QuizQuiz

50+ নেতাজি সুভাষ চন্দ্র বসু কুইজ প্রশ্ন ও উত্তর

Quiz on Subhash Chandra Bose

নেতাজি সুভাষ চন্দ্র বসু কুইজ প্রশ্ন ও উত্তর – Netaji Special Quiz

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর (নেতাজি কুইজ ) । netaji Quiz |

২০২২ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।

  • নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী  উপলক্ষ্যে ২০২২ সাল থেকে প্রতিবছর ২৩শে জানুয়ারি – পরাক্রম দিবস পালন করা হবে।
  • ১৯৪১ সালে নেতাজি তাঁর “Greate Escape” এর সময় হাওড়া-কালকা মেইল ট্রেন ব্যবহার করেছিলেন। সেই কারণে ২০২১ সালে হাওড়া-কালকা মেইল ট্রেন -এর নাম বদলে রাখা হবে “নেতাজি এক্সপ্রেস” ।

১. নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

উত্তর :
কটক, (অধুনা ওড়িশা), ব্রিটিশ ভারত

২. সুভাষ চন্দ্র বসুর পিতার নাম কি ?

উত্তর :
জানকীনাথ বসু

৩. সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি ?

উত্তর :
প্রভাবতী দেবী

দেখে নাও : নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনী – প্রতিবেদন – Netaji Subhas Chandra Bose


৪. নেতাজির কতজন ভাই-বোন ছিল ?

উত্তর :
১৪ জন ( ৮ জন ভাই, ৬ জন বোন, এদের মধ্যে একভাই খুব অল্পবয়সে মারা যান )

৫. সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান ?

উত্তর :
নবম

নেতাজি স্পেশাল কুইজ

৬. সুভাষচন্দ্র বসুর পিতার পেশা কি ছিল ?

উত্তর :
আইনজীবী

৭. কত খ্রিস্টাব্দে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন ?

উত্তর :
১৯১১ (কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন তিনি )

৮. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্রাডুয়েশন করেন ?

উত্তর :
কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে

৯. কোন বিভাগে সুভাষচন্দ্র বসু সাম্মানিকসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন

উত্তর :
দর্শন

১০. কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দর্শনে সাম্মানিকসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন ?

উত্তর :
১৯১৮

১১. নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন

উত্তর :
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

১২. কত খ্রিস্টাব্দে নেতাজিকে বন্দি করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয় ?

উত্তর :
১৯২৫

১৩. মান্দালয়ে বন্দী অবস্থায় নেতাজি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন ?

উত্তর :
যক্ষা

১৪. নেতাজির পত্নীর নাম কি ছিল ?

উত্তর :
এমিলি শেঙ্কল

সুভাষচন্দ্র বসু কুইজ

১৫. নেতাজি কত খ্রিস্টাব্দে কোথায় বিবাহ করেন ?

উত্তর :
১৯৩৭ খ্রিষ্টাব্দে, ব্যাড গ্যাস্টিনে বিয়ে করেন

১৬. নেতাজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?

উত্তর :
২ বার

১৭. কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি প্রথম বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন ?

উত্তর :
১৯৩৮ , হরিপুরা

১৮. কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি দ্বিতীয় বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন ?

উত্তর :
১৯৩৯, ত্রিপুরি অধিবেশন

১৯. ১৯৩৯ খ্রিস্টাব্দে নেতাজি গান্ধীজি মনোনীত কোন পার্থীকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?

উত্তর :
পট্টভি সিতারামায়া

২০. পট্টভি সীতারামাইয়াকে নেতাজি হারিয়ে দেবার পর গান্ধীজি কি বলেছিলেন ?

উত্তর :
নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধি বলেন “পট্টভির হার আমার হার”।

২১. গান্ধীজির বিরোধিতায় নেতাজি জাতীয় কংগ্রেস ছাড়তে বাধ্য হয়ে ১৯৩৯ খ্রিস্টাব্দে কোন দল গঠন করেন ?

উত্তর :
সারা ভারত ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc )

Netaji Quiz

২২. আফগানিস্তানে পালানোর সময় নেতাজি আফগানিস্তানের পশতু ভাষা না জানায় কাকে সঙ্গী হিসেবে নেন ও নিজে বোবা কালা সেজে যান ?

উত্তর :
মিয়া আকবর শাহ

২৩. নেতাজি কোন ছদ্মনামে মস্কো গমন করেন ?

