সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩২
General Awareness MCQ – Set 132
২৭৪১. ৪৯তম সমান্তরাল (49th Parallel ) কোন দুটি দেশের মধ্যে সীমানা রেখা ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা
(B) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
(C) জার্মানি এবং ফ্রান্স
(D) ব্রাজিল এবং চিলি
২৭৪২. জিব্রাল্টারের প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে ?
(A) মরক্কো এবং স্পেন
(B) আফগানিস্তান ও পাকিস্তান
(C) পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া
(D) মেক্সিকো এবং কিউবা
জিব্রাল্টারের প্রণালী মরক্কো এবং স্পেনকে পৃথক করে। এটি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে।
২৭৪৩. প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছোট ছোট অঞ্চলে বিভক্ত। এই অঞ্চলগুলিকে কী বলা হয় ?
(A) গ্রাম
(B) টাউন
(C) ওয়ার্ড
(D) ব্লক
২৭৪৪. আতশবাজিতে ক্রিমসন লাল রঙের জন্য কোন উপাদানটি দায়ী ?
(A) সোডিয়াম
(B) বেরিয়াম
(C) স্ট্রনসিয়াম
(D) ক্রোমিয়াম
আতশবাজিতে স্ট্রনসিয়াম – ক্রিমসন লাল, সোডিয়াম – হলুদ এবং বেরিয়াম সবুজ রং উৎপন্ন করতে সাহায্য করে ।
২৭৪৫. রসায়নাগারে কেমিক্যাল রাখতে জেনা গ্লাস (Xena Glass ) ব্যবহার করা হয় কারণ এতে থাকে
(A) সিলিকা
(B) পটাস
(C) CeO2
(D) জিংক এবং বেরিয়াম বোরোসিলিকেট
জিংক এবং বেরিয়াম বোরোসিলিকেট থাকায় এই কাঁচগুলি উচ্চমানের হয় ।
২৭৪৬. সোনার (SONAR ) ______ নীতির উপর ভিত্তি করে তৈরি ।
(A) শব্দের প্রতিফলন
(B) অনুরণন
(C) ভর
(D) বেগ
SONAR ( Sound Navigation And Ranging ) কাজ করে শব্দের প্রতিফলন (echo ) কে কাজে লাগিয়ে ।
২৭৪৭. ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাইহাইড্রেটের সাধারণ নাম
(A) এপসম লবন
(B) বোরাক্স
(C) জিপসাম
(D) লাইম
২৭৪৮. কার্বনের কোন অ্যালোট্রোপ লুব্রিক্যান্ট এবং পেন্সিলগুলিতে সীসা হিসাবে ব্যবহৃত হয় ?
(A) হীরা
(B) কয়লা
(C) কাঠকয়লা
(D) গ্রাফাইট
২৭৪৯. বিজেন্দর সিং কোন খেলার সাথে সম্পর্কিত ?
(A) কুস্তি
(B) বক্সিং
(C) ক্রিকেট
(D) দাবা
বিজেন্দর সিং বেনিওয়াল (বিজেন্দর সিং বা বিজেন্দর বেনিওয়াল নামেও পরিচিত) অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার
২৭৫০. একটি বাষ্প ইঞ্জিন বাষ্পের তাপ শক্তিকে ______-তে রূপান্তর করে ।
(A) বৈদ্যুতিক শক্তি
(B) রাসায়নিক শক্তি
(C) যান্ত্রিক শক্তি
(D) তাপ শক্তি
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯
To check our latest Posts - Click Here