PSC Miscellaneous Answer Key 2020
PSC Miscellaneous Answer Key 2020
***This is based on Official answer key provided by PSC
Set C with Answer Marked in PDF format – Download
Official Answer key – Set wise – by PSC – Download
১. সংকট উষ্ণতার নীচে, উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ
(A) অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে।
(B) অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়।
(C) অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে।
(D) অণুগুলি গােলাকার।
২. ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় ?
(A) একটিমাত্র নাগরিকত্ব
(B) দ্বৈত নাগরিকত্ব
(C) রাজ্য ও রাষ্ট্রের দুই নাগরিকত্ব
(D) বিবিধ নাগরিকত্ব
৩. নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানাের জন্য কোনটি ব্যবহার হয়?
(A) ইথিলিন
(B) মিথেন
(C) ক্লোরিন গ্যাস
(D) আইসােপ্রােপাইল অ্যালকোহল
৪. নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশােধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন?
(A) অলকানন্দা রায়
(B) মমতা শঙ্কর
(C) সুতপা তালুকদার
(D) অমিতা দত্ত
৫. বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল?
(A) মাইশাের
(B) আইহােল
(C) হাম্পি
(D) কাঞ্চিপুর
৬. তেজস্ক্রিয়তার SI একক হল
(A) অ্যাম্পিয়ার
(B) ভোল্ট
(C) বেকারেল
(D) কুরী
৭. ঝুলন গােস্বামীর বায়ােপিক-এ কে নামভূমিকায় অভিনয় করছেন?
(A) দীপিকা পাডুকোন
(B) তাপসী পান্নু
(C) বিপাশা বাসু
(D) অনুষ্কা শর্মা
৮. বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হাইদার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত?
(A) আর্মস অ্যান্ড দ্য ম্যান
(B) প্রাইড অ্যান্ড প্রেজুডিস
(C) ওয়ার অ্যান্ড পিস
(D) হ্যামলেট
৯. নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না?
(A) শিক্ষার অধিকার
(B) ধর্মীয় আচরণের অধিকার
(C) সাম্যের অধিকার
(D) সম্পত্তির অধিকার
১০. গ্রেটা থুনবার্গ (থনবার্গ) কে?
(A) সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী।
(B) সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সঙ্কট দূরীকরণে আন্দোলনরত।
(C) কিউবার এক সংগীত শিল্পী যিনি দুর্নীতির বিরুদ্ধে সােচ্চার।
(D) জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছে।
১১. আনা বার্নস-এর উপন্যাস ‘মিল্কম্যান’ কী পুরস্কার লাভ করে?
(A) নােবেল পুরস্কার
(B) পুলিটজার পুরস্কার
(C) ম্যান বুকার পুরস্কার
(D) এডগার পুরস্কার
১২. ভারতের জাতীয় পতাকার চূড়ান্তরূপ দেন কোন শিল্পী ?
(A) সরােজিনী নাইডু
(B) আচার্য কৃপালানী
(C) পিঙ্গলী ভেঙ্কাইয়া
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
১৩. কিডনির (বৃক্ক ) পরিস্রাবণ ইউনিটকে বলে
(A) ইউরেটার
(B) ইউরেথ্রা
(C) নিউরন
(D) নেফ্রন
১৪. ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী?
(A) আইন সভার সকল নির্বাচিত সদস্য
(B) ভারতের প্রধানমন্ত্রী
(C) ভারতের রাষ্ট্রপতি
(D) ভারতের সকল নাগরিক
১৫. ‘The Trial’ বইটির রচয়িতা কে?
(A) মার্ক টোয়েন
(B) ফ্রান্স কাফকা
(C) জেমস জয়েস্
(D) আর্নেস্ট হেমিংওয়ে
১৬. শর্ট সার্কিট বা ওভারলােডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হল
(A) আর্থিং
(B) ফিউজ ব্যবহার করা
(C) স্টেবিলাইজার ব্যবহার করা
(D) বৈদ্যুতিন মিটার ব্যবহার করা
১৭. CO2, জলীয় বাষ্প (H2O vapour), CH4 এবং CO-র মধ্যে কোন গ্রীনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক ?
(A) CO2
(B) CO
(C) H2O vapour
(D) CH4
১৮. ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত?
(A) ১৭ নং ধারা
(B) ১৮ নং ধারা
(C) ১৯ নং ধারা
(D) ২০ নং ধারা
১৯. বিখ্যাত উপন্যাস ‘পালামৌ’ কার রচনা?
(A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(B) সঞ্জীব চট্টোপাধ্যায়
(C) বুদ্ধদেব বসু
(D) সমরেশ বােস
২০. উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল
(A) সাইট্রিক অ্যাসিড
(B) ক্লোরােফিল
(C) ইন্ডােল অ্যাসেটিক অ্যাসিড
(D) ফিনাইল অ্যাসেটিক অ্যাসিড
To check our latest Posts - Click Here