Mixed MCQ

PSC Miscellaneous Answer Key 2020

২১. ‘নিবারণ চক্রবর্তী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কী তার উপজীবিকা ?

(A) উপন্যাস— গােরা, উপজীবিকা- ব্রাহ্মণ পুরােহিত।
(B) উপন্যাস-ঘরে বাইরে, উপজীবিকা—স্বদেশি নেতা।
(C) উপন্যাস— যােগাযােগ, উপজীবিকা – শিক্ষক।
(D) উপন্যাস— শেষের কবিতা, উপজীবিকা –  কবি।

উত্তর :
(D) উপন্যাস— শেষের কবিতা, উপজীবিকা –  কবি।

২২. বেশিরভাগ গাছই নাইট্রোজেন শােষণ করে এই আকারে-

(A) প্রােটিন
(B) নাইট্রেট ও নাইট্রাইট
(C) ইউরিয়া
(D) নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া

উত্তর :
(B) নাইট্রেট ও নাইট্রাইট

২৩. নিম্নোক্ত কোনটি একটি ছােট্ট মেয়ের কাহিনি?

(A) পলিয়ানা
(B) রেবেকা
(C) আনা কারেনিনা
(D) জেন আইয়ার

উত্তর :
(A) পলিয়ানা

২৪. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে

(A) 64
(B) 16
(C) 32
(D) 128

উত্তর :
(A) 64

২৫. মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের প্রথমে মিশ্রিত হয়?

(A) পেপসিন
(B) সেলুলেজ
(C) অ্যামাইলেজ
(D) ট্রিপসিন

উত্তর :
(C) অ্যামাইলেজ

২৬. নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত?

(A) অহিচ্ছত্র
(B) শিশুপালগড়
(C) বামনগাঁও
(D) মােগলমারি

উত্তর :
(D) মােগলমারি

২৭. যখন NaCl-কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+-এর চারপাশে

(A) Cl আয়ন থাকে
(B) Na+ আয়ন থাকে
(C) Na+ এবং Cl আয়ন থাকে
(D) H2O অণুগুলি থাকে

উত্তর :
(D) H2O অণুগুলি থাকে

২৮. পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি ?

(A) অ্যান ইনকনভিনিয়েন্ট টুথ
(B) কোল্ড পারসুইট
(C) নাইট অন্ আর্থ
(D) দ্য রিভার ওয়াইল্ড

উত্তর :
(A) অ্যান ইনকনভিনিয়েন্ট টুথ

২৯. ‘সওয়া সের গেঁহু’ কোন লেখকের রচনা?

(A) প্রেমচন্দ
(B) খুশবন্ত সিং
(C) কমলেশ্বর
(D) জয়শঙ্কর প্রসাদ

উত্তর :
(A) প্রেমচন্দ

৩০. ভারতীয় সংবিধানের ২৩তম ধারায় কী বলা হয় ?

(A) ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ।
(B) মানুষ পাচার নিষেধকরণ।
(C) বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ।
(D) উপরােক্ত কোনােটিই নয়

উত্তর :
(B) মানুষ পাচার নিষেধকরণ।

৩১. চালের জলে(মাড়) কয়েক ফোঁটা আয়ােডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল-কালাে রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে, চালের জলে (মাড়) রয়েছে – 

(A) চর্বি
(B) জটিল প্রােটিন
(C) শ্বেতসার
(D) সাধারণ প্রােটিন

উত্তর :
(C) শ্বেতসার

৩২. ঋক বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?

(A) কুরুক্ষেত্র
(B) দশ রাজার
(C) একশত রাজার
(D) দেব-অসুর

উত্তর :
(B) দশ রাজার

৩৩. ড্যান ব্রাউনের অতিপরিচিত নায়ক ‘ডেভিড ল্যাংডন’-এর ডাকনাম ছিল—

(A) ইউনিকর্ন
(B) স্কুইরেল
(C) ল্যাম্ব
(D) ডলফিন

উত্তর :
(D) ডলফিন

৩৪. কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত?

(A) হুমায়ুন
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) আওরঙ্গজেব

উত্তর :
(C) জাহাঙ্গীর

৩৫. সালােকসংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে  আসে—

(A) জল
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) গ্লুকোজ
(D) কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ দুটোর থেকে

উত্তর :
(A) জল

৩৬. নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থলসীমান্ত নেই?

(A) চিন
(B) মায়ানমার
(C) আফগানিস্তান
(D) উপরােক্ত কোনােটিই নয়

উত্তর :
(C) আফগানিস্তান

যদিও POK ভারতের মধ্যে ধরলে উত্তর D হওয়া উচিত । 


৩৭. ডেঙ্গু রােগের জীবাণু বহন করে

(A) ঈডিস মশা
(B) অ্যানােফিলিস মশা
(C) কিউলেক্স মশা
(D) উপরােক্ত কোনােটিই নয়

উত্তর :
(A) ঈডিস মশা

৩৮. ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা মাত্রা কত?

(A) 50
(B) 10
(C) 40
(D) 100

উত্তর :
(C) 40

৩৯. সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?

(A) মহেঞ্জোদারাে
(B) হরপ্পা
(C) কালিবঙ্গান
(D) ধােলাভিরা

উত্তর :
(D) ধােলাভিরা

৪০. নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে?

(A) কুয়ালালামপুর
(B) দোহা
(C) আবু ধাবি
(D) হংকং

উত্তর :
(A) কুয়ালালামপুর

(C) আবু ধাবি – সঠিক উত্তর কিন্তু PSC অফিসিয়াল আনসার কি তে উত্তর নিয়েছে (A) কুয়ালালামপুর


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button