ভূগোল MCQ – সেট ৪৩
Geography MCQ – Set 43
BanglaQuiz Question ID : 982
১. জয়া ও HKR-120 কোন শস্যের রকম ?
(A) গম
(B) ধান
(C) জোয়ার
(D) বাজরা
BanglaQuiz Question ID : 983
২. উকাই বাঁধটি কোন নদীর ওপারে রয়েছে ?
(A) তাপ্তি
(B) নর্মদা
(C) গোদাবরী
(D) কৃষ্ণা
BanglaQuiz Question ID : 999
৩. নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি পরিমানে ম্যালবেরি রেশম ( Mulberry Silk ) উৎপন্ন করে ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) আসাম
(C) কর্ণাটক
(D) তামিল নাড়ু
মুগা সিল্ক – অসম ( এটি আসাম সিল্ক নামেও পরিচিত )&nbsnbsp;
ম্যালবেরি – কর্ণাটক
এরি সিল্ক – আসাম, মনিপুর
তুসার/তাশার সিল্ক – ভাগলপুর ( এটি ভাগলপুর সিল্ক নামেও পরিচিত ), পশ্চিমবঙ্গের মালদা, ঝাড়খন্ড ( বর্তমানে সবথেকে বেশি পরিমানে উৎপন্ন করে )
BanglaQuiz Question ID : 1051
৪. প্রবাল কীট দ্বারা তৈরী সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কী বলে ?
(A) প্রতিবন্ধক দ্বীপ
(B) অ্যাটল
(C) স্পিড
(D) টম্বোলো
BanglaQuiz Question ID : 1067
৫. ভারত ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটি হল –
(A) ম্যাকমোহন লাইন
(B) র্যাডক্লিফ লাইন
(C) ডুরান্ড লাইন
(D) ২৪ ডিগ্রি লাইন
BanglaQuiz Question ID : 1092
৬. ভারতের কোন রাজ্য “The Land of Dawnlit Mountains” নামে পরিচিত ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) অরুণাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) জম্মু ও কাশ্মীর
BanglaQuiz Question ID : 1096
৭. নীচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফিবোস এবং ডিমোস ?
(A) মঙ্গল
(B) শনি
(C) বৃহস্পতি
(D) বুধ
BanglaQuiz Question ID : 1122
৮. জলবিষুব বলা হয় কোন দিনটিকে ?
(A) সেপ্টেম্বর ২৩
(B) জুন ২১
(C) ডিসেম্বর ২২
(D) মার্চ ২১
BanglaQuiz Question ID : 1123
৯. নাইস কি ধরণের শিলা ?
(A) রূপান্তরিত
(B) পাললিক
(C) আগ্নেয়
(D) কোনোটিই নয়
BanglaQuiz Question ID : 1128
১০. থর মরুভূমিতে মিক ( অনুদৈর্ঘ্য ) ধরণের চলমান বালিয়াড়িকে কি বলে ?
(A) ধান্দ
(B) লোয়েস
(C) ধ্রিয়ান
(D) বাড়ঘন
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪২
ভূগোল MCQ – সেট ৪১
ভূগোল MCQ – সেট ৪০
To check our latest Posts - Click Here
Geographyr aro Question set upload korun sir………
Ok.