Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৬

General Awareness MCQ – Set 126

২৬৮১. নিচের কোন নদীটি রাশিয়া ও চীনের মধ্যে প্রাকৃতিক সীমানা গঠন করে ?

(A) ভল্গা নদী
(B) মস্কভা নদী
(C) আমু নদী
(D) ইয়েলো নদী 

উত্তর :
(C) আমু নদী 

২৬৮২. কোন কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি ?

(A) লিগনাইট
(B) এন্থ্রাসাইট
(C) পিট্
(D) বিটুমিনাস 

উত্তর :
(B) এন্থ্রাসাইট 

২৬৮৩. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলের ডাক নাম কী ?

(A) জাম্বো
(B) মাস্টার
(C) লালা
(D) গব্বর 

উত্তর :
(A) জাম্বো 

২৬৮৪. নিচের কোন রাজ্যটি ভারতে ক্রোমাইটের বৃহত্তম উৎপাদক ?

(A) ঝাড়খন্ড
(B) কর্ণাটক
(C) ছত্তিসগড়
(D) ওড়িশা 

উত্তর :
(D) ওড়িশা

ভারতের উৎপাদিত ক্রোমাইটের (FeO.Cr2O3 ) প্রায় ৯০% উৎপন্ন হয় ওড়িশাতে ।


২৬৮৫. নিচের কোনটি “অ্যামোনিফাইং ব্যাকটিরিয়া” ?

(A) নাইট্রোসোমনাস
(B) ব্যাসিলাস মাইকোয়াইডস
(C) ক্লস্ট্রিডিয়াম
(D) রাইজোবিয়াম 

উত্তর :
(B) ব্যাসিলাস মাইকোয়াইডস

২৬৮৬. দাগ এবং চেহরা ব্যবস্থা চালু করেন কে ? 

(A) জালালউদ্দিন খিলজি
(B) আলাউদ্দিন খিলজি
(C) মোহাম্মদ বিন তুঘলক
(D) ইব্রাহিম লোদী 

উত্তর :
(B) আলাউদ্দিন খিলজি

২৬৮৭. বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হ’ল ________ এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা ________ 

(A) এস্টিমেট কমিটি, ৩০
(B) পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ২২
(C) এস্টিমেট কমিটি, ২২
(D) পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ৩০

উত্তর :
(B) পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ২২

পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা এবং এই কমিটিতে মোট ২২ জন সদস্য থাকে । এই ২২ জনের মধ্যে ১৫ জন লোকসভা এবং ৭ জন রাজ্য সভা থেকে ।





২৬৮৮. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধিকে সরকারী ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ?

(A) ২১তম সংবিধান সংশোধনী
(B) ৭১তম সংবিধান সংশোধনী
(C) ৫১তম সংবিধান সংশোধনী
(D) ৬১তম সংবিধান সংশোধনী 

উত্তর :
(A) ২১তম সংবিধান সংশোধনী

সিন্ধি যুক্ত করা হয়েছি ২১তম সংবিধান সংশোধনী  ( ১৯৬৭ ) এর মাধ্যমে ।


২৬৮৯. আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করতে ব্যবহার করা হয় 

(A) ফেরোম্যাগনেটিক উপাদান
(B) ফেরিম্যাগনেটিক উপাদান
(C) পাইজোইলেক্ট্রিক উপাদান
(D) পাইরোইলেক্ট্রিক উপাদান

উত্তর :
(C) পাইজোইলেক্ট্রিক উপাদান

২৬৯০. কোন কমিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঠামো এবং বাস্তুতন্ত্রের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল ?

(A) লোধা কমিটি
(B) গাভাস্কার কমিটি
(C) মেহতা কমিটি
(D) গুহ কমিটি

উত্তর :
(A) লোধা কমিটি

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৫

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৪

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৩

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button