সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৪
General Awareness MCQ – Set 124
২৬৫১. কঠিন বর্জ্যের উপর অভেদ্য উপাদান দিয়ে প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে
(A) কাপিং (Capping )
(B) এনক্যাপ্সুলেশন (Encapsulation )
(C) ল্যান্ডফিল (Chemical fixation )
(D) কেমিকাল ফিক্সেশন (Landfill )
২৬৫২. “Scissor” শব্দটি নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কিত ?
(A) হকি
(B) বক্সিং
(C) রেসলিং
(D) কবাডি
২৬৫৩. ব্লিচিং তরল অজৈব দূষকগুলি প্রধানত কোন শিল্প দ্বারা উৎপাদিত হয় ?
- কাগজ শিল্প
- ইস্পাত শিল্প
- খনি
(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) শুধুমাত্র 3
(D) 1 এবং 2
২৬৫৪. রানা সঙ্গ ১৫২৭ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ?
(A) পানিপথ
(B) হলদিঘাট
(C) চৌসা
(D) খানুয়া
২৬৫৫. “Untouchable” বইটি লিখেছেন
(A) মুন্সি প্রেমচাঁদ
(B) সরোজিনী নাইডু
(C) নটবর সিং
(D) মুলক রাজ্ আনন্দ
২৬৫৬. আমেরিকার স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জুন ৪
(B) জুলাই ৪
(C) আগস্ট ৪
(D) মে ৪
আমেরিকায় স্বাধীনতা ঘোষিত হয়েছিল ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই ।
২৬৫৭. স্বল্প সুদের নীতি হিসাবে পরিচিত
(A) ইনকাম জেনারেটিং পলিসি (income generating policy )
(B) ইনভেস্ট পলিসি (invest policy )
(C) চিপ মানি পলিসি (cheap money policy )
(D) ডিয়ার মানি পলিসি (dear money policy )
২৬৫৮. “My Country My Life” বইটির লেখক
(A) মমতা বন্দ্যোপাধ্যায়
(B) লালকৃষ্ণ আডবাণী
(C) রাঘব বাহল
(D) দামান সিং
২৬৫৯. কোন ধাতুর আকরিককে পাতলা সায়ানাইডের দ্রবণ দিয়ে পরিস্রুত করে সেই ধাতু নিষ্কাশন করা হয় ?
(A) সিলভার
(B) টাইটানিয়াম
(C) জিংক
(D) কপার
২৬৬০. কার্বন ডাই অক্সাইড বাতাসে উপস্থিত না থাকলে নিচের কোনটি সম্ভাব্য ফলাফল হতে পারে ?
(A) পৃথিবীর তাপমাত্রা খুব কম হয়ে যাবে
(B) অতিবেগুনী রশ্মি বেশি শোষিত হবে
(C) ইনফ্রারেড রশ্মি বেশি শোষিত হবে
(D) পৃথিবীর তাপমাত্রা খুব বেশি হয়ে যাবে
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২১
To check our latest Posts - Click Here
darunnn sir.
ধন্যবাদ