সাম্প্রতিকী – জানুয়ারি ৬, ৭ – ২০২০
Daily Current Affairs – 6th, 7th January 2020
১. কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব ২০২০ পুরষ্কারে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ?
(A) Once Upon A Time in Hollywood
(B) Joker
(C) Chernobyl
(D) 1917
- সেরা ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড (ড্রামা) পেয়েছে ‘1917’ চলচিত্রটি ।
- সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জোয়াকুইন ফিনিক্স।
- সেরা অভিনেত্রী – রেনি জেলওয়েজার
প্রথম গোল্ডেন গ্লোব পুরষ্কার ১৯৪৪ সালে দেওয়া হয়েছিল ।
২. পদ্ম বিভূষণ পুরস্কারপ্রাপ্ত টি. এন. চতুর্বেদী ৯০ বছর বয়সে সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন?
(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) কেরালা
কর্ণাটকের প্রাক্তন গভর্নর টি. এন. চতুর্বেদী ৯০ বছর বয়সে ২০২০ সালের ৬ই জানুয়ারী প্রয়াত হয়েছেন । তিনি ১৯৮৪-১৯৯৯ সাল পর্যন্ত ভারতের CAG হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯১ সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন।
৩. এক ওভারে ৬টি ছয় মারা বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হয়েছেন
(A) লিও কার্টার
(B) জন মরিসন
(C) বেরি হেডলি
(D) জেফ হাওয়ার্থ
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার সম্প্রতি একটি ওভারে ৬টি ছক্কা মারেন। এর আগে গ্যারি সোবারস, রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, রস ভিটালি এবং হযরতউল্লাহ জাজাই এই রেকর্ডটি তৈরি করেছেন।
৪. বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এবছর মহিলা বিজ্ঞান কংগ্রেসের প্রধান অতিথি কে যিনি ভারতের মিসাইল মহিলা ( Missile Woman of India ) নামে পরিচিত ?
(A) ড: টেসি থমাস
(B) রিতু কারিধল
(C) মুথিয়াহ ভানিথা
(D) অনুরাধা টি কে
টেসি থমাস হলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি ভারতে ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠনে অগ্নি-৪ ও অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র প্রকল্পে অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ খ্রিষ্টাব্দে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারতকে আত্ম-নির্ভরশীল করার ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
৫. নানকানা সাহেব গুরুদ্বারা কোন দেশে অবস্থিত ?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) নেপাল
(D) ভুটান
নানকানা সাহেব গুরুদ্বারা হ’ল পাকিস্তানের লাহোরের নিকটবর্তী নানকানা সাহেব শহরে অবস্থিত একটি বিখ্যাত গুরুদ্বার।বিশ্বাস করা হয় যে এখানে প্রথম শিখ গুরু জন্মগ্রহণ করেছিলেন এবং প্রথম ধর্ম প্রচার করেছিলেন বলে বিশ্বাস করা হয়েছিল। এর জন্য এটিকে জনম আস্থান গুরুদ্বারা ও বলা হয়।
সম্প্রতি এই গুরুদ্বারাটিতে কিছু সাম্প্রদায়িক জনতা আক্রমণ ও ভাঙচুর করে ।
৬. কোন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা নেওয়ার কথা ঘোষণা করলেন ?
(A) ইরফান পাঠান
(B) ইউসুফ পাঠান
(C) ভুবনেশ কুমার
(D) আর অশ্বিন
৭. মিষ্টি জলের কচ্ছপের জন্য দেশের প্রথম পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে হতে চলেছে ?
(A) মধ্য প্রদেশ
(B) বিহার
(C) ছত্তিসগড়
(D) ওড়িশা
৮. দরিদ্রদের নিখরচায় চিকিৎসা প্রদানের জন্য আরোগ্যশ্রী স্কিম সম্প্রতি কোন রাজ্য চালু করলো ?
(A) তেলেঙ্গানা
(B) অন্ধ্র প্রদেশ
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ
৯. মার্কিন বিমান হামলায় নিহত কাসিম সোলেইমানি কোন দেশের মিলিটারি কমান্ডার ছিলেন ?
(A) ইরাক
(B) ইরান
(C) ইস্রায়েল
(D) সিরিয়া
১০. প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীবের জন্য ক্ষতিকারক সান ক্রিম নিষিদ্ধকারী প্রথম দেশ কোনটি ?
(A) পালাও
(B) ফিলিপিন্স
(C) তাইওয়ান
(D) পাপুয়া নিউ গিনি
পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপ দেশ পালাউ সান ক্রিমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যেগুলিতে প্রবাল প্রাচীর এবং অন্যান্য জলজ প্রজাতির উপর প্রভাব ফেলে এমন রাসায়নিক রয়েছে।
আরো দেখুন :
সাম্প্রতিকী – জানুয়ারি ৪, ৫ – ২০২০
সাম্প্রতিকী – জানুয়ারি ১, ২, ৩ – ২০২০
সাম্প্রতিকী – ডিসেম্বর ২৯, ৩০, ৩১– ২০১৯
To check our latest Posts - Click Here