Current AffairsCurrent Topics

Oscar 2020

অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার – ২০২০

অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার (Oscar) হলো অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়

একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের  অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা । 

  • সেরা ছবি – প্যারাসাইট
  • সেরা পরিচালক – বং জুন হো (প্যারাসাইট)
  • সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স (জোকার)
  • সেরা অভিনেত্রী – রেনে জেলওয়েগার (জুডি)
  • সেরা সহ-অভিনেতা – ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
  • সেরা সহ-অভিনেত্রী – লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
  • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম– প্যারাসাইট
  • সেরা সিনেম্যাটোগ্রাফি – রজার ডেকিন্স (১৯১৭)
  • সেরা এডিটিং – মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)
  • সেরা অরিজিনাল সং – এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)
  • সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) – হিদুর গুয়ানদত্তির (জোকার)
  • সেরা সাউন্ড মিক্সিং – মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)
  • সেরা সাউন্ড এডিটিং – ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
  • সেরা ডকুমেন্টারি ফিচার – আমেরিকান ফ্যাক্টরি
  • সেরা ডকুমেন্টারি শর্ট – লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
  • সেরা প্রোডাকশন ডিজাইন – ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
  • সেরা কস্টিউম ডিজাইন – জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
  • সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে – প্যারাসাইট
  • সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে – জোজো রাবিট
  • সেরা অ্যানিমেটেড ফিচরা – টয় স্টোরি ফোর
  • সেরা অ্যানিমেটেড শর্চ – হেয়ার লাভ
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – দ্য নেইবারস উইনডো
  • সেরা কস্টিউম ডিজাইন– লিটল উইমেন
  • সেরা সাউন্ড এডিটিং – ফোর্ড ভার্সেস ফেরারি
  • সেরা মেকআপ-হেয়ারস্টাইলিং – বম্বশেল

*সেরা ছবি বিভাগে অস্কার জয় দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’-এর | এই প্রথমবারের জন্য কোনো নন-ইংলিশ সিনেমা এই শিরোপা জিতে নিলো ।

* এত বছর পরে অভিনেতা হিসেবে জীবনের প্রথম অস্কারটি জিতেছেন ব্র্যাড পিট।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button