উত্তর :
কাউন্ট অরল্যান্ডো মাজ্জোট্টা

২৪. কত খ্রিষ্টাব্দে রাসবিহারী বসু “ভারতীয় জাতীয় সেনাবাহিনী (ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি)”- এর দায়িত্ব সুভাষ চন্দ্র বসুকে হস্তান্তর করেণ ?

উত্তর :
১৯৪৩ খ্রিষ্টাব্দে

২৫. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নারীবাহিনীর নাম কি ছিল ?

উত্তর :
রানি লক্ষ্মীবাঈ কমব্যাট

২৬. সুভাষচন্দ্র বসু কর্তৃক নির্মিত প্রাদেশিক সরকারের নাম কি ছিল ?

উত্তর :
“মুক্ত ভারতের প্রাদেশিক সরকার” (আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ)

২৭. সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী দুটির নাম কি ছিল ?

উত্তর :
‘Indian Pilgrim’ এবং ‘India’s Struggle for Freedom’

২৮. নেতাজির কন্যা সন্তানের নাম কি ?

উত্তর :
অনিতা বসু পাফ

নেতাজি সুভাষ চন্দ্র বসু কুইজ

২৯. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” – কার একটি বিখ্যাত উক্তি ?

উত্তর :
নেতাজি

৩০. নেতাজি কোথায় বলেছিলেন – “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” ?

উত্তর :
৪ জুলাই ১৯৪৪ খ্রিষ্টাব্দে বার্মাতে এক র‌্যালিতে তিনি এই উক্তি করেন

৩১. ‘ভারতের জয়’ (‘জয় হিন্দ’) – প্রথম বলেছিলেন

উত্তর :
নেতাজি

৩২. কে সুভাষচন্দ্রকে ‘দেশনায়ক’ আখ্যা দিয়েছিলেন ?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নৃত্যনাট্যটি নেতাজিকে উৎসর্গ করেছিলেন ?

উত্তর :
তাসের দেশ

৩৪. কোন বিমানবন্দরের নাম নেতাজির নামের ওপর রাখা হয়েছে ?

উত্তর :
নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়

GK Questions and Answers on Subhash Chandra Bose

৩৫. ‘নেতাজি ভবন’মেট্রো স্টেশনের পূর্বনাম কি ছিল ?

উত্তর :
ভবানীপুর

৩৬. নেতাজি তাঁর “Great Escape” -এর সময় তার যে প্রিয় গাড়িটি ব্যবহার করেন সেটি নাম্বার ছিল

উত্তর :
BLA 7169

৩৭. বেসরকারি মতে নেতাজির সমাধি কোথায় রয়েছে ?

উত্তর :
রেনকোজি মন্দির (জাপানের টোকিও শহরের একটি বৌদ্ধ মন্দির )। মনে করা হয় যে, ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৮ই সেপ্টেম্বর থেকে এই মন্দিরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর অস্থিভস্ম রক্ষিত আছে।

৩৮. কোন কমিশনের বয়ান অনুযায়ী, ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৮ই আগস্ট তাইহোকু সেনা হাসপাতালে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তাঁর অস্থিভস্ম তাইপেই শহরে একটি বাক্সে রাখা হয় ?

উত্তর :
জি. ডি. খোসলা কমিশন

Subhash Chandra Bose Quiz

৩৯. ১৯৯৯ খ্রিস্টাব্দে আদালতের আদেশ মোতাবেক কোন কমিটিকে নেতাজির মৃত্যুর সত্যতা প্রমাণ করার জন্যে নিয়োগ করা হয় ?

উত্তর :
মুখার্জি কমিশন (মুখার্জি কমিশন তার রিপোর্ট পেশ করে ২০০৫ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর )

৪০. মাউন্টব্যাটেন কোন গোয়েন্দাকে সুভাষচন্দ্রের মৃত্যুর তদন্তভার অর্পণ করেন ?

উত্তর :
স্যার জন ফিগেস

৪১. কোন ব্রিটিশ অধ্যাপককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন সুভাষ?

উত্তর :
ই এফ ওটেন

৪২. কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি?

উত্তর :
১৯২১

৪২. কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি?

উত্তর :
১৯২১

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ৯২ – জওহরলাল নেহেরু স্পেশাল

বাংলা কুইজ – সেট ৯১ – সর্দার বল্লভভাই প্যাটেল স্পেশাল 

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

বাংলা কুইজ -সেট -১৩৪ – রামকৃষ্ণদেব স্পেশাল

বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button