Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৮৫

General  Awareness MCQ – Set 185

৩৩৪১. নীচের মধ্যে কোনটি বহুজাতিক বাণিজ্য আলোচনার সংস্থা?

(A) IDA
(B) WTO
(C) IMF
(D) SAARC

উত্তর :
(B) WTO

বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization ) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।


৩৩৪২. যক্ষ্মার জন্য প্রথম  কার্যকর চিকিৎসা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার কে  করেন ?

(A) আলেকজান্ডার ফ্লেমিং
(B) এডওয়ার্ড জেনার
(C) সেলম্যান ওয়াকসম্যান
(D) জোনাস সাল্ক

উত্তর :
(C) সেলম্যান ওয়াকসম্যান

“অ্যান্টিবায়োটিক” শব্দটি তৈরি করেছিলেন সেলম্যান ওয়াকসম্যান।

সেলম্যান ওয়াকসম্যান যক্ষ্মার জন্য প্রথম কার্যকর চিকিৎসা আবিষ্কার করেন এবং এর নাম দেন স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক।

সেলম্যান ওয়াকসম্যান স্ট্রিপ্টোমাইসিন আবিষ্কারের জন্য ১৯৫২ সালে ফিজিওলজি বা মেডিসিনের ক্ষেত্রে নোবেল পুরষ্কার পান।


৩৩৪৩. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?

(A) পি সি ভট্টাচার্য
(B) এন সি সেন গুপ্ত
(C) এল কে ঝা
(D) সি ডি দেশমুখ

উত্তর :
(D) সি ডি দেশমুখ

প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় ১৯৩৫ সালে কেন্দ্রীয় ব্যাঙ্ক স্থাপিত হয়। ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল হিলটন ইয়াং কমিশনের সুপারিশ ক্রমে। রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে বাংলার কলকাতায় স্থাপন করা হলেও ১৯৩৭ সালে তা স্থায়ীভাবে বোম্বাইতে (অধুনা মুম্বই) স্থানান্তরিত করা হয়। ব্রহ্মদেশে জাপানি আগ্রাসনের পূর্বে এবং পরে ১৯৪৭ সালের এপ্রিল মাস পর্যন্ত রিজার্ভ ব্যাংক ব্রহ্মদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবেও কাজ করেছে।

সি ডি দেশমুখ –   1943 সালের আগস্টে তিনি RBI এর গভর্নর নিযুক্ত হন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন তিনি । 

স্যার অসবর্ন স্মিথ ছিলেন RBI -এর প্রথম গভর্নর ।


৩৩৪৪. সাফদার জং -এর  সমাধি কোথায় অবস্থিত ?

(A) লক্ষ্নৌ
(B) পাঞ্জাব
(C) দিল্লি
(D) অযোধ্যা

উত্তর :
(C) দিল্লি

সাফদার জাংয়ের সমাধিটি দিল্লিতে অবস্থিত।

এটি মুঘল সাম্রাজ্য রীতিতে ১৭৫৪ সালে নির্মিত হয়েছিল।

সাফদার জাং ১৭৪৮ সালে মুঘল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং মুহাম্মদ শাহের ভাইসরয় ছিলেন।

তিনি অযোধ্যার দ্বিতীয় নবাবও ছিলেন ।


৩৩৪৫. নিচের কোন প্রণালীটি রাশিয়াকে আলাস্কা থেকে পৃথক করে ?

(A) বেরিং প্রণালী
(B) বাব-এল-মান্দেব প্রণালী
(C) ডানকান প্যাসেজ
(D) ইউকেটেনের প্রণালী 

উত্তর :
(A) বেরিং প্রণালী

বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্‌চি সাগরের সঙ্গে যুক্ত করেছে।

প্রণালীটির সবচেয়ে সরু অংশ রাশিয়ার দেজনিয়ভ অন্তরীপ (Dezhnyova Mys) এবং আলাস্কার প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপের মধ্যে অবস্থিত। এই দুই অন্তরীপের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব ৮৫ কিলোমিটার। দুই অন্তরীপের মধ্যস্থলে ডায়োমিড দ্বীপপুঞ্জ অবস্থিত।


৩৩৪৬. জাহাজ জলে ভেসে থাকে নীচের কোন নীতির উপর ভিত্তি করে ?

(A) বার্নোলির নীতি
(B) আর্কিমিডিস নীতি
(C) নিউটনের দ্বিতীয়  গতিসূত্র
(D) শক্তি সংরক্ষণ আইন

উত্তর :
(B) আর্কিমিডিস নীতি

একটি জাহাজ / নৌকা আর্কিমিডিস নীতিমালার ভিত্তিতে ভেসে থাকে ।


৩৩৪৭. “মালতী মাধব” মহাকাব্যটি রচনা করেছিলেন 

(A) ভবভূতি
(B) গার্গি
(C) দানদিন
(D) কালিদাস 

উত্তর :
(A) ভবভূতি

অষ্টম শতকে ভবভূতি নাম একজন প্রখ্যাত কবি, নাট্যকার ও পণ্ডিত ছিলেন। লিখতেন সংস্কৃত ভাষায়। তাঁর সাহিত্যকর্মকে কালিদাসের সাহিত্যকর্মের সমতুল্য ধরা হয়। ভবভূতির অন্যতম নাটক উত্তররামচরিত। “মালতী মাধব” মহাকাব্যটিও  রচনা করেছিলেন তিনি ।




৩৩৪৮. বাজারের ভারসাম্যের (equilibrium  )  দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা _________ হিসাবে পরিচিত।

(A) Market Equilibrium
(B) Market Mechanism
(C) Equilibrium of Market
(D) Mechanics of Marketism

উত্তর :
(B) Market Mechanism

৩৩৪৯. বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো 

(A) Panthera leo
(B) Felis domesticus
(C) Equus africanus
(D) Panthera tigris

উত্তর :
(B) Felis domesticus

৩৩৫০. নিচের কোনটি অর্থনীতিতে M1 এর উপাদান ?

(A) Savings Deposits
(B) Credit Card
(C) Checkable Deposits
(D) Gold

উত্তর :
(C) Checkable Deposits

M1CU (currency held by the public) + DD (net demand deposits held by commercial banks)
M2M1 + Savings deposits with Post Office savings banks
M3M1 + Net time deposits of commercial banks
M4M3 + Total deposits with Post Office savings organisations (excluding National Savings Certificates)

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৮৪

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৮৩

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৮২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button