ভূগোল MCQ – সেট ৪৭
Geography MCQ – Set 47
BanglaQuiz Question ID : 1471
১. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(A) ছত্তিশগড়
(B) মধ্যপ্রদেশ
(C) আসাম
(D) রাজস্থান
BanglaQuiz Question ID : 1481
২. নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি কৃত্রিম বন্দর ?
(A) চেন্নাই
(B) মুম্বাই
(C) কোচিন
(D) পারাদ্বীপ
পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দর হলো চেন্নাই বন্দর
BanglaQuiz Question ID : 1482
৩. ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি ?
(A) পান্না, মধ্যপ্রদেশ
(B) মাইশোর, কর্ণাটক
(C) ওয়ালটার, অন্ধ্রপ্রদেশ
(D) আজমের, রাজস্থান
BanglaQuiz Question ID : 1483
৪. নিম্নলিখিত কোন বন্দরটি “দীনদয়াল বন্দর” নামেও পরিচিত ?
(A) নতুন ম্যাঙ্গালোর
(B) মুম্বাই
(C) নব সেবা
(D) কান্দালা
BanglaQuiz Question ID : 1484
৫. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি ?
(A) যমুনা খাল
(B) ইন্দিরা গান্ধী খাল
(C) সিরহিন্দ খাল
(D) দোয়াব খাল
BanglaQuiz Question ID : 1564
৬. পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম ?
(A) হুগলী
(B) মালদা
(C) মুর্শিদাবাদ
(D) বাঁকুড়া
BanglaQuiz Question ID : 1571
৭. Morning Star – কোন গ্রহটিকে বলা হয় ?
(A) বুধ
(B) শুক্র
(C) মঙ্গল
(D) বৃহস্পতি
BanglaQuiz Question ID : 1645
৮. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
(A) সুপিরিয়র
(B) ক্যাস্পিয়ান সাগর
(C) টিটিকাকা
(D) বৈকাল
BanglaQuiz Question ID : 1655
৯. মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) ওড়িশা
(B) আসাম
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
BanglaQuiz Question ID : 1656
১০. বিশ্বের কাজুর রাজধানী কোন শহরকে বলা হয় ?
(A) কোল্লাম
(B) শ্রীনগর
(C) কোলহাপুর
(D) হায়দ্রাবাদ
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪৬
ভূগোল MCQ – সেট ৪৫
ভূগোল MCQ – সেট ৪৪
To check our latest Posts - Click Here