Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ডিসেম্বর মাস – ২০১৯

Current Affairs MCQ for the Month of December 2019

১. টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭০০০ রান করলেন কোন ক্রিকেটার ?

(A) বিরাট কোহলি
(B) স্টিভ স্মিথ
(C) রোহিত শর্মা
(D) আরন ফিঞ্চ

উত্তর :
(B) স্টিভ স্মিথ

২. কে ৫৫তম জ্ঞানপীঠ পুরষ্কার জিতেছেন?

(A) আক্কিথাম
(B) প্রেম দাস
(C) রচনা মণ্ডল
(D) অনিতা দেশাই

উত্তর :
(A) আক্কিথাম

জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছিপরিষদ “ভারতীয় জ্ঞানপীঠ” এই পুরস্কারটি প্রদান করে থাকে।

১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।

২০১৭ সালে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন হিন্দি সাহিত্যের কৃষ্ণা সোবতি (Krishna Sobti)। ২০১৯ সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালয়ালাম সাহিত্যের আক্কিথাম অছুতাম নাম্বুথিরি।


৩. বিশ্ব এইডস দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) ডিসেম্বর ১
(B) ডিসেম্বর ২
(C) ডিসেম্বর ৩
(D) ডিসেম্বর ৪

উত্তর :
(A) ডিসেম্বর ১

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় এইডস দিবস। এই দিনটি সারা বিশ্বের মানুষের কাছে সুযোগ আসে একযোগে এইডসের বিরুদ্ধে লড়ায়ের শপথ নেওয়ার। পাশাপাশি এইডস আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার এবং এই রোগে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করা হয়। ১৯৮৮ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে।


৪. চীন কোন দেশের ওপরে সম্প্রতি নৌপথে হংকং ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে ?

(A) রাশিয়া
(B) জাপান
(C) ফ্রান্স
(D) আমেরিকা

উত্তর :
(D) আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে একটি আইন পাস করার পরে চীন মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিমানের হংকংয়ের সফর স্থগিত করেছে। চীন আমেরিকার বেশ কয়েকটি মানবাধিকার গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও প্রকাশ করেছিল।


৫. ৩ ডিসেম্বর,২০১৯ সালের ঠিক ৩৫ বছর আগে এই দিনটিতে কোন কুখ্যাত ট্রাজিক ঘটনাটি ঘটেছিলো ?

(A) ভোপাল গ্যাস দুর্ঘটনা
(B) বোম্বাই বোমা হামলা
(C) দিল্লি বোমা হামলা
(D) অমরনাথ যাত্রা ট্র্যাজেডি

উত্তর :
(A) ভোপাল গ্যাস দুর্ঘটনা

১৯৮৪ সালের ভোপালের বিপর্যয়-কে অনেকেই ইতিহাসের সর্বনিকৃষ্ট শিল্প বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় রাজ্য মধ্য প্রদেশে অবস্থিত ভোপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড-এর (বর্তমানে এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত) একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত ৪০ টন মিথাইল আইসোসায়ানেট (MIC) পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটে।

১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর ভোরে একটি ট্যাংকে রক্ষিত MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে।


৬. বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ চন্দ্র পৃষ্ঠে কে প্রথম পর্যবেক্ষণ করেছন ?

(A) শানমুগা সুব্রহ্মণিয়ান্
(B) শান্তি কৃষ্ণমাচারী
(C) রবীন্দ্রন সুন্দরম
(D) শ্রেষ্ঠ চতুর্বেদী

উত্তর :
(A) শানমুগা সুব্রহ্মণিয়ান্

চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার  শানমুগা সুব্রহ্মণিয়ান্ প্রথম চন্দ্র পৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষের দেখতে পেয়েছিলেন এবং তিনি নাসাকে এ সম্পর্কে অবগত করেছিলেন। পরে নাসা একটি টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। চন্দ্রায়ন -২ মিশনের বিক্রম ল্যান্ডার,  ল্যান্ডিং সাইট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভেঙে পড়েছিল ।


৭. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০১৯ সালের ব্যালন ডি’অর (Ballon d’Or ) পুরষ্কারে ভূষিত হয়েছেন?

(A) লিওনেল মেসি
(B) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(C) লুইস সুয়ারেজ
(D) লুকা মদ্রিক

উত্তর :
(A) লিওনেল মেসি

লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচ্চিত্তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগা তে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা ফুটবলার এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গন্য করে থাকেন।


৮. সম্প্রতি শক্তি ভট্ট পুরস্কার জয়ী বই  “Early Indians: The story of our ancestors and where we come from” -এর লেখক হলেন 

(A) রবি বর্মন
(B) অচ্যুত নন্দন
(C) রমেশ দত্ত
(D) টনি জোসেফ

উত্তর :
(D) টনি জোসেফ

ইংরেজি লেখক টনি জোসেফ ১২তম  ‘Shakti Bhatt First Book Prize’ পেলেন তার ২০১৮ সালে প্রকাশিত বই “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” -এর জন্য ।


৯. DRDO কর্তৃক কোন ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সম্প্রতি ব্যর্থ হয়েছে?

(A) অগ্নি-III
(B) স্পাইক
(C) অগ্নি IV
(D) অস্ত্র IV

উত্তর :
(A) অগ্নি-III

১০. ভারতের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্প্রতি কোন শহরে আয়োজিত হলো ?

