সাম্প্রতিকী – ডিসেম্বর মাস – ২০১৯

৪১. ২০১৯ সালের দক্ষিণ এশিয়া গেমস প্রতিযোগিতায় কোন দেশ শীর্ষে রয়েছে ?
(A) ভারত
(B) নেপাল
(C) শ্রীলংকা
(D) পাকিস্তান
১৩ তম দক্ষিণ এশীয় গেমসে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপ সহ সাতটি দেশ অংশগ্রহণ করেছে । এটি আয়োজন করেছে নেপাল । ভারত ২৫২ টি মেডেলস এই গেমসে শীর্ষে রয়েছে ।
৪২. রেস্তোঁরাগুলিতে অবিবাহিত পুরুষ ও মহিলার একসাথে খাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সম্প্রতি কোন দেশ ?
(A) সৌদি আরব
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) জর্ডন
(D) কাতার
৪৩. আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ডিসেম্বর ২
(B) ডিসেম্বর ৫
(C) ডিসেম্বর ৮
(D) ডিসেম্বর ৯
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
৪৪. ২০১৯ সালে ভারত ও চীনের মধ্যে যৌথ সামরিক মহড়া হ্যান্ড-ইন-হ্যান্ড ভারতের কোন শহর আয়োজন করতে চলেছে ?
(A) তেলেঙ্গানা
(B) রাজস্থান
(C) মেঘালয়
(D) গুজরাট
৪৫. সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে কোন দেশে সবথেকে বেশি রোগী সার্ভিকাল ক্যান্সারে মারা গিয়েছে ?
(A) চীন
(B) ব্রাজিল
(C) ভারত
(D) মেক্সিকো
৪৬. সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ভারতের সেরা থানা কোনটি ?
(A) আজক বুরহানপুর থানা
(B) বালাসিনোর থানা
(C) অ্যাবারডিন থানা
(D) বাকানী থানা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাবারডিন থানাকে সেরা থানা হিসেবে বিবেচিত করা হয়েছে ।
৪৭. নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ এর বিধানগুলি কোন রাজ্যের উপজাতি অঞ্চলে প্রযোজ্য নয় ?
(A) নাগাল্যান্ড
(B) ঝাড়খণ্ড
(C) মেঘালয়
(D) ছত্তিশগড়
৪৮. জাতীয় স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হয়েছে ?
(A) বিপিন আনন্দ
(B) অশোক চাওলা
(C) টি সি সুসিল কুমার
(D) গিরিশচন্দ্র চতুর্বেদী
৪৯. ভারতের প্রথম পশু কিষান ক্রেডিট কার্ড সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে ?
(A) ওড়িশা
(B) রাজস্থান
(C) হরিয়ানা
(D) বিহার
৫০. মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী কে ?
(A) পল বেরেঞ্জার
(B) জাভিয়ের ‑ লুচ ডুভাল
(C) প্রভিন্দ যুগনাথ
(D) নবীন রামগোলাম
৫১. পুরুষদের ওয়ানডে আন্তর্জাতিক তত্ত্বাবধানে প্রথম মহিলা ম্যাচ রেফারি হলেন
(A) ঝুলন গোস্বামী
(B) হারমনপ্রীত কৌর
(C) জি. এস. লক্ষ্মী
(D) রাধা কুমারী
৫২. সম্প্রতি শ্রী রামকৃষ্ণ পরমহংস গবেষণা অনুদান জিতল?
(A) গাইতি হাসান
(B) বিজয়লক্ষ্মী রবীন্দ্রনাথ
(C) শুভা তোলে
(D) বিদিতা বৈদ্য
৫৩. ভারতের কোন রাজ্য প্রথম একটি বিল পাস্ করেছে যেটি অনুসারে ২১ দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হবে ?
(A) মধ্য প্রদেশ
(B) অন্ধ্র প্রদেশ
(C) দিল্লি
(D) উত্তরপ্রদেশ
৫৪. সম্প্রতি ফোর্বস প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় নির্মলা সীতারমন কোন অবস্থানে রয়েছে ?
(A) ২৬
(B) ৩৪
(C) ২৯
(D) ৪৪
জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মের্কেল ১ নম্বর স্থানে রয়েছেন ।
৫৫. ২০১৯ সালের INDRA সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্পন্ন হলো ?
(A) জাপান
(B) রাশিয়া
(C) আমেরিকা
(D) ফ্রান্স
৫৬. কোন রাজ্য/কেন্দ্র সরকার সমস্ত বিদ্যালয়ে পুরুষ ছাত্রদের মেয়েদের সাথে ভাল আচরণের শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) দিল্লি
(D) তেলঙ্গানা
৫৭. ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতা নিযুক্ত হয়েছেন?
(A) সুনীল শেঠি
(B) সালমান খান
(C) অক্ষয় কুমার
(D) অজয় দেবগন
৫৮. ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে ?
(A) ১৩০
(B) ২৫৯
(C) ৩১২
(D) ৩৫১
৫৯. আন্তর্জাতিক পর্বত দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ডিসেম্বর ১০
(B) ডিসেম্বর ১১
(C) ডিসেম্বর ৮
(D) ডিসেম্বর ৯
৬০. কার টুইটটি ২০১৯ সালের ‘Golden Tweet’ সম্মান জিতেছে ?
(A) বিরাট কোহলি
(B) এমএস ধোনি
(C) নরেন্দ্র মোদী
(D) কে সিভান
To check our latest Posts - Click Here