WBCS Preliminary 2020 – Answer Key

২১. ‘রাজতরঙ্গিনী’-র রচয়িতা কে?
(A) মেগাস্থিনিস
(B) কলহন
(C) অল-বিরুনি
(D) হেরােডােটাস
২২. ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল
(A) বিহার
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) তামিলনাড়ু
২৩. L.P.G.-এর সংমিশ্রণে থাকে
(A) মিথেন এবং বিউটেন
(B) প্রােপেন এবং বিউটেন
(C) ইথেন এবং প্রােপেন
(D) ইথেন এবং বিউটেন
২৪. DEFCOM’ যুগ্মভাবে পরিচালনা করে
(A) Indian Defence Forces and I.I.T.s
(B) Indian Defence Forces and I.I.Sc
(C) Corps of signals and confederation of Indian Industry (C.I.I.)
(D) Armed Forces and Ministry of Information
২৫. ভারতের প্রথম ‘G.I Tag’ প্রাপ্ত পদার্থ হল
(A) এলাচ
(B) দার্জিলিং চা
(C) বাসমতি চাল
(D) গােবিন্দভােগ চাল
২৬. হাইড্রোজেন বােমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?
(A) পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
(B) পারমাণবিক সংযােজন বিক্রিয়া
(C) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
(D) কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া
২৭. আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে ?
(A) 1575 খ্রিস্টাব্দে
(B) 1568 খ্রিস্টাব্দে
(C) 1571 খ্রিস্টাব্দে
(D) 1562 খ্রিস্টাব্দে
২৮. নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা’-র নির্মাতা কে?
(A) আলাউদ্দিন খিলজী
(B) আকবর
(C) মহম্মদ বিন তুঘলক
(D) জাহাঙ্গীর
২৯. জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) ডঃ জাকির হুসেন
(B) মহম্মদ আলি
(C) সৌকত আলি
(D) আগা খাঁ
৩০. শােষক কাগজ দ্বারা কালি শােষণের কারণ হল
(A) কালির সান্দ্রতা
(B) কৈশিক (capillary) ক্রিয়া
(C) কালির আশ্লেষ (diffusion)
(D) সাইফন (siphon) ক্রিয়া
৩১. ভারতে সংবিধান দিবস পালিত হয়
(A) 3রা ডিসেম্বর
(B) 25শে অক্টোবর
(C) 5ই জানুয়ারী
(D) 26শে নভেম্বর
৩২. উত্তর গােলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন ঃ
1. মকর সংক্রান্তি – ডিসেম্বর 22nd
2. জলবিষুব – সেপ্টেম্বর 23rd
3. কর্কট সংক্রান্তি – জুন 21st
4. মহাবিষুব — মার্চ 21st
প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুন ঃ
(A) 1 এবং 2
(B) 2 এবং 3
(C) 3 এবং 4
(D) সবকটি সঠিকভাবে মেলে
৩৩. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ?
(A) 1946
(B) 1945
(C) 1942
(D) 1940
৩৪. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়
(A) 23শে মার্চ
(B) 4ঠা জুলাই
(C) 22শে সেপ্টেম্বর
(D) 26শে জুন
সঠিক উত্তর হওয়া উৎসাহিত – 29শে জুন
৩৫. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য (Chancellor) হলেন
(A) রাজ্যের রাজ্যপাল
(B) রাজ্যের মুখ্যমন্ত্রী
(C) রাজ্যের শিক্ষামন্ত্রী
(D) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
৩৬. ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স’-এর রচয়িতা কে?
(A) দাদাভাই নৌরজী
(B) রমেশচন্দ্র দত্ত
(C) বিনায়ক দামােদর সাভারকর
(D) হরিশচন্দ্র মুখােপাধ্যায়
৩৭. অতি পরিবাহী পদার্থ যারা
(A) কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে।
(B) বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরােধ তৈরি করে।
(C) বিদ্যুৎ প্রবাহে কোনাে প্রতিরােধ তৈরি করে না।
(D) উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে।
৩৮. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
(A) জয়প্রকাশ নারায়ণ
(B) মােরারজি দেশাই
(C) চৌধুরী চরণ সিং
(D) অটল বিহারী বাজপেয়ী
৩৯. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় ?
(A) শূন্যস্থানে
(B) গ্যাসে
(C) তরলে
(D) কঠিন পদার্থে
৪০. NATGRID শুরু হবে
(A) 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে
(B) 31শে ডিসেম্বর 2019-এর মধ্যে
(C) 31শে মার্চ 2020-এর মধ্যে
(D) 15ই আগস্ট 2020-এর মধ্যে
To check our latest Posts - Click Here