বিজ্ঞান MCQ – সেট ৫৪
Science MCQ – Set 54
BanglaQuiz Question ID : 1054
১. RDX আবিষ্কার করেছিলেন –
(A) আলফ্রেড নোবেল
(B) সোডি
(C) জর্জ ফ্রেডরিক হেনিং
(D) ফিলিপ ডি স্লোয়ানে
BanglaQuiz Question ID : 1055
২. ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় ?
(A) বোরন ও অ্যালুমিনিয়াম
(B) সিলিকন ও জার্মেনিয়াম
(C) ইরিডিয়াম ও টাংস্টেন
(D) নিউবিউম ও কলাম্বিয়াম
BanglaQuiz Question ID : 1056
৩. লোহাতে জং ( Rust ) পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয় ?
(A) অ্যালুমিনিয়াম
(B) কার্বন
(C) ক্রোমিয়াম
(D) টিন
BanglaQuiz Question ID : 1059
৪. দুধকে যখন মন্থন করা হয় তখন ক্রিম আলাদা হয়ে যায় –
(A) মহাকর্ষীয় বলের (Gravitational Force )জন্য
(B) ঘর্ষণ বলের (Frictional Force ) জন্য
(C) অপকেন্দ্র বলের (Centrifugal Force ) জন্য
(D) অভিকেন্দ্র বলের (Force ) জন্য
BanglaQuiz Question ID : 1060
৫. নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করে না ?
(A) বৈদ্যুতিক ঘণ্টা
(B) বৈদ্যুতিক ইস্ত্রি
(C) লাউড স্পিকার
(D) হার্ড ডিস্ক
BanglaQuiz Question ID : 1075
৬. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সাধারণত ফোটোক্রমিক লেন্সে ব্যবহৃত হয় ?
(A) পটাসিয়াম ডাইক্রোমেট
(B) সিলভার ক্লোরাইড
(C) পটাসিয়াম ফেরেট
(D) ফেরিক ক্লোরাইড
BanglaQuiz Question ID : 1133
৭. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে –
(A) থার্মোস্ট্যাট
(B) মোটর
(C) ডায়ানামো
(D) রেক্টিফাইয়ার
BanglaQuiz Question ID : 1361
৮. কোন একটি বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন তার বেগ হবে –
(A) 0 m/s
(B) 4.9 m/s
(C) 14.7 m/s
(D) 20 m/s
BanglaQuiz Question ID : 1365
৯. নিম্নলিখিত কোন যন্ত্রটির সাহায্যে আলফা, বিটা, গামা – সবধরণের তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা যায় ?
(A) Geiger Counter
(B) Polarimeter
(C) Calorimeter
(D) Radiometer
BanglaQuiz Question ID : 1371
১০. একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় । এর কারণ –
(A) মহাকর্ষ
(B) সান্দ্রতা
(C) স্থিতিস্থাপকতা
(D) কৈশিক ক্রিয়া
আরো দেখুন :
বিজ্ঞান MCQ – সেট ৫৩ – জীবন বিজ্ঞান
বিজ্ঞান MCQ – সেট ৫২
বিজ্ঞান MCQ – সেট ৫১ – জীবন বিজ্ঞান
To check our latest Posts - Click Here