সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৩
General Awareness MCQ – Set 143
২৮৫১. পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
(A) মাদ্রাজ
(B) মাদুরাই
(C) কাঞ্চীপুরম
(D) তাঞ্জোর
২৮৫২. একটি পতঙ্গভুক উদ্ভিদ হলো
(A) অস্কারলিনা অ্যাকাসিয়া (Auscralina Acacia )
(B) স্মিলাক্স (Smilax )
(C) নেপেনথিস (Nepenthes )
(D) নেরিয়াম (Nerium )
২৮৫৩. টিস্যু অধ্যয়নকে ________ বলা হয়।
(A) Cytology
(B) Histology
(C) Virology
(D) Oology
- Virology: এটি বিজ্ঞানের শাখা যা ভাইরাসগুলির অধ্যয়নের বিষয়ে আলোচনা করে।
- Oology : এটি পাখির ডিম এবং বাসার অধ্যয়ন।
- Cytology : এটি উদ্ভিদ এবং প্রাণীর কোষের গঠন এবং কার্যকারিতা সম্পর্কিত জীববিজ্ঞানের অধ্যয়ণ ।
২৮৫৪. নিচের কোনটির একক ও শক্তির একক এক ?
(A) বল
(B) কার্য
(C) ক্ষমতা
(D) ঘনত্ব
শক্তি এবং কার্য দুটিরই SI একক জুল ।
২৮৫৫. মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?
(A) ৪
(B) ৩
(C) ৫
(D) ২
মানুষের হৃদপিন্ডে চারটি প্রকোষ্ঠ রয়েছে – দুটি অলিন্দ এবং দুটি নিলয় ।
২৮৫৬. নিচের কোনটি স্থিতি শক্তির উদাহরণ নয় ?
(A) এক বালতি জল
(B) প্রসারিত রাবার ব্যান্ড
(C) বায়ুভর্তি বেলুন
(D) চলন্ত গাড়ি
২৮৫৭. রাতকানা রোগের কারণ হলো
(A) কম জল পান
(B) পাইনাল গ্রন্থির অতিরিক্ত ক্ষরণ
(C) ভিটামিন A এর অভাব
(D) এক্স ক্রোমোজোম দ্বারা উত্তরাধিকার
২৮৫৮. ঘুমুরা (Ghumura )________ এর একটি লোক নৃত্য।
(A) ওড়িশা
(B) রাজস্থান
(C) জম্মু ও কাশ্মীর
(D) মহারাষ্ট্র
ঘুমুরা (Ghumura ) হলো ওড়িশার একটি লোকনৃত্য । এটি ওড়িশার কালাহান্ডি জেলার একটি বিখ্যাত লোকনৃত্য ।
অন্যদিকে ঘুমোর (Ghoomar ) হলো রাজস্থানের একটি লোকনৃত্য ।
২৮৫৯. INS বিক্রমাদিত্য হলো একটি
(A) বিমান বাহক জলজাহাজ
(B) ধ্বংসকারী জলজাহাজ
(C) পারমাণবিক সাবমেরিন
(D) দেশীয় পদ্ধতিতে তৈরী একধরণের হালকা হেলিকপ্টার
২৮৬০. ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন কে ?
(A) উইলিয়াম হার্শেল
(B) কার্ল রিটার
(C) আর্নাল্ডো ফাউস্টিনি
(D) স্ট্রাবো
১৭৮১ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেছিলেন । ইউরেনাস হ’ল সূর্য থেকে সপ্তম গ্রহ এবং সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪০
To check our latest Posts - Click Here