WBCS Preliminary 2020 – Answer Key

১০১. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে?
(A) সিকিম – ভুটান
(B) নেপাল – সিকিম
(C) বিহার – নেপাল
(D) অসম – বাংলাদেশ
১০২. কে অ্যাংলাে-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) লালা হংসরাজ
(C) আত্মারাম পাড়ুরঙ্গ
(D) মহাদেব গােবিন্দ রানাডে
১০৩. ‘Lokpal’ এর ‘Logo’ তে সতর্কতা চিহ্নিত আছে
(A) তিরঙ্গা
(B) অশােক চক্র
(C) বিচারকের বেঞ্চ
(D) দুহাত
১০৪. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় ?
(A) লর্ড ওয়েলেসলী
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ডালহৌসী
১০৫. ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয়/হবে
(A) 2020
(B) 2018
(C) 2017
(D) 2019
১০৬. National Institute of Disaster Management বা NIDM পূর্বে নামাঙ্কিত ছিল ?
(A) National Centre of Disaster Management
(B) National Council of Disaster Management
(C) National Committee for Disaster Management
(D) National Task Force on Disaster Management
১০৭. Head Count Ratio (HCR) ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নীচের কোনটির পরিমাপ হিসেবে ?
(A) দারিদ্র্য
(B) অসাম্য
(C) আয়
(D) জনসংখ্যা
১০৮. ‘ভারতে কৃষকের আত্মহত্যা’ নীচের কোনটির প্রভাব হিসেবে দেখা হয় ?
(A) কৃষিক্ষেত্রের দুরবস্থা
(B) শিল্পক্ষেত্রের Stagnation বা অধােগতি
(C) জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ
(D) সবুজ বিপ্লব
১০৯. শ্রীরঙ্গপওমে ‘স্বাধীনতার বৃক্ষ’ স্থাপন করেছিলেন
(A) হায়দার আলি
(B) টিপু সুলতান
(C) চিন্ কিলি খান
(D) মুর্শিদকুলি খান
১১০. Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল
(A) 97%
(B) 70%
(C) 80%
(D) 77%
১১১. অ্যাক্ট III, 1872 কী ছিল ?
(A) সমাজ সংস্কার আইন
(B) জুরী আইন
(C) রাজস্ব আইন
(D) শাসনসংক্রান্ত আইন
১১২. কোনটি একটি সার ?
(A) নাইট্রোজেন
(B) অক্সিজেন
(C) ফসফরাস
(D) সােডিয়াম নাইট্রেট
১১৩. জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের reference সহনিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন ঃ
1. এটি বিশ্বব্যাঙ্কের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল।
2. এটি জাতীয় জলাতথ্যকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে।
3. উদ্দেশ্যটি হল জলসম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং অভিগম্যতা উন্নতি করা।
উপরােক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি কোনগুলি সঠিক?
(A) কেবলমাত্র 1 এবং 2
(B) কেবলমাত্র 2 এবং 3
(C) 1, 2 এবং 3
(D) উপরের কোনােটিই নয়
১১৪. মহারানীর ঘােষণাপত্রের তারিখ কী ছিল?
(A) 1লা নভেম্বর, 1858
(B) 10ই মে, 1857
(C) 29শে মার্চ, 1857
(D) 11ই ফেব্রুয়ারী, 1860
১১৫. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?
(A) লাল রক্তকণিকা
(B) সাদা রক্তকণিকা
(C) ভিটামিন B12
(D) ভিটামিন E
১১৬. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন
(A) মেরী কুরি
(B) আর্নেস্ট রাদারফোর্ড
(C) হেনরি বেকারেল
(D) এনরিকো ফার্মি
১১৭. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয় ?
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) মিথেন
(C) ওজোন
(D) নাইট্রাস অক্সাইড
১১৮. রাজ্যসভার সভাপতি হলেন
(A) ভারতের রাষ্ট্রপতি
(B) ভারতের উপ-রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
১১৯. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন
(A) আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে
(B) আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে
(C) আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে
(D) আমদানি ও রপ্তানির উপর কোনাে প্রভাব পড়ে না
১২০. ‘গরিবি হঠাও’ শ্লোগানটি প্রথম দিয়েছিলেন
(A) ইন্দিরা গান্ধী
(B) রাজীব গান্ধী
(C) সােনিয়া গান্ধী
(D) রাহুল গান্ধী
To check our latest Posts - Click Here