সাম্প্রতিকী ২০১৯ – নভেম্বর মাস
৬১. জাতীয় শিশু দিবস প্রতিবছর কোন দিনটিতে ভারতে পালন করা হয় ?
(A) নভেম্বর ১০
(B) নভেম্বর ১৪
(C) নভেম্বর ১১
(D) নভেম্বর ৭
জওহরলাল নেহরু ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। ছোটদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। চাচা নেহরু নামে তাঁর খ্যাতি ছিল। তাঁর চরিত্রের এই বিশেষ দিকটিকে মনে রেখে ১৪ই নভেম্বর তাঁর জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়।
৬২. বিচারপতি মুহাম্মদ রফিক কোন রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি শপথ গ্রহণ করলেন ?
(A) মেঘালয়
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) আসাম
বিচারপতি মুহাম্মদ রফিক মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। বিচারপতি রফিক, অজয় কুমার মিত্তলের স্থলাভিষিক্ত হয়েছেন । বিচারপতি মুহাম্মদ রফিক মেঘালয় হাইকোর্টের ৮ম মুখ্য বিচারপতি ।
৬৩. সম্প্রতি জর্ডন কোন দেশের সাথে পঁচিশ বছরের পুরনো শান্তিচুক্তি শেষ করেছে ?
(A) ইজরায়েল
(B) সিরিয়া
(C) লেবানন
(D) রাশিয়া
১৯৯৪ এর ২৬ শে অক্টোবর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।
৬৪. রিয়ুগু নামের একটি গ্রহাণু থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের যাত্রা শুরু করেছে কোন দেশের উপগ্রহ হায়াবুসা -২ ?
(A) উত্তর কোরিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) চীন
(D) জাপান
জাপানী মহাকাশ সংস্থার (JAXA) মহাকাশযান হায়াবুসা -২ সাড়ে তিন বছরের যাত্রা করে পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন কিলোমিটার দূরে গ্রহাণু রিয়ুগুতে পৌঁছেছিল। এটি গ্রহাণুর কয়েকটি নমুনা সংগ্রহ করেছে এবং এখন এটি পৃথিবীতে ফিরে আসছে।
৬৫. “TIME 100 Next” তালিকাতে কোন ভারতীয় খেলোয়াড়ের নাম রয়েছে ?
(A) রোহিত শর্মা
(B) দ্যুতি চাঁদ
(C) স্মৃতি মান্ধনা
(D) পিভি সিন্ধু
দ্যুতি চাঁদ (জন্ম ৩ ফেব্রুয়ারী ১৯৯৬) একজন ভারতীয় প্রফেশনাল স্প্রিন্টার এবং বর্তমানে মেয়েদের ১০০ মিটার ইভেন্টে জাতীয় রেকর্ডধারী।
৬৬. ইসরো কোন মিশনের জন্য ১২ টি সম্ভাব্য মহাকাশচারী বাছাই করেছে ?
(A) গগনযান মিশন
(B) চন্দ্রাযান -৩ মিশন
(C) মঙ্গল মিশন
(D) বৃহস্পতি মিশন
৬৭. নিম্নলিখিত মুসলিম সংস্থাগুলির মধ্যে কোনটি সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে ?
(A) অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
(B) জমিয়তে উলামা-ই-হিন্দ
(C) সুন্নি ওয়াকফ বোর্ড
(D) কোনোটিই নয়
৬৮. নীচের কোন আবিষ্কারের জন্য ভারতের রবি প্রকাশ ব্রিকস-ইয়ং ইনোভেটার (BRICS-Young Innovator ) পুরস্কার পেয়েছেন ?
(A) গ্রীন আইস বক্স
(B) দুধ ঠান্ডা করার মেশিন
(C) প্লাস্টিক রিসাইকেল মেশিন
(D) পরিবেশ বান্ধব সার
স্বল্পমূল্যের দেশীয়ভাবে ডিজাইন করা দুধ ঠান্ডা করার মেশিন আবিষ্কার করার জন্য ভারতের রবি প্রকাশকে ব্রিকস-ইয়ং ইনোভেটার পুরষ্কার দেওয়া হয়েছে ।
৬৯. ২০১৯ সালের দ্বিপাক্ষিক মেরিটাইম অনুশীলন জাইর-আল-বাহর (Za’ir-Al-Bahr ) সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে ?
