সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস

১০১. নিম্নলিখিত সংসদ সদস্যদের মধ্যে কে নাথুরাম গডসেকে লোকসভার কার্যক্রম চলাকালীন “দেশপ্রেমিক” হিসাবে বর্ণনা করেছিলেন?
(A) প্রজ্ঞা ঠাকুর
(B) গজেন্দ্র প্যাটেল
(C) সাক্ষী মহারাজ
(D) গৌতম গম্ভীর
লোকসভা চলাকালীন মহাত্মা গান্ধীর ঘাতক নথুরাম গডসেকে “দেশপ্রেমিক” হিসাবে বর্ণনা করার পরে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে মূল সংসদীয় প্যানেল থেকে সরিয়ে দেওয়াহ য়েছে । এই অধিবেশন চলাকালীন তিনি কোনও বিজেপি সংসদীয় দলের বৈঠকে অংশ নিতে পারবেন না।
১০২. আবদুল্লা ইয়ামিন অর্থ পাচারের দায়ে ৫ বছরের কারাদণ্ডের সাজা পেলেন । তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ?
(A) তানজানিয়া
(B) মিশর
(C) জাম্বিয়া
(D) মালদ্বীপ
মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি, আবদুল্লা ইয়ামিনকে ২৮ শে নভেম্বর, ২০১৯ এ অর্থ পাচারের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে । মালদ্বীপের একটি আদালতের পাঁচ বিচারকের বেঞ্চ এই আদেশ দিয়েছে ।
১০৩. কোন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারকে উত্তর শ্রীলঙ্কা প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছে?
(A) কুমার সাঙ্গাকারা
(B) সনথ জয়সুরিয়া
(C) মুথাইয়া মুরলিধরন
(D) মহেলা জয়াবর্ধনে
শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরনকে উত্তর শ্রীলঙ্কা প্রদেশের গভর্নর পদে নিয়োগ করা হয়েছে। এই প্রদেশটি তামিল সংখ্যাগরিষ্ঠ।
১০৪. সর্বশেষ সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৯ সালের দ্বিতীয় কোয়াটারে জিডিপি -এর বৃদ্ধির হার হলো
(A) ৪.৫%
(B) ৫%
(C) ৬%
(D) ৭.৩%
১০৫. বিশ্ব অভিবাসন রিপোর্ট (World Migration Report ) ২০২০ অনুসারে কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী বিদেশে বসবাস করছেন?
(A) জাপান
(B) মেক্সিকো
(C) চীন
(D) ভারত
১ – ভারত ( ১৭.৫ মিলিয়ন ) , ২ – মক্সিকো ( ১১.৮ মিলিয়ন ) , ৩ – চীন ( ১০.৭ মিলিয়ন )
১০৬. IFFI 2019 – এ গোল্ডেন পিকক পুস্কার পেলো কোন চলচিত্রটি ?
(A) পার্টিকেলস
(B) জালিকাট্টু
(C) মাড়ীঘেল্লা
(D) বেলুন
ব্লেইস হ্যারিসন পরিচালিত একটি ফরাসি-সুইস চলচ্চিত্র, ‘পার্টিকেলস’ গোয়ার পঞ্চাশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে ।
১০৭. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশকে তার অর্থনীতি শক্তিশালী করতে ৪০০ মিলিয়ন ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন?
(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) শ্রীলঙ্কা
(D) মালদ্বীপ
প্রধানমন্ত্রী মোদী ২৯শে নভেম্বর (২০১৯) , শ্রীলঙ্কার সফররত রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকসের সাথে একটি যৌথ বিবৃতি দেওয়ার সময় এই ঘোষণাটি করেছেন ।
১০৮. মহারাষ্ট্র বিধানসভার নতুন প্রোটেম স্পিকার হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) দিলীপ পাটিল
(B) জয়ন্ত পাতিল
(C) পৃথ্বীরাজ বারিক
(D) নবাব মালিক
১০৯. কোন দেশে সম্প্রতি বুবনিক প্লেগের কিছু ঘটনা খুঁজেপাওয়া গিয়েছে ?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) চীন
(D) বাংলাদেশ
প্লেগ একটি জীবনঘাতী রোগ যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট। এই ব্যাকটেরিয়াটি ফ্রান্স-সুইস ব্যাকটেরিওলজিস্ট আলেকজেন্ডার ইরসিন কর্তৃক আবিস্কৃত। এ রোগে আক্রান্ত হওয়ার ফলে রোগীর লিম্ফনোডগুলো ব্লক হয়ে ফুলে উঠে। এ ধরনের প্লেগকে বুবনিক প্লেগ বলে। বুবনিক প্লেগ দেহে ছড়িয়ে পড়লে পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয়। একে নিউমোনিয়া প্লেগ বলে।
১১০. “मा गृधः कस्यस्विद्धनम् (Do not be greedy for anyone’s wealth) ” সম্প্রতি কোন সংস্থার মূলমন্ত্র হিসাবে গৃহীত হয়েছিল?
(A) লোকপাল
(B) নীতি আয়োগ
(C) জলশক্তি মন্ত্রনালয়
(D) নির্বাচন কমিশন
১১১. দুর্নীতি দমনকারী ওম্বুডসম্যান “লোকপাল” এর লোগোটি কে ডিজাইন করেছেন ?
(A) নিখিল কুমার
(B) প্রশান্ত মিশ্র
(C) কানন কৃষ্ণ
(D) নারায়ণন কৃষ্ণস্বামী
লোকপালের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) পিনাকী চন্দ্র ঘোষ দুর্নীতি দমনকারী ওম্বুডসম্যান লোকপাল” এর একটি নতুন লোগো চালু করেছেন । এটির নকশা করেছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা প্রশান্ত মিশ্র।
১১২. কাঠুয়া কান্ড কভারেজের জন্য কোন ভারতীয় নিউজ চ্যানেলকে সাংবাদিকতার জন্য ২০১৯ সালের “IPI India Award for Excellence” প্রদান করা হয়েছে ?
(A) NDTV India
(B) আজ তাক
(C) Zee News
(D) News 24
১১৩. সর্বশেষ CRY রিপোর্ট অনুযায়ী শিশুদের বিরুদ্ধে সামগ্রিক অপরাধে কোন রাজ্য শীর্ষে রয়েছে ?
(A) উত্তর প্রদেশ
(B) পাঞ্জাব
(C) হরিয়ানা
(D) ওড়িশা
যুগ্মভাবে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ ।
১১৪. কোন রাজ্য সরকার সরকারী চাকরিতে ক্রীড়াবিদদের জন্য ৫% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে?
(A) হরিয়ানা
(B) উত্তর প্রদেশ
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ
১১৫. গোলাপি বলে একটি ইনিংসসে ৫টি উইকেট গ্রহণকারী প্রথম ভারতীয় বোলার কে ?
(A) মোহাম্মদ শামী
(B) উমেশ যাদব
(C) ইশান্ত শর্মা
(D) জসপ্রিত বুমরাহ
কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ডে-নাইট গোলাপী বল টেস্টে প্রথম ইনিংসসে পাঁচ উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ।
Download PDF File :
November Month Current Affairs MCQ – Download
November Month Current Affairs One Liners – Download
To check our latest Posts - Click Here
Sir Jodi Bengali grammar last minute suggition diten tahole khub upokar hoto
Bengali Grammar lekhar admin ai muhurte amader kache nei … Amra pode chesta korbo Bengali Grammar niye kichu post debar