
(D) 128
২৫. মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের প্রথমে মিশ্রিত হয়?
(A) পেপসিন
(B) সেলুলেজ
(C) অ্যামাইলেজ
(D) ট্রিপসিন
২৬. নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত?
(A) অহিচ্ছত্র
(B) শিশুপালগড়
(C) বামনগাঁও
(D) মােগলমারি
২৭. যখন NaCl-কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+-এর চারপাশে
(A) Cl– আয়ন থাকে
(B) Na+ আয়ন থাকে
(C) Na+ এবং Cl– আয়ন থাকে
(D) H2O অণুগুলি থাকে
২৮. পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি ?
(A) অ্যান ইনকনভিনিয়েন্ট টুথ
(B) কোল্ড পারসুইট
(C) নাইট অন্ আর্থ
(D) দ্য রিভার ওয়াইল্ড
২৯. ‘সওয়া সের গেঁহু’ কোন লেখকের রচনা?
(A) প্রেমচন্দ
(B) খুশবন্ত সিং
(C) কমলেশ্বর
(D) জয়শঙ্কর প্রসাদ
৩০. ভারতীয় সংবিধানের ২৩তম ধারায় কী বলা হয় ?
(A) ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ।
(B) মানুষ পাচার নিষেধকরণ।
(C) বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ।
(D) উপরােক্ত কোনােটিই নয়
৩১. চালের জলে(মাড়) কয়েক ফোঁটা আয়ােডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল-কালাে রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে, চালের জলে (মাড়) রয়েছে –
(A) চর্বি
(B) জটিল প্রােটিন
(C) শ্বেতসার
(D) সাধারণ প্রােটিন
৩২. ঋক বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?
(A) কুরুক্ষেত্র
(B) দশ রাজার
(C) একশত রাজার
(D) দেব-অসুর
৩৩. ড্যান ব্রাউনের অতিপরিচিত নায়ক ‘ডেভিড ল্যাংডন’-এর ডাকনাম ছিল—
(A) ইউনিকর্ন
(B) স্কুইরেল
(C) ল্যাম্ব
(D) ডলফিন
৩৪. কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত?
(A) হুমায়ুন
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) আওরঙ্গজেব
৩৫. সালােকসংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে—
(A) জল
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) গ্লুকোজ
(D) কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ দুটোর থেকে
৩৬. নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থলসীমান্ত নেই?
(A) চিন
(B) মায়ানমার
(C) আফগানিস্তান
(D) উপরােক্ত কোনােটিই নয়
যদিও POK ভারতের মধ্যে ধরলে উত্তর D হওয়া উচিত ।
৩৭. ডেঙ্গু রােগের জীবাণু বহন করে
(A) ঈডিস মশা
(B) অ্যানােফিলিস মশা
(C) কিউলেক্স মশা
(D) উপরােক্ত কোনােটিই নয়
৩৮. ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা মাত্রা কত?
(A) 50
(B) 10
(C) 40
(D) 100
৩৯. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
(A) মহেঞ্জোদারাে
(B) হরপ্পা
(C) কালিবঙ্গান
(D) ধােলাভিরা
৪০. নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে?
(A) কুয়ালালামপুর
(B) দোহা
(C) আবু ধাবি
(D) হংকং
(C) আবু ধাবি – সঠিক উত্তর কিন্তু PSC অফিসিয়াল আনসার কি তে উত্তর নিয়েছে (A) কুয়ালালামপুর
To check our latest Posts - Click Here