সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭৩
General Awareness MCQ – Set 173
(A) চার্লস ডারউইন
(B) অ্যালবার্ট আইনস্টাইন
(C) অ্যালফ্রেড বার্নহার্ড নোবেল
(D) আইজ্যাক নিউটন
মৌলটির নাম – নোবেলিয়াম
৩২২২. নিচের কোনটি পরিপূরক সামগ্রী (Complementary goods ) -এর উদাহরণ নয়?
(A) প্রিন্টার এবং কালি কার্তুজ
(B) চা এবং চিনি
(C) মোবাইল ফোন এবং সিম কার্ড
(D) চা এবং কফি
পরিপূরক সামগ্রী (Complementary goods ) বলা হয় সেই পণ্যগুলিকে যে পণ্যগুলির একটির চাহিদা বাড়লে অন্যটির চাহিদা বেড়ে যায় ।
৩২২৩. কোন দেশে সবথেকে বেশি পরিমানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ?
(A) ইন্দোনেশিয়া
(B) ব্রাজিল
(C) মেক্সিকো
(D) অস্ট্রেলিয়া
বিশ্বের মোট ম্যানগ্রোভ অরণ্যের ২১% রয়েছে ইন্দোনেশিয়াতে, ৯% – ব্রাজিলে, ৭% মেক্সিকোতে ।
৩২২৪. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেভিংস ব্যাঙ্ক রেট নির্ধারণ করে?
(A) কেন্দ্রীয় সরকার
(B) ব্যাংক নিজেই
(C) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
(D) বাণিজ্যিক ব্যাংক
৩২২৫. বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন –
(A) ভ্যালেন্টিনা তেরেশকোভা
(B) স্যালি রাইড
(C) লিউ ইয়াং
(D) সুনিতা উইলিয়ামস
প্রথম মহিলা মহাকাশচারী হলেন সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা । ১৯৬৩ সালের ১৬ জুন তারিখে উৎক্ষেপণকৃত ভস্তক ৬ খেয়াযানের ৭১ ঘণ্টায় ৪৮ বার কক্ষপথ ঘূর্ণায়মান অবস্থার প্রেক্ষিতে তিনি এ কীর্তি গড়েন
৩২২৬. একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন?
(A) যতবার সম্ভব
(B) এক বার
(C) দু’বার
(D) তিনবার
একজন ব্যক্তি যত বার খুশি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন ।
৩২২৭. নিম্নলিখিতগুলির মধ্যে কে “One religion, one caste and one God for mankind” মতবাদ প্রচার করেছিলেন ?
(A) জ্যোতিবা ফুলে
(B) বিবেকানন্দ
(C) শ্রী নারায়ণ গুরু
(D) ডাঃ বি. আর. আম্বেদকর
৩২২৮. বুলিয়ান বীজগণিত (Boolean algebra ) কে আবিষ্কার করেছিলেন ?
(A) জর্জ বুল
(B) চার্লস ব্যাবেজ
(C) অগাস্টা অ্যাডা বায়রন
(D) হারমান হোলিরিথ
বুলিয়ান বীজগণিত (ইংরেজি: Boolean algebra) যা ১৮৫৪ সালে জর্জ বুল কর্তৃক তার বই চিন্তার নিয়ম নিয়ে কিছু চিন্তাভাবনা (এন ইনভেস্টিগেশান অফ দ্য লজ অফ থট) গ্রন্থে আবিষ্কৃত, হল সাধারণ বীজগণিতেরই একটি রকমফের
৩২২৯. মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী
(A) হিমোগ্লোবিন
(B) মেলানিন
(C) লুসিফেরিন
(D) ফ্ল্যাভোনয়েডস
মেলানিন একটি রঞ্জক যা মানুষের ত্বক, চুল এবং চোখকে তাদের রঙ দেয়। হালকা ত্বকের লোকের চেয়ে কালো চর্মযুক্ত লোকের ত্বকে মেলানিন বেশি থাকে। মেলানিন মেলানোসাইটস নামক কোষ দ্বারা উৎপাদিত হয়।
৩২৩০. নাইট্রোজেনের যৌগ সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক ?
(A) নাইট্রাস অক্সাইড হাসির গ্যাস (laughing gas) হিসাবেও পরিচিত
(B) নাইট্রিক অক্সাইডের রাসায়নিক সূত্রটি হ’ল NO
(C) নাইট্রোজেন ডাই অক্সাইড এমন একটি গ্যাস যা বাদামী বর্ণের
(D) সবকটি সঠিক
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭০
To check our latest Posts - Click Here
3223
Largest mangrove forest Malaysia hbe
আমরা চেক করেছি । ডাউনলোড হচ্ছে ।