Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৫

General Awareness MCQ – Set 135

২৭৭১. নিকোলো কোন্টি ________ এর রাজত্বকালে বিজয় নগরে এসেছিলেন । 

(A) রামচন্দ্র রায়
(B) দেব রায় I
(C) দেব রায় II
(D) বুক্কা রায়

উত্তর :
(B) দেব রায় I 

২৭৭২. লোকতাক জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 

(A) হরিয়ানা
(B) হিমাচল প্রদেশ
(C) সিকিম
(D) মণিপুর

উত্তর :
(D) মণিপুর

মনিপুরের চূড়াচাঁদপুরে অবস্থিত ।


২৭৭৩. নীচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন ?

(A) কামবান, বানভট্ট, অশ্বঘোষ
(B) নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র
(C) অশ্বঘোষ, কালিদাস, বাণভট্ট
(D) কালিদাস, কামবান, বসুমিত্র 

উত্তর :
(B) নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র 

২৭৭৪. বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস কোনদিনটিতে পালন করা হয় ?

(A) জানুয়ারী ২০
(B) জুলাই ৮
(C) নভেম্বর ১৮
(D) অক্টোবর ১৫

উত্তর :
(C) নভেম্বর ১৮

২৭৭৫. ইলোরার বিখ্যাত শিব মন্দিরটি কোন রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল ?

(A) রাষ্ট্রকূট
(B) চালুক্য
(C) চোল
(D) মৌর্য

উত্তর :
(A) রাষ্ট্রকূট

২৭৭৬. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি কখন পালন করা হয় ?

(A) জুলাই ২৮
(B) জুলাই ২৯
(C) জুলাই ৩০
(D) জুলাই ৩১

উত্তর :
(B) জুলাই ২৯ 

২৭৭৭. নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ওড়িশাতে অবস্থিত ?

(A) পেঞ্চ জাতীয় উদ্যান
(B) দম্পা টাইগার রিজার্ভ
(C) কানহা টাইগার রিজার্ভ
(D) সাতকোশিয়া টাইগার রিজার্ভ

উত্তর :
(D) সাতকোশিয়া টাইগার রিজার্ভ

সাতকোশিয়া টাইগার রিজার্ভ হল ওড়িশার আঙ্গুল জেলায় অবস্থিত একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ।

  • পেঞ্চ জাতীয় উদ্যান  – মধ্য প্রদেশ
  • দম্পা টাইগার রিজার্ভ – মিজোরাম
  • কানহা টাইগার রিজার্ভ – মধ্য প্রদেশ
  • সাতকোশিয়া টাইগার রিজার্ভ – ওড়িশা




২৭৭৮. বাহমনি শাসক তাজউদ্দীন ফিরুজ নীচের কোন বিজয়নগর শাসকের সাথে নিজকন্যার বিবাহ দিয়েছিলেন ? 

(A) দ্বিতীয় হরিহর
(B) প্রথম দেবরায়
(C) দ্বিতীয় দেবরায়
(D) কৃষ্ণদেবরায় 

উত্তর :
(B) প্রথম দেবরায় 

২৭৭৯. সাচার কমিটি (Sachar committee ) কিসের সাথে সম্পর্কিত ?

(A) প্রশাসনিক সংস্কার
(B) ভাষাভিত্তিক রাজ্য সৃষ্টি
(C) ভারতে মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার বিষয়ে অনুসন্ধান
(D) পশ্চিমঘাটের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ

উত্তর :
(C) ভারতে মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার বিষয়ে অনুসন্ধান

২৭৮০. রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে ?

(A) পরিবহন (Conduction )
(B) পরিচলন (Convection )
(C) বিকিরণ (Radiation )
(D) ব্যাপন (Diffusion )

উত্তর :
(B) পরিচলন (Convection )

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৪

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৩

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩২

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button