(A) মুম্বাই
(B) গোয়া
(C) নয়াদিল্লি
(D) চেন্নাই

উত্তর :
(B) গোয়া

১১. গ্লোবাল ক্লাইমেট রিস্ক রাঙ্কিং -এ ভারতের স্থান কততম ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)




১২. অ্যালফাবেট কর্পোরেশন -এর নতুন CEO হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) ল্যারি পেজ
(B) সুন্দর পিচাই
(C) বিল গেটস
(D) মার্ক জুকেরবার্গ

উত্তর :
(B) সুন্দর পিচাই

গুগল এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট -এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন সুন্দর পিচাই


১৩. ভারতীয় নৌবাহিনী  দিবস ( Indian Navy Day ) – প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ডিসেম্বর ৩
(B) ডিসেম্বর ৮
(C) ডিসেম্বর ৫
(D) ডিসেম্বর ৪

উত্তর :
(D) ডিসেম্বর ৪

প্রতি বছর ৪ঠা ডিসেম্বর ভারতে নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয়।


১৪. FSSAI দ্বারা সম্প্রতি কোন রেল স্টেশন দেশের প্রথম ‘ইট রাইট স্টেশন’ হিসাবে সার্টিফাই করা হয়েছে ?

(A) রাঁচি
(B) গোয়ালিয়র
(C) মুম্বাই সেন্ট্রাল
(D) পাটনা

উত্তর :
(C) মুম্বাই সেন্ট্রাল

মুম্বাই সেন্ট্রাল স্টেশনে স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যবিধি, পানীয় জলের ব্যবস্থা, খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির কারণে এটিকে ‘ইট রাইট স্টেশন’ হিসাবে ঘোষণা করা হয়েছে।


১৫. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস  প্রতিবছর কোনদিনটিতে পালন করা হয় ?

(A) ডিসেম্বর ২
(B) ডিসেম্বর ৩
(C) ডিসেম্বর ৪
(D) ডিসেম্বর ৫

উত্তর :
(D) ডিসেম্বর ৫

২০১৯ সালের থিম ছিল – “Volunteer for an inclusive future”

জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের জন্য সরকার সমূহকে আহবান জানানো হয় । জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণ সচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য।


১৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতে নির্মিত কোন কোস্টগার্ড জাহাজটিকে মালদ্বীপে উপহার হিসেবে দিয়েছেন?

(A) করঞ্জ
(B) কাময়াব
(C) রক্ষক
(D) দীপন

উত্তর :
(B) কাময়াব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপকে সম্প্রতি ‘কাময়াব (Kaamyaab )‘নামক একটি উপকূলরক্ষী জাহাজ উপহার দিয়েছেন ।


১৭. রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোন রাজ্য সম্প্রতি ‘হর্নবিল উৎসব’ আয়োজন করেছে ?

(A) আসাম
(B) নাগাল্যান্ড
(C) মণিপুর
(D) সিকিম

উত্তর :
(B) নাগাল্যান্ড

নাগাল্যান্ডে ২০তম হর্নবিল উৎসবের আয়োজন করা হচ্ছে। হর্নবিল পাখির নামে এই উৎসবটির নামকরণ করা হয় এবং ২০০০ সাল থেকে এই উৎসবটি আয়োজিত হচ্ছে ।


১৮. বিশ্ব মৃত্তিকা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ?

(A) ডিসেম্বর ১
(B) ডিসেম্বর ২
(C) ডিসেম্বর ৪
(D) ডিসেম্বর ৫

উত্তর :
(D) ডিসেম্বর ৫

২০১৯ সালের প্রতিপাদ্য বিষয় হলো-Stop Soil Erosion, Save Our Soil. অর্থাৎ ‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’।

উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে এবং মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মদিনকে সম্মান জানাতেই এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। কারণ, তিনি সরকারিভাবে এরকম একটি দিবস পালনের অনুমতি প্রদান করেন এবং তিনি নিজেও মৃত্তিকা বিজ্ঞানের প্রচার ও মৃত্তিকাসম্পদ সংরক্ষণের বিষয়ে উৎসাহ প্রদান করে থাকেন।


১৯. কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি আরও কত বছর লোকসভা ও রাজ্য আইনসভায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য সংরক্ষণের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ?

(A)
(B) ১০
(C) ১২
(D) ১৫

উত্তর :
(B) ১০

লোকসভা এবং বিধানসভায় এই বিভাগগুলির জন্য সংরক্ষণের সময়সীমা ২০২০ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। এই বিলের অনুমোদনের পরে লোকসভা ও বিধানসভাগুলিতে সংরক্ষণের সময়কাল ২৫ জানুয়ারী ২০৩০ পর্যন্ত বাড়ানো হবে।


২০. সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক সাংসদের নাম কী ?

(A) কমলা হ্যারিস
(B) অনু মরিস
(C) সুজাতা ড্যানিয়েল
(D) আলকা স্যামসন

উত্তর :
(A) কমলা হ্যারিস

To check our latest Posts - Click Here

1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button