সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৭
General Awareness MCQ – Set 137
২৭৯১. বৈদ্যুতিক বাল্বে টংস্টেন তারের সাথে আর্গন গ্যাস ব্যবহার করা হয় কেন ?
(A) বাল্বের জীবন বাড়াতে
(B) বিদ্যুতের খরচ কমাতে
(C) হালকা রঙিন করতে
(D) বাল্বের ব্যয় কমাতে
২৭৯২. রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ কে প্রবর্তন করেছিলেন ?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) বলবন
(D) বাহরাম খান
ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ এবং তাম্র মুদ্রা ‘জিতল’ প্রবর্তন করেছিলেন
২৭৯৩. তুলাতন্তুর ধুলো শ্বাসের সাথে দেহে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে ?
(A) নিউমোকোনিওসিস
(B) সিলিকোসিস
(C) বিসিনোসিস
(D) হোয়াইট লাং রোগ
বিসিনোসিস (Byssinosis ) হলো একটি পেশাগত ফুসফুসের রোগ যা শ্বাসের সাথে দীর্ঘদিন তুলাতন্তুর ধুলো দেহে প্রবেশ হয়ে থাকে । এটি “বাদামী ফুসফুস রোগ (brown lung disease )” বা “সোমবার জ্বর (Monday fever )” নামেও পরিচিত ।
টেক্সটাইল শ্রমিকদের মধ্যে সাদা ফুসফুসের (White lung ) রোগটি পাওয়া যায়।
নিউমোকোনিওসিস কয়লার ধূলিকণা শ্বাস প্রশ্বাসের সাথে দেহে প্রবেশ করলে হয়ে থাকে ।
২৭৯৪. ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধকে দইতে রূপান্তরিত করে এবং পুষ্টির মান বাড়িয়ে দেয় এতে _________ বাড়িয়ে ।
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
ভিটামিন B12 বাড়িয়ে দেয়
২৭৯৫. তাসমান সাগর নিম্নলিখিত কোনদুটি দেশের মধ্যে অবস্থিত ?
(A) কানাডা এবং গ্রিনল্যান্ড
(B) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
(C) ইরান ও সৌদি আরব
(D) সৌদি আরব ও সুদান
২৭৯৬. “The World Outside My Window” – বইটি লিখেছেন
(A) এমিলি ব্রন্টে
(B) রাসকিন বন্ড
(C) হেনরি ফিল্ডলিং
(D) জান অস্টেন
২৭৯৭. “A Brief History of Seven Killings” – বইটির লেখক হলেন
(A) রিচার্ড ফ্লানাগান
(B) জুলিয়ান বার্নস
(C) হাওয়ার্ড জ্যাকবসন
(D) মারলন জেমস
২৭৯৮. বীর মতিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) পাঞ্জাব
(D) উত্তরাখন্ড
২৭৯৯. GDP – কথাটির পূর্ণ অর্থ হলো
(A) Gross Daily Product
(B) Gross Domestic Product
(C) Great Domestic Product
(D) Great Daily Product
২৮০০. নীচের কোন হ্রদ থেকে নীল নীলনদ (Blue Nile River ) – এর উৎপত্তি ?
(A) ভিক্টোরিয়া হ্রদ
(B) টানা লেক
(C) এডওয়ার্ড লেক
(D) অ্যালবার্ট লেক
নীল নীলনদ (Blue Nile River ) টি ইথিওপিয়ার টানা লেক থেকে উদ্ভূত হয়েছে ।
নীলনদের দুটি প্রধান উপনদী রয়েছে – সাদা নীল (White Nile River ) এবং নীল নীল (Blue Nile River )।
সাদা নীলনদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উদ্ভূত।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৬
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৫
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৪
To check our latest Posts - Click Here