সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫২
General Awareness MCQ – Set 152
৩০১১. কোনো একটি পণ্যের ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে যাবে যদি পণ্যটির
(A) চাহিদা বেড়ে কিন্তু সরবরাহ কমে যায়
(B) চাহিদা ও সরবরাহ দুটিই বেড়ে যায়
(C) চাহিদা ও সরবরাহ দুটিই কমে যায়
(D) চাহিদা কমে যায় কিন্তু সরবরাহ বেড়ে যায়
৩০১২. মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা। এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
(A) আসাম
(B) ত্রিপুরা
(C) অরুণাচল প্রদেশ
(D) মেঘালয়
মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদীতে আসামে অবস্থিত। ২০১৬ সালে জেলা হিসাবে ঘোষিত, এটি ভারতের প্রথম দ্বীপ জেলা।
৩০১৩. ফ্লাই অ্যাশ (Fly ash ) একটি পরিবেশ দূষক যেটি উৎপাদিত হয়
(A) সার শিল্পে
(B) সিমেন্ট শিল্প
(C) তাপবিদ্যুৎ কেন্দ্রে
(D) আটা কলকারখানা
৩০১৪. ইন্দেরকিলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) ছত্তিশগড়
(D) ঝাড়খণ্ড
৩০১৫. পেপসিন এনজাইম ______ পরিপাকে সাহায্য করে ।
(A) প্রোটিন
(B) স্টার্চ
(C) কার্বোহাইড্রেট
(D) ফ্যাট
পেপসিন হ’ল গ্যাস্ট্রিক রস যা প্রোটিন পরিপাকে সাহায্য করে । পেপসিন আবিষ্কার করেছিলেন থিওডর শোয়ান।
৩০১৬. অরণ্য গবেষণাকেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
(A) গুয়াহাটি
(B) নাগপুর
(C) দেরাদুন
(D) মুম্বাই
৩০১৭. লোকেরা যখন পণ্য ও পরিষেবাদি তৈরিতে নিযুক্ত থাকে তখন বলা হয় তারা _______ এ নিযুক্ত আছেন ।
(A) শ্রম (Labour )
(B) অর্থনৈতিক ক্রিয়াকলাপ (Economic activities )
(C) কাজ (Work )
(D) উৎপাদন (Manufacturing )
৩০১৮. ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের কোন জায়গায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়নি ?
(A) সাতারা
(B) বাল্লিয়া
(C) তমলুক
(D) ধুলে
Parallel government | Duration | Leader/Organisation |
Ballia | In August 1942 for a week Up | Chittu Pandey |
Tamluk | December 1942 to September 1944 Bengal | Bidyut Bahinis |
Satara | Mid-1943 to 1945 Maharashtra | Y.B Chavan and Nana Patil |
Talcher | Orissa | Lakshman Nayak |
৩০১৯. ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড় ________ থেকে উদ্ভূত হয়।
(A) বঙ্গোপসাগর
(B) আরব সাগর
(C) দক্ষিণ ভারতীয় সাগর
(D) ভারত মহাসাগর
ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি বঙ্গোপসাগর থেকে উদ্ভূত এবং বাকিগুলি আরব সাগর থেকে উদ্ভূত হয় ।
৩০২০. নিম্নলিখিত কোন ক্ষেত্রে পণ্ডিত যশরাজ তার খ্যাতি প্রতিষ্ঠা করেছেন?
(A) সাহিত্য রচনা
(B) বান্দ্যযন্ত্র
(C) শাস্ত্রীয় সংগীত
(D) ক্লাসিকাল নৃত্য
সংগীত শিল্পী পণ্ডিত যশরাজ পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, লতা মঙ্গেশকর পুরস্কার, সংগীত নাটক আকাদেমি পুরস্কার সহ একাধিক পুরষ্কার জিতেছেন ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৯
To check our latest Posts - Click Here