(A) সৌদি আরব
(B) কাতার
(C) কুয়েত
(D) তুরস্ক
৭০. কে সম্প্রতি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?
(A) প্রেমদাসা
(B) মহিন্দা রাজাপাকসা
(C) গোটাবায়া রাজাপাকসা
(D) অরবিন্দ ডিসিলভা
গোটাবায়া রাজাপাকসা শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসের ভাই। তিনি এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রেমাদাসাকে পরাজিত করেছেন ।
৭১. জাতীয় প্রেস দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৪
(B) নভেম্বর ১২
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৬
১৯৬৬ সাল থেকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার উদ্যোগে ১৬ই নভেম্বর দিনটি জাতীয় প্রেস দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
৭২. শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য কাকে ২০১৯ সালের ইন্দিরা গান্ধী পুরষ্কার দেওয়া হয়েছে ?
(A) ডেভিড অ্যাটেনবোরো
(B) ডেভিড পার্কার
(C) বিল গেটস
(D) গ্রেটা থুনবার্গ
৭৩. ইসরো ২৫শে নভেম্বর কোন উপগ্রহটি উৎক্ষেপণ করতে যাচ্ছে ?
(A) Cartosat-3
(B) Cartosat-4B
(C) AstroSat-2
(D) AstroSat-IV
৭৪. প্রতিবছর বিশ্ব টয়লেট দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৩
(C) নভেম্বর ২১
(D) নভেম্বর ১৯
২০১৯ সালের থিম ছিল – “Leaving No One Behind”
৭৫. প্যারাডাইস উপকূল ( Paradise Beach) -টিকে সম্প্রতি প্লাষ্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে । এই বিচটি কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ?
(A) তামিলনাড়ু
(B) অন্ধ্র প্রদেশ
(C) কেরালা
(D) পন্ডিচেরী
৭৬. আন্তর্জাতিক পুরুষ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ১১
(B) নভেম্বর ১৩
(C) নভেম্বর ১৫
(D) নভেম্বর ১৯
আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতি বছর ১৯ নভেম্বর তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।
৭৭. কোন দেশ সম্প্রতি শাহীন -১ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) আফগানিস্থান
(D) সংযুক্ত আরব আমিরাত
শাহীন -১ হলো পাকিস্তানের সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র । ৬৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যকে নিমেষে উড়িয়ে দিতে পারে ।
৭৮. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি চিকিৎসার জন্য বিদেশিদের ভিসা ছাড়ের প্রচলন করেছে ?
(A) পাকিস্তান
(B) ব্রিটেন
(C) ভারত
(D) চীন
ভারতে চিকিৎসার জন্য এসে ইনডোর চিকিৎসা বা হাসপাতালে ভর্তি থাকলে ভিসার মেয়াদ ফুরিয়ে যাবার পরেও বিদেশিরা ১৮০ দিন পর্যন্ত মেডিকেল ভিসাতে ভারতে থাকতে পারবেন ।
৭৯. গুগল একটি নতুন ক্লাউড-ভিত্তিক গেম স্ট্রিমিং পরিষেবা চালু করেছে। গেমিং পরিষেবাটির নাম কী ?
(A) গুগল আর্কেডিয়া (Google Arcadia )
(B) গুগল স্টাডিয়া (Google Stadia )
(C) গুগল প্লেমেটস (Google playmates )
(D) গুগল নিক্সপ্লে (Google Nixplay )
৮০. কোন বাংলাদেশি ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ?
(A) সৌম্য সরকার
(B) মুশফিকুর রহিম
(C) শাহাদাত হোসেন
(D) লিটন দাস
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের সময় সতীর্থকে লাঞ্ছিত করার জন্য হোসেনকে নিষিদ্ধ করা হয়েছে ।
To check our latest Posts - Click Here
Sir Jodi Bengali grammar last minute suggition diten tahole khub upokar hoto
Bengali Grammar lekhar admin ai muhurte amader kache nei … Amra pode chesta korbo Bengali Grammar niye kichu post debar